বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলাদেশে মারধোর করা হয়েছে ভারতীয় মৎসজীবীদের, সীমানা না পেরনোর কথা বললেন ‘অভিভাবক’ মমতা 

Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৫। প্রস্তুতি তুঙ্গে। অন্যান্য বছরের মতো এবারেও গঙ্গাসাগরে মেলার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়েই একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। তারমধ্যে অন্যতম বাংলাদেশ। মাছ ধরতে গিয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আটকে ছিলেন এ রাজ্যের বহু মৎসজীবী, এদিন সেই প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।

বক্তব্যের শুরুতেই বাংলাদেশে গিয়ে রাজ্যের মৎসজীবীদের পরিস্থিতির শিকার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। বলেন, ‘পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎসজীবীরা। তাঁরা দেশের সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন।‘ তারপর কী করে খুঁজে পাওয়া? সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে মৎসজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনও খবর রাখত না।‘ তবে মমতার জমানায় মৎসজীবীদের পরিচয় পত্র দেওয়া হয়েছে। তাতে কেউ যদি মাছ ধরতে গিয়ে হারিয়ে যায়, ডুবে যায় বা অন্যত্র চলে যায়, তাতে তৎক্ষণাৎ ট্র্যাক করতে পারা যায়। ফলে কে কোথায়, সেটা জানা সম্ভব এবং সহজ। প্রায় একশ মৎসজীবী নিখোঁজ হওয়ার খবর জেনেই খোঁজ শুরু হয়েছিল। নিখোঁজ জানতে পেরে, প্রশাসন তৎক্ষণাৎ খঁজ শুরু করে।

 
মৎসজীবীদের ছাড়িয়ে আনার কথা বলতে গিয়েই মমতা বলেন, ’জানতে পারলাম, তাঁদের কয়েকজনকে মারধোরও করা হয়েছে। হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কয়েজনের কোমর থেকে পা পর্যন্ত চোট।‘ তাঁদের দ্রুত এবং সঠিক চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দেন।


সঙ্গে অভিভাবকের মতো পরামর্শও দিলেন তাঁদের। কী বললেন? ট্রলারে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কখনওই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে। আগে জীবন বাঁচবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন।‘ 

একই সঙ্গে উল্লেখ করলেন, প্রায় একই সময়ে ওপারবাংলার ট্রলারও ঢুকে পড়েছিল এই বাংলায়। তাতে কী পদক্ষেপ নিয়েছিল রাজ্য? আটকে রাখার পরিবর্তে, অসুস্থ মৎসজীবীদের চিকিৎসা করিয়ে, তাঁদের দেশে ফিরিয়ে দেওয়া তাঁর মতে, এই ঘটনার পরেই হয়তো বোধদয় হয় ওপার বাংলার সরকারের। মমতা এদিন বলেন, ‘দু’ দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয় চাই।‘


#Mamata Banerjee#Gangasagar#fisherman# fishermenreleasedfrombangladesh



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...



সোশ্যাল মিডিয়া



01 25