রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৫Sampurna Chakraborty
মহমেডান - ০
নর্থ ইস্ট ইউনাইটেড - ০
আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে একটু হাঁফ ছেড়ে বাঁচবেন আন্দ্রে চের্নিশভ। হারের গেরো থেকে বেরিয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান। পরপর জোড়া ম্যাচ ড্র। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র হল। যদিও তাতে মহমেডানের টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন নেই। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্টবয় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল নর্থ ইস্ট। ম্যাচের স্কোরলাইন দেখে খেলার গতিপ্রকৃতি বোঝা যাবে না। একাধিক গোলের সুযোগ পায় দুই দলই। বিশেষ করে নর্থ ইস্ট। ভুরিভুরি গোলের সুযোগ মিস করেন বেনোলির দল। হ্যাটট্রিক করতে পারতেন আলাদিন আজেরাই। তবে প্রশংসা করতেই হবে মহমেডানের রক্ষণের। এদিন অত্যন্ত সংগঠিত দেখায় সাদা কালোর ডিফেন্সকে। অতীতে একাধিকবার আক্রমনাত্মক ফুটবল খেলতে গিয়ে হেরে ফিরতে হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে শুক্র রাতে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্ট হবেন আন্দ্রে চের্নিশভ। নৈতিক জয় মহমেডানের। চূড়ান্ত হতাশ নর্থ ইস্টের কোচ। ম্যাচ শেষে নিজের দলের প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেনোলি।
নতুন বছরের শুরুটা ভাল করার চ্যালেঞ্জ ছিল মহমেডানের সামনে। ৪-৪-৩ ফরমেশনে দল সাজান রুশ কোচ। কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে কলকাতার প্রধান। কোনওরকমে বিরতিতে স্কোরলাইন গোলশূন্য রাখতে সক্ষম হয় আন্দ্রে চের্নিশভের দল। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেনোলির দল। আলাদিন আজেরাইকে সামনে রেখে দল সাজান নর্থ ইস্ট কোচ। বিপক্ষের রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়েন মরক্কোন ফুটবলার। কিন্তু ফাইনাল থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি নর্থ ইস্ট। মহমেডানের একমাত্র সুযোগ ম্যাচের ৪৪ মিনিটে। রক্ষণের সঙ্গে গোলকিপারের বোঝাপড়ার অভাবে গোল ছেড়ে বেরিয়ে আসেন গুরমীত সিং। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি রেমসাঙ্গা। আজারেইয়ের পারফরম্যান্সে অখুশি দেখায় নর্থ ইস্ট কোচকে। প্রথমার্ধ শেষ হতেই মাঠেই মরক্কোনকে বোঝাতে শুরু করেন তিনি।
বিরতির পরও প্রথমার্ধের পুনরাবৃত্তি। গোলের পর গোল মিস। শত চেষ্টা করেও সাদা কালোর রক্ষণের দেওয়াল ভাঙতে পারেনি নর্থ ইস্ট। ঘরের মাঠে জেতা ম্যাচে পয়েন্ট খোয়ায়। ম্যাচের ৪৬ মিনিটে পার্থিবের শট বাইরে যায়। তার কিছুক্ষণ পরে গুইলারমোর শট পোস্টে লাগে। দুই উইং দিয়ে লাগাতার আক্রমণে ওঠে ডুরান্ড জয়ীরা। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জিতীনের শট বাইরে যায়। মহমেডানের সেরা সুযোগ ম্যাচের ৬১ মিনিটে। আলেক্সিস গোমেজের শট বাঁচায় গুরমীত। কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকটা গোলের সুযোগ পায় আলেক্সিস, বিকাশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষদিকে চেপে ধরে নর্থ ইস্ট। দুই দল মিলিয়ে দ্বিতীয়ার্ধে গোল লক্ষ্য করে প্রায় ২০টি শট নেওয়া হয়। তারমধ্যে সিংহভাগ শট আজারেই, নেস্টরদের। কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি।
নানান খবর
নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও