বুধবার ০১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৩ : ২৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: আঁকার প্রতি ভালোবাসা থেকে তো বটেই, পাশাপাশি বর্তমান সমাজের সঙ্গে আদিবাসী সমাজের ঋষি-মনীষীদের পরিচয় ঘটানোর অভিনব ভাবনা। নিজে এঁকে বাড়ির দেওয়াল ভরিয়ে তুলেছেন নানান বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিতে। ছবিতে রয়েছেন স্বাধীনতা সংগ্রামী, ভারতের রাষ্ট্রপতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, স্বাধীনতা নানা সংগ্রামী। তাছাড়াও রয়েছেন সিধু ,কানু, চাঁদ, ভৈরব। তাঁদের দুই বোন ফুলো ঝানু। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মু, সহ বিভিন্ন মনীষীদের ছবি। বাড়ির দেওয়ালে আঁকা মনীষীদের ছবি ছিনিয়ে দেয় পান্ডুয়ার সুজয়ের বাড়ি। বাড়ির দেওয়ালে তুলি দিয়ে আঁকা রয়েছে মনীষীদের ছবি। কোথাও অল চিকি ও আড়াং চিকি ভাষায় লেখা রয়েছে বাংলা ও সাঁওতালি ভাষার বিভিন্ন অক্ষর। রয়েছে ৩৫টি অক্ষর ও নিচে রয়েছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা। ঠিক তার বাঁদিকেই রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি। ভারতের প্রথম শহীদ বীর যিনি ইংরেজদের সঙ্গে প্রথম বিদ্রোহ করেছিলেন বাবা তিলকা মাঝি। তারপরই রয়েছে সিধু ,কানু, চাঁদ, ভৈরব। তাদের দুই বোন ফুলো ঝানু। বিরসা মুন্ডা, পন্ডিত রঘুনাথ মুর্মু, সহ বিভিন্ন মনীষীদের ছবি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সরেন ও হেমন্ত সরেন। আবার কোথাও আঁকা রয়েছে কার্টুনের চরিত্র।
হুগলির পান্ডুয়ার সরাই দিঘীরপাড় এলাকায় প্রায় ৫০ টি আদিবাসী পরিবারের বাস রয়েছে। মাঝে রয়েছে স্নিগ্ধ গ্রাম। আর সেই গ্রামেই মাটির দেওয়াল, টালির ছালের ছাউনি একটি বাড়ির দেওয়াল জুড়েই আঁকা নানান ছবি। বাড়ির গেটে আঁকা রয়েছে ছোটা ভিম ও টম এন্ড জেরি। একটু ভিতরে প্রবেশ করলেই দেওয়াল জুড়েই রয়েছে গোপাল ভাঁড়, বাঁটুল দি গ্রেট, ডোরেমন, মিকি মাউস সহ ছোটদের নানা কার্টুন চিত্র। মাটির দোতলা বাড়ির দেওয়াল জুড়ে এই শিল্পকলা ফুটিয়ে তুলেছে ওই বাড়িরই ছোট ছেলে সুজয় মুর্মু।
তাঁর বাবা ও দাদা দুজনেই সরকারি কর্মী। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক সুজয়ের। বাড়ির দেওয়াল জুড়ে বিভিন্ন মনীষীদের ছবি সে নিজের হাতেই এঁকেছে। হাওড়াতে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে অঙ্কনরত্ন পাস করেছে সুজয়। বর্তমানে বিষ্ণুপুর মল্লভূমি বিএড কলেজ থেকে সাঁওতালি ভাষাতে পড়াশোনা করছে। সাঁওতালি ভাষায় এমএ-তে স্বর্ণ পদক প্রাপ্ত, ২০২২ সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে পুরস্কার পেয়েছেন সুজয়। ছবি আঁকার পাশাপাশি চাকরিরও প্রস্তুতিও নিচ্ছেন সুজয়।
তবে আঁকা ছবিতে নীচে কোনও মনীষীরী নাম সে।লিখে দেয়নি। কারণ সে মনে করে, কোনও মনীষীর বিষয় কারোর কৌতূহল থাকলে সে নিজেই সেটা জানাবে। সুজয় জানিয়েছে, 'আদিবাসী বিদ্রোহী নেতা যারা রয়েছেন বা যে সমস্ত সাঁওতালি ভাষায় অক্ষর রয়েছে সেগুলি অনেক মানুষই জানেন না। তাই তাঁদেরকে পরিচিতি করানো এবং মনীষীদের যাতে আমরা ভুলে না যাই, তাদের স্মরণ করানোর জন্যই দেয়াল জুড়ে আঁকা রয়েছে ছবি।' সাহিত্যিক, ধর্ম গুরু থেকে বিদ্রোহী নেতাদের ছবি তিনি এঁকেছেন। এছাড়া তাঁদের মধ্যে যারা বর্তমানে দেশের রাষ্ট্রপতি ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাঁদেরও ছবিও তিনি এঁকেছেন। যাতে মানুষ সহজে শিক্ষা এবং সচেতন হতে পারে। এই প্রসঙ্গে সুজয়ের দাদা মৃত্যুঞ্জয় মূর্মু বলেছেন, 'যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি আদিবাসী সমাজের যারা মনীষী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাঁদের মানুষ সহজেই চিনতে পারছেন। ভাইয়ের আঁকা ছবিতে সৃজনশীলতা রয়েছে। গ্রামের অনেক মানুষই আছেন যারা মনীষীদের পরিচয় জানতে আসেন, চিনিয়ে দেওয়া হয়।'
ছবি-পার্থ রাহা।
#hooghlynews#artistdecorateshiswallwithpaintings#paintings
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...
ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...
বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...
নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...
স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...
ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২ ...
নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা ...
রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালাল রাজ্য ও অসম পুলিশের এসটিএফ, 'আটক' দুই সন্দেহভাজন...
নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...
রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...
৯৪ বছরে পদার্পণ বালি ব্রিজের, কেক কেটে বেলুন দিয়ে সাজিয়ে পালিত হল জন্মদিন...
শুভেন্দু গড়ে ভাঙন! নন্দীগ্রামে সদলবলে বিজেপি-ত্যাগ দুই নেতার...
ব্যবসার আড়ালে অন্য কারবার! পুলিশকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...
বাঘিনী জিনাতকে ফাঁদে পড়ল ডোরাকাটা হায়না, রঘুনাথপুরে চাঞ্চল্য ...
অনুপ্রবেশ রুখতে জোর দেওয়া হোক পাসপোর্ট ভেরিফিকেশনে, সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির...