রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষের রাতে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা করল কলকাতা মেট্রো। বছরের শেষ রাতে ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ছ’টি বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সমস্ত গেটে মোতায়েন করা হবে দক্ষ আরপিএফ কর্মী। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়েন করা হবে। গঠন করা হবে একটি বিশেষ দল যেখানে একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং চারজন কর্মী। এই বিশেষ দলের কর্মীদের মোতায়েন করা হবে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এই দলকে।
ব্লু লাইনের মেট্রোতেই সবথেকে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টানা চলবে সিসিটিভি মনিটরিং। যাত্রীদের সঠিক নির্দেশনা দিতে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। উল্লেখ্য, বর্ষশেষের রাতে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তিনটি মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি স্টেশন পর্যন্ত। অন্য তিনটি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে, আর কবি সুভাষ স্টেশনে রাত ১০টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থকে শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং কবি সুভাষ থেকে ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?