সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | দ্রোণাচার্য পুরস্কার পেলেন আর্মান্দো কোলাসো, এই প্রাপ্তি ভারতীয় কোচদের মোটিভেট করবে, দাবি পাঁচবারের আই লিগ জয়ী কোচের

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ১৮ : ১১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন আর্মান্দো কোলাসো। বৃহস্পতিবার কোচিংয়ে জীবনকৃতি পুরস্কার পেলেন পাঁচবারের আই লিগ জয়ী কোচ। ক্রীড়াক্ষেত্রে দেশের সবচেয়ে বড় স্বীকৃতি পেয়ে অত্যন্ত খুশি গোয়ান কোচ। ভারতীয় ফুটবলে বড় নাম আর্মান্দো কোলাসো। প্রাক আইএসএল যুগে দেশের অন্যতম সেরা কোচ ছিলেন তিনি। ডেম্পোকে পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন করেন। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডেম্পোর কোচ ছিলেন। সেখানেই তাঁর কোচিং কেরিয়ারের সিংহভাগ সাফল্য। এরপর দু'বছর ইস্টবেঙ্গলে কোচিং করান। ২০১৫-১৬ সাল পর্যন্ত ভারতের সেরা দলগুলোতে কোচিং করান। এরপর বার্দেজ, স্পোর্টিং গোয়ার সঙ্গে যুক্ত থাকলেও মূলস্রোতে আর দেখা যায়নি গোয়ার বর্ষীয়ান কোচকে। এতগুলো বছর কেটে যাওয়ার পর জীবনের সেরা স্বীকৃতি পেয়ে আনন্দিত দেশের অন্যতম সেরা ফুটবল কোচ। 

আজকাল.ইন তাঁর সঙ্গে যখন যোগাযোগ করে, এক আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সেরে বাড়ি ফিরছিলেন কোলাসো। রাস্তায় নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। অর্ধেক কথা শোনা যাচ্ছিল না। তারমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ৭১ বছরের কোচ। জানালেন, জীবনের অধিকাংশ সময় কোচিংয়ে দিয়েছেন। আশা করেছিলেন, কোনও একদিন এই সম্মান পাবেন। আর্মান্দো কোলাসো বলেন, 'আমি এই সম্মান পেয়ে খুবই খুশি। ক্লাউড নাইনে পৌঁছে গিয়েছি। কথায় বোঝাতে পারব না। আশা করেছিলাম, কোনও একদিন এই স্বীকৃতি পাব। তবে এবারই স্বপ্ন সত্যি হবে ভাবিনি। আমি কিছুটা অবাকই। তবে দারুণ অনুভূতি।' পাঁচবার আই লিগ জিতেছেন। ফেডারেশনের বর্ষসেরা কোচের পুরস্কারও পেয়েছেন। তবে এই স্বীকৃতিকে সবার ওপরে রাখছেন কোলাসো। ডেম্পোর এককালীন সতীর্থদের ধন্যবাদ জানালেন। আর্মান্দো বলেন, 'আমার জীবনের সেরা পুরস্কার। এর আগে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এটার সঙ্গে তুলনা করতে পারব না। এটা সবার ওপরে থাকবে। তাও আবার কোচিংয়ের মূলস্রোত থেকে সরে যাওয়ার এতদিন পরে এই স্বীকৃতি পেলাম। গড ইজ গ্রেট। আমি আলবার্তো কোলাসো, মরিসিও আফান্সো এবং ডেম্পোর বাকি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সাহায্য ছাড়া আমার পক্ষে এই জায়গার পৌঁছনো সম্ভব হতো না।' 

বিদেশিদের ভিড়ে হারিয়ে যেতে বসেছে ভারতীয় কোচরা।‌ প্রো লাইসেন্স করলেও দেশের সেরা লিগে সুযোগ মেলে না। আইএসএলে একমাত্র ভারতীয় হেড কোচ খালিদ জামিল। বাকি সব বিদেশি। আর্মান্দো মনে করেন, তাঁর এই সাফল্য ভারতীয় কোচদের উদ্বুদ্ধ করবে। তাই আশা না হারিয়ে, পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিলেন। কোলাসো বলেন, 'আমাকে অভিনন্দন জানাতে ক্লিফোর্ড মিরান্ডা ফোন করেছিল। ওকে বলছিলাম, পরিশ্রম চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই। তাই কখনও আশা হারানো উচিত নয়। আমার মনে হয়, এই স্বীকৃতি ভারতীয় কোচদের অনুপ্রেরণা জোগাবে। নিজেদের আরও উজার করে দেওয়ার তাগিদ পাবে।' প্রায় তিন দশকের বেশি ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন কোলাসো। সাধারণত শেষ চার বছরের কৃতিত্বের ওপর নির্ভর করে দ্রোণাচার্য পুরস্কার। কিন্তু আর্মান্দোর সেরা সাফল্য ২০১২ সাল পর্যন্ত। সেই বছরই রেকর্ড পঞ্চমবার আই লিগ জেতেন গোয়ান কোচ। কিন্তু এবার পুরস্কার ক্যাটাগরিতে দ্রোণাচার্য লাইফটাইম স্বীকৃতি পুরস্কার অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সেখানে শেষ ২০ বছরের সাফল্য ধার্য করা হয়। তাতেই সেরার স্বীকৃতি পেলেন কোলাসো। গত বছর এই পুরস্কার পান এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কোচ বিমল ঘোষ। 


Armando ColacoDronacharya AwardDempo Sports ClubI League Indian Football

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া