সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এই নার্সকে ক্ষমা করার জন্য ইয়েমেনের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমিরের কাছে আবেদন জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। কেন নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে? এখন সেই সাজা রদে সমাধানই বা কী?
কেন মামলা?
কেরলের পালাক্কাড জেলার কোলেনগোডের ৩৬ বছর বয়সী নার্স নিমিশা প্রিয়া পরিবারকে সহায়তার জন্য ২০০৮ সালে ইয়েমেনে গিয়েছিলেন। সেদেশে বেশ কয়েক বছর বিভিন্ন হাসপাতালে কাজ করার পর নিজস্ব ক্লিনিক খোলার সিদ্ধান্ত নেন। ইয়েমেনের আইন মোতাবেক সেদেশে কোনও বিদেশিকে ব্যবসা করতে হলে স্থানীয় একজনকে অংশীদার করতে হবে। ফলে নিমিশা ২০১৪ সালে তালাল আবদো মাহদির সঙ্গে অংশীদারিত্বে নিজস্ব ক্লিনিক খোলেন। এরপর নিমিশা ও তালালের বিয়ে হয়।
কিন্তু তাঁদের সুখী দাম্পত্ত বেশিদিন মধুর হয়নি। দু'জনের মধ্যে ঝামেলা দেখা দেয়। ২০১৬ সালে নিমিশা তালাল আবদো মাহদির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ মহাদিকে গ্রেপ্তার করে। অল্প কয়েকদিন পরই অবশ্য সে মুক্তি পায়। নিমিশার অভিযোগ ছিল, জেলমুক্তির পরও তাঁকে তালাল নানাভাবে হুমকি দিতে।
২০১৭ সালে নিমিশা তালাল আবদো মাহদির বিরুদ্ধে ব্যবসায়ে তহবিল তছনছের অভিযোগ তোলেন। এছাড়াও নিমিশার পরিবারের দাবি, সে যাতে ভারতে ফিরতে না পারে তাই তালাল তাঁর পাসপোর্টটি রেখে দিয়েছিল। একাধিকবার তা দিতে বললেও নিমিশা আর তাঁর পাসপোর্ট ফেরৎ পাননি। যা নিয়ে উভয়ের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছিল। অভিযোগ, পাসপোর্ট উদ্ধারের জন্য মরিয়া ছিল ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। তাই মাহদিকে তিনি সেডেটিভ ইঞ্জেকশন দিয়েছিলেন। কিন্তু এই ইঞ্জেকশনের ডোজ অতিরিক্ত হয়ে যায়। সে কারণেই মৃত্যু হয় তালাল আবদো মাহদির। এরপরই ইয়েমেন থেকে ভারতে পালানোর চেষ্টা করে নিমিশা। তবে, তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালে নিমিশাকে তালাল হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০২০ সালে সানার একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ২০২৩ সালের নভেম্বরে সানার নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে। নিমিশা প্রিয়ার পরিবার ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেই আর্জি ২০২৩ সালে প্রত্যাখ্যান করা হয়।
কেন নিমিশাকে মৃত্যুদণ্ডের সাজা?
ইয়েমেনি আইন অনুসারে, সেদেশের স্বাধীনতা, ঐক্য বা আঞ্চলিক অখণ্ডতা লংঘন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা, যেকোনও ধরনের হত্যা, মাদক পাচারে দোষীদের মৃত্যুদণ্ড আরোপ করা হয়। এছাড়াও, প্রাপ্তবয়স্কদের সমকামী যৌন কার্যকলাপ, ইসলামচ্যূত হওয়া বা নিন্দা করা, পতিতাবৃত্তিকে সেদেশে মহাপাপ বলে মনে করা হয়। ফলে এসব ক্ষেত্রেও দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে।
নিমিশা হত্যা করেছে, ফলে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। কিন্তু, রাষ্ট্রপতি বা নিহত ব্যক্তির পরিবার ক্ষমা করলে তা রদের সম্ভাবনা থাকে।
এরপর কী?
নিমিশা প্রিয়ার মা প্রেমা কুমারী থাকেন কোচিতে। শহরের একটি পরিবারে বাড়ির সাহায্যকারী হিসাবে কাজ করেন তিনি। বিদেশে মেয়ের প্রাণভিক্ষার মামলা লড়তে বৃদ্ধা ইতিমধ্যেই তাঁর সম্পত্তি বিক্রি করেছেন। আইনজীবী সুভাষ চন্দ্রণ জানান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এবং প্রবাসীদের নিয়ে গঠিত ফোরাম ইয়েমেনে নিমিশার জন্য ন্যায়বিচারের আর্জি জানিয়েছে। তাদের যুক্তি, একপ্রকার আত্মরক্ষার্থের এই খুন করা হয়েছে।
নিমিশার মৃত্যুদণ্ড মকুবের জন্য তাঁর মা প্রেমা কুমারী 'সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল'-এর সহায়তায় তালালের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মেয়েকে ক্ষমা করার জন্য আলোচনায় বসার আহ্বান জানান। এ জন্য চলতি বছরের শুরুতে ইয়েমেনের রাজধানী সানায় গিয়েছিলেন বৃদ্ধা। এ জন্য ইয়েমেনের ভারতীয় দূতাবাস প্রেমা কুমারীর সহায়তায় একজন আইনজীবী নিয়োগ করেছিলেন।
ভারতীয় দূতাবাস নিযুক্ত আইনজীবী আবদুল্লা আমীর প্রাক-আলোচনা ফি হিসাবে ২০,০০০ মার্কিন ডলার (প্রায় ১৬.৬ লক্ষ টাকা) নিয়েছিলেন। আর্থিক ক্ষিপূরণ নিয়ে তালালের পরিবারের সহ্গে আইনজীবীর কথা এগোয়। কিন্তু, চলতি বছরের সেপ্টেম্বরে হঠাৎ সেই আলোচনা বন্ধ হয়ে যায়। এমনই জানিয়েছে মনোরমা অনলাইন। বিদেশমন্ত্রক গত জুলাই মাসে আমীরকে ১৯.৮৭১ মার্কিন ডলার দিয়েছিল তাঁর কাজের জন্য। কথা ছিল আমীরিকে মোট ৪০,০০০ মার্কিন ডলার দেওয়া হবে। পারিশ্রমিকের বাকি অর্থও একসঙ্গে নিতে চেয়েছিলেন এই আইনজীবী। যেহেতু 'সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল' ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে আমীরির পারিশ্রমিক জোগার করছিল তাই তা দিতে পারেনি। এ জন্য আলোচনা আর এগোয়নি।
নিমিশার মৃত্যুদণ্ডের সাজা আগামী ১ মাসের মধ্যে সম্পন্ন হবে। ফলে ভারতীয় এই নার্সকে ক্ষমা করার জন্য ইয়েমেনের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমিরের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
নানান খবর
নানান খবর

লাল নয়, কোকা-কোলার বোতলে কেন হলুদ ছিপি? কারণ জানলে চমকাবেন

মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

‘বাবার অঙ্গপ্রত্যঙ্গ এলিয়েনরা নিয়ে গিয়েছে’, বৃদ্ধকে নৃশংস খুন করে ঘরে ফেলে রাখল ছেলে

২০২ বছরের জলের দানবের হদিস পেল ১১ বছরের একটি মেয়ে, তারপর..

কুলভূষণ যাদবের আপিলের অধিকার নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প