মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ জানুয়ারী ২০২৫ ১১ : ২৭Abhijit Das
অরিন্দম মুখার্জি: ওড়িশার সিমলিপালে নিজের আস্তানায় ফিরেছে বাঘিনি জিনত। তার মধ্যেই নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায়। ঝাড়খণ্ডের জঙ্গলে অর্থাৎ চান্ডিল শহরের বালিডিহ জঙ্গলের সংলগ্ন গ্রামগুলিতে রয়েল বেঙ্গল টাইগারের আতঙ্কে ভুগছে গ্রামবাসী। ঝাড়খণ্ডের বনদপ্তরের বিজ্ঞপ্তি দিয়ে চাণ্ডিলের বালিডিহ-সহ প্রায় ১০-১২টা গ্রামে সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই বেশ একটি গবাদি পশুকে শিকার করেছে। কিন্তু গলায় রেডিও কলার না থাকায় বাঘের সন্ধান পায়নি বনদপ্তর। অপেক্ষা দ্বিতীয় শিকারের।
চান্ডিল শহর সবসময় জমজমাট। সাধারণত বেশি রাত অবধি দোকান বাজার খোলা থাকে। কিন্তু এখন সন্ধ্যা জনমানবহীন হয়ে পড়ছে শহর। বাঘের আতঙ্কে শীতকালে সেভাবে কেউ চড়ুইভাতি করতে আসছেন না। শহরের কাছে বাধের পাশের পূর্ণবাস, ভালুকাচার এবং গাঙ্গুডি গ্রামগুলির মানুষজন ঘর থেকে একদম বেরোচ্ছেন না। নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। চৌকা সদরের চা বিক্রেতা নকূলচন্দ্র মণ্ডল বলেন, ''আমি সাধারণত রাত ৯-১০টায় দোকান বন্ধ করতাম। কিন্তু বাঘের ভয়ে আগেই দোকান বন্ধ করে দিচ্ছি। কেউ বাইরে বেরোচ্ছে না।'' বাঘের ভয়ে চান্ডিল প্রশাসনের তরফ থেকে ১৮৯(৪) ধারা জারি করা হয়েছে ঝাড়খণ্ডের খরশোয়া এবং সরাইকেলা জেলাগুলোতে।
বালিডিহ গ্রামের বাসিন্দা মঙ্গল সিং মুন্ডা বলেন, ''ঝাড়খন্ডের বনদপ্তর জঙ্গলে যেতে বারণ করেছে। কিন্তু আমরা এই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করি এবং তার ফলে আমাদের সংসার চলে। কিন্তু কবে জঙ্গলে যাব আমরা খুব চিন্তিত আছি।'' গ্রামের অপর বাসিন্দা দেবনাথ সিং মুন্ডা বলেন, ''আমাদের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের জঙ্গলে বাঘ গরুকে মেরেছে।''
১৮৯(৪) ধারা অনুযায়ী, একসঙ্গে পাঁচ জনের বেশি কেউ জঙ্গলে প্রবেশ করতে পারবেন না বাঘের আতঙ্কে বালিডিহ, তুলগ্রাম, কুরলি খুঁটি চৌকা, ঘোরালিঙ্গী রাইডি এবং দুলমির এইসব এলাকার মানুষের জঙ্গলে প্রবেশ করা বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে বন্ধ বনজ সম্পদ সংগ্রহ। গবাদিপশু বেঁধে রাখা হচ্ছে বাড়ির মধ্যেই। জঙ্গলের মধ্যে দিয়ে যাঁরা কাজে যেতেন তাঁদের যেতে হচ্ছে ঘুরপথে। গ্রামবাসীদের অভিযোগ, জঙ্গলের পাশে বাঘ উপস্থিত। কিন্তু সারা গ্রাম জুড়ে অন্ধকার, রাস্তায় আলো নেই। প্রশাসন এবং এলাকার প্রধানদের বলেও সমস্যার কোনও সমাধান হয়নি।
বাঘের প্রথম শিকারের পরে কেটে গিয়েছে চার দিন। কিন্তু বনদপ্তর এখনও কোনও সুবিধা করতে পারেনি। শুধুই পায়ের ছাপ পেয়েছে। বনদপ্তরের ক্যামেরায় এখনও বাঘের ছবি ধরা পড়েনি। ঝাড়খন্ডের চান্ডিল রেঞ্জের আধিকারিক শশীরঞ্জন প্রকাশ বলেন, ''আমরা এখনও ট্রাপ ক্যামেরায় বাঘের চলাচল ধরা পড়তে দেখিনি। কিন্তু আমাদের ধারণা বাঘটি সম্ভবত বালিডিহ-র জঙ্গলে আছে। বাঘের অবস্থান কোথায় ঠিক সেটা জানার জন্য আমরা দ্বিতীয় শিকারের জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'' তিনি আরও বলেন, ''সাধারণত রয়েল বেঙ্গল টাইগার একবার পেট ভর্তি করে খাওয়ার পর প্রায় ৬ থেকে ৮ দিন পর আবার শিকারে বেরোয়।''
বালিডিহ গ্রামের কিশোর সুমিত মাহাতো জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়ে বাঘ দেখতে পায়। সে বাড়ি ফিরে সেই কথা তার মাকে জানায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার রেঞ্জগুলি যুক্ত। এর ফলে পুরুলিয়ার বনবিভাগ উদ্বিগ্ন। বাগমুন্ডি, বলরামপুর বনাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চান্ডিল সংলগ্ন সুবর্ণরেখা নদীর চরে বাঘটি জলপান করতে এসেছিল। সেই পদচিহ্ন পেয়েছে ঝাড়খণ্ডের।
ঝাড়খন্ডের ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে সম্ভবত বাঘটি পালামৌ জঙ্গল থেকে এসেছে। পুরুলিয়ার ডিএফও বলেন, ''জিনাতের ক্ষেত্রে আমরা যেভাবে হয়রান হয়েছি তার যেন পুরনাবৃত্তি না ঘটে এবং সেই জন্য আমরা পুরুলিয়ার জঙ্গলগুলিতে আগেভাগেই সর্তকতা অবলম্বন করা হচ্ছে। ''
#RoyalBengalTiger#Tiger#Purulia#Jharkhand
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...