রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | আর চাপ নিতে পারলেন না, কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা জাস্টিন ট্রুডোর

RD | ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ১৭Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টি অফ কানাডার অন্দরে ট্রুডো-কে নিয়ে মতবিরোধ চরমে। যার জেরেই শেষপর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি। সোমবার অটোয়ায় তাঁর বাসভবন রিডো কটেজের বাইরে সংবাদিক বৈঠকে ইস্তফার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জাস্টিন ট্রুডো বলেছেন, "কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চাই। আমার এই ইচ্ছের কথা আমি দল এবং গভর্নরকে জানিয়েছি। দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।" তাঁর সংযোজন, "এই বছরের শেষের দিকে নির্বাচন হবে। তা না হওয়া পর্যন্ত দল এবং কানাডার নেতৃত্ব দেওয়ার জন্য একজন নতুন নেতা খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হবে। এ জন্য আমি ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করছি।" লিবারেল পার্টির নেতা ট্রুডো ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ট্রুডোর দাবি, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সফলতার নেপথ্যে পরিবারের ভূমিকা রয়েছে। গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ি জানিয়েছেন।

কানাডার আইনসভা রীতি অনুসারে, এই পরিস্থিতে ক্ষমতাসীন দল পরবর্তী নেতা নির্বাচনের জন্য আগামী ৯০ দিন সময় পাবে।

দলীয় নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে ট্রুডোর সিদ্ধান্ত বারে বারেই বিতর্কের জন্ম দিয়েছে। ট্রুডোর আন্তর্জাতিক নীতি নিয়েও দেশের অভ্যন্তরে অসন্তোষ রয়েছে। ভারতের সঙ্গে ট্রুডোর আমলে কানাডার সম্পর্কের অবনতি হয়েছে।

২০২৩ সালে বিভিন্ন নির্বাচনী সমীক্ষায় দেখা যায়, কানাডার অধিকাংশ বাসিন্দাই প্রধানমন্ত্রী ট্রুডোকে পছন্দ করেন না। আগামী নির্বাচনে কানাডায় কনজ়ারভেটিভ দল ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করছে বিভিন্ন সমীক্ষা। এই পরিস্থিতিতে হঠাৎই পদত্যাগ করেন কানাডার উপ-মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তারপর থেকে দেশের প্রশাসনে অসন্তোষ আরও তীব্র হয়েছে। মন্ত্রিসভায় রদবদল করেও তা নিয়ন্ত্রণ পারেননি ট্রুডো। জোটে ইতি টানতে হুঁশিয়ারি দিয়েছে শরিক দলও।

এ দিকে আগামী চার বছরের জন্য কানাডার প্রতিবেশী আমেরিকার ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মানিয়ে চলতে পারার মতো সরকার চায় কানাডা। তাই ট্রুডোর ইস্তফা ঘোষণার পর সে দেশে নির্বাচন এগিয়ে আনার দাবি পোক্ত হচ্ছে। 

 


JustinTrudeauJustinTrudeauAnnouncesResignationAsCanadaPM

নানান খবর

নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম

সোশ্যাল মিডিয়া