বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সিপিএম-আইএসএফ সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকল আবাসের টাকা, তৃণমূল পাঠাল মিষ্টির প্যাকেট, 'বেনজির' রাজধর্ম শাসকের

Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ০৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার বাড়ি বণ্টন নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল। পঞ্চায়েতের বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধী দলের সমর্থকদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ রাজধর্ম পালনের নজির গড়ল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত দুই নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের সিপিএম ও আইএসএফ সমর্থকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার আগে রাজ্যের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে ওই উপভোক্তাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট পাঠানো হয়েছে। দাদপুর পঞ্চায়েতের পকদাহ গ্রামের শতাধিক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবার রাজ্যের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে।

 

প্রাপকদের মধ্যে বেশিরভাগই সিপিএম ও আইএসএফ সমর্থক। তৃণমূল সমর্থক পরিবার হাতেগোনা কয়েকটি। বিরোধীদলের সমর্থক হওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে আগে টাকা ঢোকায় সিপিএম ও আইএসএফ সমর্থকেরা অবাক হয়ে গিয়েছেন। তাঁদের বক্তব্য, আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আগে একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু তখন টাকা ঢোকেনি। তাই নিরুপায় হয়ে ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে তাঁদের দিন কাটাতে হয়েছে। অথচ শাসকদলের সমর্থকদের পাকা বাড়ি থাকলেও আগে সেই টাকা পেয়ে গিয়েছেন।  সিপিএম ও আইএসএফ সমর্থকদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটল। তৃণমূল নয়, সিপিএম ও আইএসএফ সমর্থকেরাই আগে বাড়ি তৈরির টাকা পেয়ে গেলেন।

 

পাকদহের বাসিন্দা সিপিএম সমর্থক আব্দুল জলিল বলেন, 'আবাস যোজনার ঘরের জন্য আমরা বেশ কয়েকবার আবেদন করেছি। কিন্তু ঘর পাইনি। এবার দেখলাম উল্টো ঘটনা ঘটল। আমরাই আগে ঘরের টাকা পেয়ে গিয়েছি। তৃণমূলের লোকেরা বরং কম পেয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে গিয়েছে। রাজ্য সরকারের ভূমিকাকে স্বাগত জানাই।' আইএসএফ সমর্থক নাজমুল আলম বলেন, 'আমরা বিরোধী দলের সমর্থক। অথচ আমাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকে গিয়েছে। সরকারের এই ভূমিকা বেশ ভাল লাগল। পঞ্চায়েত কর্তৃপক্ষকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি।'

 

দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে এসেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কখনও রাজনৈতিক রং দেখেন না। বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টনের ক্ষেত্রে বিরোধীরা আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করত। সেটা যে তাদের ভুল অভিযোগ ছিল, আশা করি এবার সকলে তা বুঝবেন।' উপপ্রধান আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে আরও বলেছেন, 'যদি কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি দাবি করেন, অবশ্যই উপভোক্তা যেন পঞ্চায়েতে তা জানান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’


#Local News#WB News#Mamata Banerjee



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মালদহে উদ্ধার ২০ লক্ষ টাকার জাল নোট, কোথা থেকে এল তদন্তে পুলিশ...

দুলাল সরকার খুনে গ্রেপ্তার তৃণমূল শহর সভাপতি, ধৃতের সংখ্যা বেড়ে সাত, ঘটনাস্থলে ফরেন্সিক দল...

ফের শীতের ঝোড়ো ব্যাটিং শুরু! হু-হু করে নামবে পারদ, চলতি সপ্তাহে আরও বাড়বে ঠান্ডা...

অবশেষে জঙ্গলে ফিরল বাঘ, রাতভর বাজি ফাটিয়ে সফল বন দপ্তরের কর্মীরা ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...



সোশ্যাল মিডিয়া



01 25