বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ফিরছেন স্টুয়ার্ট, নেই দিমিত্রি! দুর্বল হায়দরাবাদকেও সমান গুরুত্ব দিচ্ছেন মোলিনা

Sampurna Chakraborty | ০১ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতে তুলনায় দুর্বল হায়দরাবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে মোহনবাগান। বৃহস্পতিবার টেবিলের ফাস্ট বয়ের সঙ্গে সেকেন্ড লাস্ট বয়ের লড়াই। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে হোসে মোলিনার দল। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট হায়দরাবাদের। স্বভাবতই ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে বাগান। তবে কোনও ম্যাচই সহজভাবে নিতে চান না মোলিনা। বাগান কোচের দাবি, আইএসএলের প্রত্যেক ম্যাচই কঠিন। মোলিনা বলেন, 'আমি প্রতিবার একই কথা বলি। আইএসএলে ম্যাচ জেতা সহজ নয়। কঠোর পরিশ্রম করতে হয়। প্রত্যেক পয়েন্ট সংগ্রহ করা চ্যালেঞ্জিং। কোনও দলই দুর্বল নয়। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে ভাবার কোনও কারণ নেই। ৯০ মিনিট কঠোর পরিশ্রম করতে হবে।'

অঙ্ক অনুযায়ী সুপার সিক্স প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। কিন্তু নিজেদের জন্য কোনও ম্যাজিক পয়েন্ট সেট করতে চান না মোলিনা। জানিয়ে দিলেন, তাঁর পাখির চোখ হায়দরাবাদ ম্যাচ। আগামীর আগাম পরিকল্পনা না পসন্দ তাঁর। সেই কারণেই নতুন বছরে কোনও রেজোলিউশনও নেননি। মোলিনা বলেন, 'আমি পয়েন্ট গুণী না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তাই জানি না সুপার সিক্সের জন্য ঠিক কত পয়েন্ট দরকার। আমরা শুধুই হায়দরাবাদ ম্যাচ নিয়ে ভাবছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আমি করি না। মানুষ হিসেবে জীবন উপভোগ করতে চাই। পরের ম্যাচ জেতা লক্ষ্য। আজকের দিনে কঠিন পরিশ্রমে বিশ্বাসী। বর্তমানে বাঁচতে চাই।' হায়দরাবাদের বিরুদ্ধে আঠারো জনের দলে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। প্রয়োজনে তাঁকে নামানো হবে। তবে নেই দিমিত্রি পেত্রাতোস। সম্পূর্ণ ফিট হতে আরও কিছুদিন লাগবে। সম্ভবত ডার্বিতে পাওয়া যাবে তাঁকে। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মনবীর সিং। তাঁকে বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হায়দরাবাদ ম্যাচের স্কোয়াডে থাকবেন। বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রাক ম্যাচ প্রস্তুতি সারে সবুজ মেরুন ব্রিগেড। দলের সঙ্গে অনুশীলন করেন স্টুয়ার্ট। ম্যাচের ফ্রি টিকিট বিতরণ করা হয়েছে। মোট ৪০ হাজার টিকিট বাজারে ছাড়া হয়েছে। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে গোল ব্যবধান বাড়িয়ে রাখাও লক্ষ্য থাকবে বাগানের। 

নতুন বছরে কোচ কোনও লক্ষ্যমাত্রা সেট না করলেও, নিজের রেজোলিউশন নিয়ে ফেলেছেন টম অ্যালড্রেড। এক নম্বরে শেষ করাই লক্ষ্য। তাঁর সঙ্গে আলবার্তোর জুটি জমে উঠেছে। মোট ছ'ম্যাচে ক্লিনশিট রাখার পাশাপাশি গোলও পাচ্ছেন বাগানের দুই ডিফেন্ডার। তবে এই বিষয়ে তাঁকে টেক্কা দিয়েছেন আলবার্তো। ইতিমধ্যেই চারটে গোল করে ফেলেছেন। তবে গোল সংখ্যা বাড়ানো নিয়ে কোনও প্রতিযোগিতা নেই দু'জনের মধ্যে। আসল লক্ষ্য ক্লিনশিট রাখা। টম বলেন, 'আমাদের আসল লক্ষ্য ক্লিনশিট রাখা। গত ২-৩ সপ্তাহে আলবার্তো কয়েকটা গুরুত্বপূর্ণ গোল করছে। ওর চারটে গোল হয়ে গিয়েছে। হয়তো আমাকেও আরও বেশি গোল করতে হবে। তবে সেটা আমাদের লক্ষ্য নয়। ডিফেন্ডার হিসেবে আমাদের টার্গেট ক্লিনশিট রাখা। ডিফেন্ডাররা গোল হজম করতে পছন্দ করে না।' কোচের মতো হায়দরাবাদকে গুরুত্ব দিচ্ছেন টমও। নতুন বছরের প্রথম ম্যাচ জিততে মরিয়া। 

 


#Mohun Bagan#Jose Molina#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...

বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...

ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...

এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...

পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...

সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...

বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...

২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?‌...

পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...

অভিষেকের রেকর্ড শতরান, শামির দুরন্ত বোলিংয়ে ছারখার ইংল্যান্ড, দাপুটে জয়ে সিরিজ পকেটে পুরল ভারত...

মুম্বইয়ে ফিরলেন সামি, বিশ্রাম দেওয়া হল কাকে?

এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ফাইনালে মুখোমুখি হবে কোন দুই দেশ? ভবিষ্যদ্বাণী শাস্ত্রী-পন্টিংয়ের ...

কোহলি-রোহিতকে নিয়ে চিন্তায় দেশ, স্বস্তির কথা শোনালেন সৌরভ, কী বললেন তিনি? ...

তারকা ফুটবলারদের সৌদি যাওয়া রুখতে অভিনব উপায় বার্সেলোনার, কী করল ইয়ামালের ক্লাব? ...



সোশ্যাল মিডিয়া



01 25