সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: “এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা, ৩০ টাকা!” যাঁর এই সংলাপ, এইমুহূর্তে সমাজমাধ্যম ব্যবহারকারী মাত্রই তাঁকে চেনে। শিয়ালদহ চত্বরের এক পরোটা বিক্রেতা সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছেন, যিনি রাজুদার পকেট পরোটা নামেই পরিচিত! তিনি এক প্লেটে তিনটি পরোটা, সবজি, সিদ্ধ ডিম, পিঁয়াজ ও কাঁচালঙ্কা দেন। দাম নেন ৩০ টাকা। তাঁর বাচনভঙ্গি সরলতা মানুষকে ছুঁয়ে গিয়েছে, ইউটিউবারদের ভিড় লেগেই রয়েছে রাজুর দোকানে। এমনকী তাঁকে নিয়ে গানও বাঁধা হয়ে গিয়েছে। ফুড ব্লগারদের হাত ধরে নানা অখ্যাত, রাস্তার ধারে চলা খাবারের দোকান জনপ্রিয় হয়েছে বিগত বেশ কিছু বছরে। এই তালিকায় নয়া সংযোজন রাজুদা ও তাঁর পরোটা। সম্প্রতি, শোনা গেল এবার পর্দায় অভিনয় করতে দেখা যাবে এই পরোটা-বিক্রেতাকে! এরপরেই এই ব্যক্তিকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর তরজা।
রাজু দার পকেট পরোটা নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে গাড়িতে যেতে যেতে কথা বলছেন রাজুদা। সেখানেই তিনি জানান এবার তাঁকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। কিন্তু কী সেটা? এই বিষয়ে তিনি জানান, 'আজকে যাচ্ছি এক জায়গায় ইনভাইট (নিমন্ত্রণ) আছে। ওয়েব সিরিজের, ওখানে যাচ্ছি।” এরপর তিনি আরও জানান, “তো খুব তাড়াতাড়ি এটা দেখতে পারবে হইচইতে।” পরোটা বিক্রি করে ইউটিউবে স্রেফ ভাইরাল হওয়ার সুবাদে পর্দায় অভিনয়ের সুযোগ- এই বিষয়টি নিয়েই সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে কী মতামত অভিনেতা ঋদ্ধি সেন এবং চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দর, জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।
আরজি কর-কাণ্ডের সময় থেকে প্রতিবাদী চিকিৎসক হিসেবে তিনি সমাজে চর্চিত নাম। সংবাদমাধ্যমের শিরোনামে। কিঞ্জল বললেন, “অভিনয় যে-কেউই করতে পারেন। তাতে কারও আপত্তি থাকার কথা নয়। তবে একজন যদি পরোটা বিক্রি করে জনপ্রিয় হয়ে অভিনয়ে সুযোগ পাচ্ছেন, আমার সেই বিষয়টিতে অসুবিধা। একটু বুঝিয়ে বলি, যেকোনও পেশার মানুষ যদি অধ্যাবসায় এর সঙ্গে যদি অভিনীয়তা শেখেন, অভিনয়ের প্রতি তাঁর যদি ভালবাসা থাকে, তাহলে সেই মানুষটি অভিনয়ের সুযোগ পেলে কারও কিছু বলার থাকে না। থাকা উচিতও নয়। আমিও তো চিকিৎসক হওয়ার পাশাপাশি অভিনয় করি। আমার ক্ষুব্ধ হওয়ার কারণ, ইন্ডাস্ট্রিতে বহু ছেলেমেয়ে রয়েছে যারা আমার পরিচিত, তারা দীর্ঘ বছর ধরে অভিনয় করছেন, মঞ্চের বন্ধুরা রয়েছে কই তারা তো কোনও সুযোগ পাচ্ছে না। তাদের প্রতি কি এই বিষয়টি অবিচার নয়? শুধুই পরোটা বিক্রির জন্য কেউ পর্দায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন, আমার সমস্যা সেখানে।”
অভিনেতা-চিকিৎসক আরও বলেছেন, “এইমুহূর্তে মানুষ সার্বিকভাবে ভীষণ হতাশাগ্রস্থ। আমাদের মানবিক মূল্যবোধের চেতনাগুলো আগের থেকে অনেকটাই ক্ষয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনও একটা ব্যাপার পেলে সেটাকে আঁকড়ে ধরা এবং তারপর তা রীতিমতো উন্মাদনার পর্যায় নিয়ে যাওয়া হয়। আর এর ফলে ক্ষতি হয় রাজুদা পরোটা, রাণু মণ্ডল, কাঁচা বাদাম বিক্রেতাদের। তাঁদের মূল জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁরা কি আর তাঁদের আগের জীবিকায় ফিরে যেতে পেরেছেন? আমি ছ’মাস পর দেখতে চাই এই রাজুদের পরোটাকে কে, কীভাবে ব্যবহার করছে সদার্থকভাবে?” তাহলে কেউ সমাজমাধ্যমে বিখ্যাত হলেই তাঁকে অভিনয় জগতে নিয়ে আসার যে প্রবণতা, এর ফলে কি অভিনয় মাধ্যমটার, শিল্পটা কোথাও ছোট হচ্ছে না? মৃদু হেসে কিঞ্জলের জবাব, “দেখুন, তাজমহলের সামনে গিয়ে যদি কেউ বলেন তাজমহলকে বিশ্রী, তাহলে কিন্তু তাজমহলের জৌলুস এতটুকুও কমে যায় না। অভিনয় বিষয়টিও ঠিক ওরকম। এটুকুই!”
ঋদ্ধি অল্প কথায় বললেন, “এই ট্রেন্ডটা বহুদিন ধরেই চলে আসছে। এটা নিয়ে নতুন করে নালিশ করার আর কিছু নেই। আমার মনে হয়, এই প্রবণতা আরও বাড়বে, এটাই হবে। ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে তাঁকে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে-এ তো আকছার দেখা যাচ্ছে। এই বিষয়টি যখন সবাই মেনে নিচ্ছেন, গ্রহণ করছেন তখন শিল্পীদের নিজের কাজ দিয়ে জবাব দেওয়ায় ছাড়া আর কোনও উপায় নেই। এই ক্ষয়িষ্ণু সমাজে ওটাই কম্ব্যাট করার পাল্টা ও একমাত্র মোক্ষম অস্ত্র অভিনেতা-অভিনেত্রীদের। কারণ রাতারাতি এই নিয়ম বদলে ফেলা যাবে না। সুতরাং, নিজের কাজ নিয়ে চর্চা করা ছাড়া অন্য কোনও উপায় নেই। তবে হ্যাঁ, এখনও কিছু দর্শক রয়েছেন যাঁরা ভাল ছবি, ভাল শিল্পীদের কাজ দেখতে চান, শুনতে চান। তাঁদের জন্যেই আমরা শিল্পীরা প্রতিনিয়ত নিজেদের উজ্জীবিত করি, প্রাণপণে সৎ থাকি নিজের কাজের ব্যাপারে।”
নানান খবর
নানান খবর

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই?

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা বন্ধ করেছিলেন শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?