বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে

Pallabi Ghosh | ০৪ জানুয়ারী ২০২৫ ২০ : ১৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে জঙ্গি গ্রেপ্তারের পর এবার সেখানে প্রকাশ্যে শুটআউটের ঘটনা ঘটল। শনিবার বিকালে সর্বাঙ্গপুর-পূর্বপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন রিন্টু বিশ্বাস নামে বছর সাতাশের এক যুবক। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।   

অন্যদিকে গুলি চালানোর ঘটনার পর গ্রামবাসীরা সর্বাঙ্গপুর-শ্যামনগর হয়ে রেজিনগর যাওয়ার রাস্তা অবরোধ করে রেখেছেন। নওদা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত পথ অবরোধ ওঠেনি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি পুজো শেষে ঠাকুরের মূর্তি নিয়ে আজ পূর্বপাড়ার বাসিন্দারা গ্রাম প্রদক্ষিণ করছিলেন। সেই সময় একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কিছু লোক গ্রামের পথ ধরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ঠাকুর নিয়ে পথ জুড়ে শোভাযাত্রা চলতে থাকায় কিছু লোক ওই রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি নিয়ে যেতে পারছিলেন না বলে অভিযোগ। 

সেই সময় কয়েকজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে প্রথমে শূন্যে ৭-৮ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তিরা আরও কয়েক রাউন্ড গুলি চালায়। সেই সময়ে রিন্টু বিশ্বাস নামে একজন যুবকের বুকে গুলি লাগে। গ্রামবাসীদের অভিযোগ যে গাড়ির 'কনভয়' থেকে গুলি চালানো হয়েছিল তার মধ্যে একটি গাড়িতে মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ উপস্থিত ছিলেন। 

গুলি চালানোর ঘটনার পর স্থানীয় লোকেরা ওই রাজনৈতিক দলের কর্মসূচিতে যাওয়া একটি বাস রাস্তাতেই আটকে দেন। সন্ধে পর্যন্ত বাসটি এলাকাতেই আটকে রয়েছে বলে জানা গিয়েছে।

যদিও গুলি চালানোর ঘটনার সময় এলাকায় উপস্থিতির অভিযোগ উড়িয়ে দিয়ে শফিউজ্জামান বলেন, 'আরজি কর হাসপাতালের ঘটনায় দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়ে আমার সর্বাঙ্গপুরে একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখান থেকে ফেরার সময় আমি জানতে পারি  একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সর্বাঙ্গপুর এলাকায় বিজেপির যথেষ্ট প্রভাব রয়েছে। আজ কিছু ব্যক্তি মদ্যপ অবস্থায় আমাদের দলের লোকেদেরকে গাড়ি নিয়ে সর্বাঙ্গপুরে আসতে বাধা দেয়। সেই সময় একটি গন্ডগোল হয়েছে। আমাদের দলীয় কর্মীদের একটি বাসও আটকে রাখা হয়েছে। বিস্তারিত আমি খোঁজ নিয়ে দেখছি।'
 
অন্যদিকে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার বলেন, 'বাজনা বাজিয়ে গ্রামের লোকেরা ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার কারণে একটি গাড়ি হর্ন দিলেও কয়েকজন তা শুনতে পাননি। এতেই ক্ষিপ্ত হয়ে তৃণমূল কর্মীরা গুলি চালিয়েছে। এই ঘটনায় রিন্টু বিশ্বাস নামে এক নিরীহ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।'


#murshidabad#crimenews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...



সোশ্যাল মিডিয়া



01 25