রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | উঠেছিল মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ, সোমবার সন্দেশখালিতে মমতার সভায় মাঠ জুড়ে তাঁরাই

Riya Patra | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: মাত্র এক বছর আগে মহিলারাই প্রথম অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন। বছর ঘুরতেই সেই মহিলারাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় আবেগে ভাসলেন। সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রশাসনিক সভার মাঠ স্থানীয় মহিলারাই ভরিয়ে দিলেন। তাঁরা অনেকেই নদী পেরিয়ে সকাল সকাল মুখ্যমন্ত্রীর সভার মাঠে পৌঁছন। আর তা দেখে আপ্লুত রাজ্যের প্রশাসনিক প্রধান। মঞ্চ থেকেই তিনি মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন, 'মা-বোনেরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের পাগুলোয় অন্তর থেকে প্রণাম জানাই। আপনাদের পদধ্বনিতে সন্দেশখালির মাটি সমৃদ্ধ হয়েছে। আপনারাই আমাদের গর্ব।'

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশেষ করে মহিলারা সোচ্চার হয়েছিলেন। সন্দেশখালির মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বলে বিরোধীরা প্রচার শুরু করে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর বিশ্বাসে অটল ছিলেন। লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বসিরহাটে তিনি ঘোষণা করেছিলেন, ভোটে জয়লাভের পর সন্দেশখালিতে যাবেন। ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন। যদিও তার কিছুদিন পরে হাজি নুরুলের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া কথা রেখেছেন। সোমবার স্থানীয় ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করলেন। এদিন সকাল থেকে সন্দেশখালির নদীপথে ঘেরা বিভিন্ন দ্বীপ থেকে হাজার হাজার মহিলা মুখ্যমন্ত্রীর সভার মাঠে হাজির হন। তাঁদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড। 

বেলা গড়াতেই দেখা যায়, সভার মাঠে দুই-তৃতীয়াংশ জায়গা মহিলারাই ধরিয়ে দিয়েছেন। অনেকেই সেখানে বসার জায়গা পাননি। তাঁরা মাঠের শেষ দিকে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য দাঁড়িয়ে ছিলেন। দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে স্থলে পৌঁছন। সবার মাঠে মহিলাদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত হন। বক্তব্যের শুরুতেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রণাম জানান। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। তারপর তিনি আরও ঘোষণা করেন, 'কলকাতার স্টার থিয়েটারের নাম বদল করা হবে। আমি মা-বোনেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টার থিয়েটারের নাম বিনোদিনী করতে বলেছি।' 

মুখ্যমন্ত্রী বলেন, 'একদিন সন্দেশখালির মেয়েরা দেশের এক নম্বরে পৌঁছবে। আমি চাই, সন্দেশখালির কোনও মেয়ে মাধ্যমিকে প্রথম স্থান দখল করুক। উচ্চমাধ্যমিকে প্রথম হোক।' মুখ্যমন্ত্রীর বার্তায় সভাস্থলে উপস্থিত মহিলারা করতালিতে তাঁকে অভিনন্দন জানান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদী, দমকলমন্ত্রী সুজিত বসু, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক সুকুমার মাহাতো-সহ অন্য জনপ্রতিনিধিরাও।


mamatabanerjeemamatabanerjeeatsandeshkhalisandeshkhali

নানান খবর

নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া