সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: মডেলরা অভিনয় করতে পারে না, এই মিথ ভাঙতে পেরেছি: রোজা পারমিতা দে

শ্যামশ্রী সাহা | ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৫৫


যে কোনও চরিত্রে অনায়াস। মডেলিং, অভিনয়, ফ্যাশন ডিজাইনিং-- এরপর আর কী পরিকল্পনা রোজা পারমিতা দে-র? খবর নিলেন শ্যামশ্রী সাহা

প্রশ্ন: কোন নামে ডাকব রোজা না পারমিতা?
রোজা: পারমিতা বাবার রাখা নাম। আমার মাসি রোজা নামটা ভেবেছিলেন। দুটো নামই রাখা হয়েছে।

প্রশ্ন: কোন নামটা বেশি পছন্দ?
রোজা: রোজা নামেই সবাই ডাকেন।

প্রশ্ন: ২০২৩ বেশ ভালই যাচ্ছে, পরপর দুটো ওটিটি রিলিজ। কেমন ফিডব্যাক পেলেন?
রোজা: হ্যাঁ বেশ ভাল। প্রচুর প্রশংসা পেয়েছি ‘পর্ণশবরীর শাপ’ রিলিজ করার পর। পরিচালক, প্রযোজক সবাই কাজের প্রশংসা করেছেন। যদিও প্রোমোশনে আমার চরিত্রটা সিক্রেট রাখা হয়েছিল।

প্রশ্ন: কেন?
রোজা: গল্পে সীতা ছিল ট্রাবলমেকার। সীতার মেকআপটা রিভিল করতে চাননি পরিচালক। পরমদা যখন এই চরিত্রের জন্য আমাকে ডাকেন ওঁরও কোথাও একটা দ্বন্দ্ব ছিল। এই ধরনের ডি-গ্ল্যামারাইজড লুকের কাজ করব কিনা। এই লুকটাই আমাকে অ্যাট্রাক্ট করেছিল। ‘পিকাসো’ মাত্র কয়েকদিন হল রিলিজ করেছে। অনেক ফোন পাচ্ছি। 

প্রশ্ন: আপনি ভূত বা তন্ত্র-মন্ত্রে বিশ্বাসী?
রোজা: ‘পর্ণশবরী শাপ’ যেখানে শুটিং হয়েছে, ওই গা ছমছমে পরিবেশটা দারুণ লাগত। কিন্তু আমি ভূতে বিশ্বাস করি না। তন্ত্র-মন্ত্রেও না। পুজো করলেই ভগবান খুশি হবেন, এটাও মানি না। কর্মে বিশ্বাস করি।

প্রশ্ন: পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনা কেমন লাগল? 
রোজা: এত জটিল একটা চরিত্রের জন্য উনি আমাকে ভেবেছেন, অবাক হয়েছিলাম। দায়িত্বটা বেড়ে গিয়েছিল। ফ্লোরে পরমদা অভিনেতাদের অনেকটা স্পেস দেন। প্রয়োজনে ছোট ছোট টিপস দেন। কোন সংলাপে ব্লিঙ্ক করা যাবে না বা কোন সংলাপ মাথা নিচু করে বলতে হবে। ব্যস এটুকুই।

প্রশ্ন: ‘পিকাসো’তে আপনাকে আর একটু দেখানো যেত, টোটা রায়চৌধুরির সঙ্গে কিছু রোম্যান্টিক দৃশ্য? 
রোজা: কী হয়েছে জানেন তো, আমার কাস্টিংটা একদম শেষে হয়েছে। আমি তো জানতামই না বিপরীতে টোটাদা আছেন। খুব কম সময়ে শুটিং শেষ করতে হয়েছে। 

প্রশ্ন: একটু ফ্ল্যাশব্যাকে যাই। কী হবেন ভেবেছিলেন, মডেল না অভিনেতা?
রোজা: এই ব্যাপারে ক্লু লেস ছিলাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভাল। স্কুলে হেড গার্ল ছিলাম। নাচ, গান, অভিনয় নিয়ে ব্যস্ত থাকতাম। কী হতে চাই এই ব্যাপারে বেশ কনফিউসড ছিলাম। প্রথমে ভেবেছিলাম ইংলিশ অনার্স নিয়ে পড়ব। টিচার হব। তারপর ভাবলাম সাইকোলজি নিয়ে পড়ব। পড়লামও। পড়াশোনা করতে করতে মডেলিংয়ে আসা।

প্রশ্ন: ‘গ্ল্যামহান্ট’ জেতার পর জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় গেলেন না কেন?
রোজা: বাড়ির থেকে বরাবরই চাপ ছিল পড়াশোনা ভাল করে করতে হবে। মডেলিংয়ে আসাটা অ্যাক্সিডেন্টাল। ‘গ্ল্যামহান্ট’ জেতার পর মডেলিংয়ে বেশ নাম করে যাই। আন্তর্জাতিক স্তরের ফ্যাশন ডিজাইনারদের সঙ্গেও কাজ করছি। সত্যি কথা বলতে কী, তখন কার পর কী করতে হয় এই ধারণাটাও ছিল না। কেউ গাইড করারও ছিল না। 

প্রশ্ন: এই কনফিউসন কি চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও হয়?
রোজা: কিছুটা করে। 

প্রশ্ন: আপনি নাকি ছ’বছর বয়স থেকে প্রেম করছেন, ব্যাপারটা কী?
রোজা: আসলে ইন্দ্রনীল (বর্তমান স্বামী) আর আমি পাড়ার বন্ধু। নতুন পাড়ায় যখন শিফট করি তখন আমার ছ’বছর বয়স। তবে প্রেম করছি কলেজে পড়ার সময় থেকে।

প্রশ্ন: কেরিয়ারের শুরুতেই হঠাৎ বিয়ে করে ফেললেন?
রোজা: রিলেশনের ব্যাপারে আমি খুব সিকিওরড। বিয়ে করলে কেরিয়ারে এগোনো যাবে না এটা কখনও ভাবি না। একটাই প্রেম আমার। ১২ বছর প্রেম করার পর মনে হয়েছে আর কত? এবার বিয়েটা করে ফেলি। 

প্রশ্ন: একটাই প্রেম? মিথুন রাশির লোকেরা তো ঘনঘন প্রেমে পড়ে?
রোজা: এটা ঠিক বলেছেন। সুন্দর বা ট্যালেন্টেড কাউকে দেখলে প্রেমে পড়ে যাই। ইন্দ্রনীলও জানে (হাসি)।



প্রশ্ন: বিয়ের পর কেরিয়ারে একটু পিছিয়ে গেলেন না?
রোজা: কোনওদিন ভাবিনি হিরোইন হতে হবে, সিঙ্গল থাকতে হবে। বরাবর ভাল অভিনেত্রী হতে চেয়েছি। 

প্রশ্ন: আপনার শুরুটা বেশ ভাল। প্রথমে রাজ চক্রবর্তী তারপর দেবের ছবিতে। তারপরেও অনেকটা সময় সেভাবে আপনাকে পাওয়া যায়নি
রোজা: কেরিয়ারের মাঝখানে প্যানডেমিক ছিল। আর একটা ব্যাপার আমার মনে হয়, ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন মডেলরা ভাল অভিনয় করতে পারে না। এই ধারণাটা হয়তো আমার ক্ষেত্রেও কাজ করেছে। তবে আমি যা কাজ করেছি প্রশংসা পেয়েছি। আমার মনে হয়, ১০ বছর কাজ করে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে পেরেছি যার শিকড় বেশ গভীর।

প্রশ্ন: আপনাকে দেখতে বেশ অন্যরকম। বাঙালি মনে হয় না...
রোজা: এটা মডেলিংয়ের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হলেও অভিনয়ের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট। অনেকেই ভাবেন রোজাকে সব চরিত্রে সেট করা যায় না। আমাকে এই ধারণাটাও ভাঙতে হবে। প্রমাণ করতে হবে, সব চরিত্রই করতে পারি। 

প্রশ্ন: হঠাৎ ডিজাইনার হয়ে গেলেন?
রোজা: ছোটবেলা থেকেই আমি নিজের জামাকাপড় নিজে বানাতে পারি। প্যানডেমিকের সময় দমবন্ধ হয়ে আসছিল। তখন আমার ফ্ল্যাটের নিচে ওয়ার্কশপ ‘ফানুস বাই রোজা’ শুরু করেছিলাম। 

প্রশ্ন: এবার কী পরিকল্পনা?
রোজা: প্ল্যান করে কিছু করতে পারি না। এই মাসের শেষ দিকে আর একটা ওটিটিতে কাজের কথা হয়েছে, এখনই কিছু বলতে পারব না। প্রার্থনা করছি, খুব তাড়াতাড়ি যেন ছবিতে কাজ করার সুযোগ পাই।

প্রশ্ন: অনীক দত্তর ‘যত কাণ্ড কলকাতায়’ কাজ করলেন...
রোজা: বলতে পারেন ইচ্ছাপূরণ। এখানে দুটো সময় দেখানো হয়েছে। আমার চরিত্রটা ছ’য়ের দশকের। সুজান নামে এক বার সিঙ্গারের। খুব ইন্টরেস্টিং।

প্রশ্ন: দর্শকের কাছে খুব তাড়াতাড়ি পরিচিত হওয়ার বড় মাধ্যম টেলিভিশন, আপনি এলেন না কেন?
রোজা: পছন্দের কোনও চরিত্র পাইনি। আর একটা কারণ, অনেকটা সময় দিতে হবে। সেটা এখন সম্ভব নয়।




নানান খবর

নানান খবর

চলছে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, এর মাঝেই নিজের একরত্তি মেয়ের সঙ্গে আলাপ করালেন শ্রীলীলা! 

অক্ষয় কুমার শুধু সহকর্মী, বন্ধু নন! ‘খিলাড়ি’ সমন্ধে হঠাৎ এ কথা কেন বললেন পরেশ রাওয়াল?

‘কাশ্মীর আমাদেরই’, সাহসের আলো ছড়ালেন অতুল কুলকার্নি, ভালবাসার বার্তা নিয়ে পহেলগাওঁয়ে হাজির অভিনেতা!

'মায়া সত্য ভ্রম'-এর গানে চাঁদের হাট, শমীক রায়চৌধুরীর ছবিতে কণ্ঠ দিলেন কারা? 

আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’? এবার ওটিটি-তে পা রাখছে জনের ‘দ্য ডিপ্লোম্যাট’

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

সোশ্যাল মিডিয়া