সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ২৯ ডিসেম্বর ২০২৪ ০৮ : ৪৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে চূড়ান্ত নাটক। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের রিভিউয়ের আবেদন নস্যাৎ করে দিলেন আম্পায়াররা। যা নিয়ে বিভ্রান্ত কামিন্স স্বয়ং। ধারাভাষ্যকাররাও কম বিস্মিত নন। অধিনায়ক রিভিউয়ের আবেদন করছেন অথচ সেই আবেদন খারিজ করে দেওয়া হ্ছে, এমন ঘটনা আগে কি কখনও ঘটেছে ক্রিকেট মাঠে?
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চতুর্থ দিনে সেই ঘটনাই দেখা গেল। ভারতের প্রথম ইনিংস দ্রুত শেষ করার লক্ষ্যে ফুল লেন্থের ডেলিভারি করেছিলেন কামিন্স। সেই বল সিরাজের ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপে থাকা স্টিভ স্মিথের হাতে যায়। অজি প্লেয়াররা আনন্দ করতে থাকেন। তাঁরা ধরেই নিয়েছিলেন সিরাজ আউট। অন ফিল্ড আম্পায়ার মাইকেল গঘ নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের কাছে জানতে চান ক্যাচটা ঠিকঠাক ধরা হয়েছিল কিনা।
সৈকত রিপ্লে দেখে জানিয়ে দেন সিরাজ আউট নন। স্মিথ ক্যাচ ধরার আগে বল মাটি স্পর্শ করে। এই সিদ্ধান্ত কামিন্স ও গোটা দলকে অবাক করেছে। কামিন্স অ ফিল্ড আম্পায়ার গঘের কাছে আবেদন করেন রিভিউ নেওয়ার জন্য। কিন্তু গঘ এবং তাঁর সতীর্থ আম্পায়ার জোয়েল উইলসন সেই আবেদনে কর্ণপাত করেননি। সিরাজকে পুনরায় ব্যাটিং করার পরামর্শ দেন তাঁরা।
ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্টও গোটা ঘটনায় বিভ্রান্ত।
সিরাজ অবশ্য জীবন ফিরে পেলেও ভারত বেশিদূর এগোতে পারেনি। শনিবার নীতীশ রেড্ডি রূপকথা গড়েছিলেন মেলবোর্নে। তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৯ উইকেটে ৩৫৮। এদিন আর ১১ রান যোগ করার পরে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৬৯ রানে। নীতীশ রেড্ডি আউট হন ১১৪ রানে। সিরাজ অপরাজিত থেকে যান ৪ রানে।
এদিকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে দাপট দেখান বুমরা। প্রথম ইনিংসে স্যাম কনস্টাস স্কুপ শট মেরে বুমরাকে বিভ্রান্ত করেছিলেন। এদিন বুমরা কনস্টাসের উইকেট উপড়ে দেন। অন্য ওপেনার উসমান খওয়াজাকে (২১) প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ। এর পরে স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন ইনিংসের হাল ধরেন। কিন্তু বুমরা মুহূর্তেই ছবিটা বদলে দেন। সিরাজের বাইরের বল তাড়া করতে গিয়ে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ (১৩)। বুমরার বলে ট্রাভিস হেড ফেরেন নীতীশ রেড্ডির হাতে সহজ ক্যাচ দিয়ে। আর মিচেল মার্শ (০) কিছু বুঝে ওঠার আগেই বুমরার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ক্যারিকে সম্পূর্ণ বোকা বানিয়ে তাঁর উইকেট ভেঙে দেন বুমরা। হঠাৎই অস্ট্রেলিয়া চাপ অনুভব করতে শুরু করে দেয়। এই প্রতিবেদন লেখার সময়ে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৯১।
#JaspritBumrah#BorderGavaskarTrophy#IndiavsAustralia
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
শতরানের পর নিজেই এসেছিলেন বিরাট, রোল মডেলের সঙ্গে কথোপকথন ফাঁস করলেন নীতীশ রেড্ডি...
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করল না কেন? নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ...
পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়ল রোহিতদের উপরে ...
রবির কিরণে ঝলসে গেল গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস, ফাইনালে সঞ্জয়ের ছেলেরা, সন্তোষ কি ফিরবে বাংলায়? ...
'রোহিতের এমন আচরণ মোটেও ভাল লাগেনি', দুঃসময়ে যশস্বী একা নন, পাশে পেলেন অজি প্রাক্তনকে ...
'ভেবেছিলাম ক্লেটনের প্রাণটাই বুঝি আজ গেল', হায়দরাবাদ গোলকিপারের বেপরোয়া ট্যাকলে আতঙ্কিত ডগলাস...
জেতা ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল, হায়দরাবাদ ম্যাচের শেষে কী বললেন অস্কার ব্রুজোঁ? ...
তৃতীয় দিনের মেলবোর্নে বিরাট বিতর্ক ফেরালেন কনস্টাস, কোহলিকে ব্যঙ্গ করে ক্ষেপালেন ভারতের সমর্থকদের ...
ঘরের ছেলেকে বিরাট আর্থিক পুরস্কার অন্ধ্র ক্রিকেট সংস্থার, বোর্ড জানাল নীতীশ 'ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়' ...
জুটেছিল আত্মীয়দের গালমন্দ, প্রতারিত হয়েছিলেন বন্ধুর থেকে, বাবার অসম্মানের বদলা ব্যাট হাতে নিলেন নীতীশ রেড্ডি ...
‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...
ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...
কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...
ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...
একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...