সোমবার ১৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
AA | ২২ জুন ২০২৩ ১৯ : ৪০Rishi Sahu
সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’।
জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---কিয়ারা কলিং কার্তিক !
জোরকদমে প্রচার চলছে ‘সত্যপ্রেম কি কথা’র। তাতেই সামিল কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি। মঞ্চে নাচাগানার পরেই হঠাৎ নজরে কিয়ারা জুতো গায়েব! না না চুরি হয়নি। নাচের তালে পা মেলাতে গিয়ে মঞ্চের একপাশে খুলে রেখেছিলেন। নজর পড়তেই নায়ক তৎপর। জুতো পরিয়ে দিলেন নায়িকাকে! ব্যস, ভিডিয়ো ভাইরাল। যদিও নিন্দুকদের দাবি, সবটাই নাকি লোকদেখানো! প্রচারেরকম দামে ‘আদিপুরুষ’
টিকিটের দাম কমল ‘আদিপুরুষ’-এর। ছবির সংলাপ পরিবর্তন হয়েছে সম্প্রতি। যদি তাতে বিক্রি কমে যায়! সম্ভবত তাই ঝুঁকি না নিয়ে টিকিটের দাম মাত্র ১৫০ টাকা করলেন নির্মাতারা। তাঁদের ব্যবসায়িক বুদ্ধি দেখে তাজ্জব দর্শক। ইতিমধ্যেই ছবিটি বিশ্বে ৩৪০ কোটি টাকার বেশি বাণিজ্য করে ফেলেফের সিবিআই তলব
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সম্ভবত শাহরুখ খান এবং আরিয়ানকে ২০২১-এর কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলার জন্য আবারও ডাকবে। খবর, আরিয়ানকে মামলায় না জড়ানোর জন্য অভিনেতার থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন তৎকালীন তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। সিবিআইয়ের এক আধিকারিকদের কথায়, "আসলে কী ঘটেছিল তা জানতে যাঁরা মামলার সঙ্গে যুক্ত তাঁদের সকলের বক্তব্য রেকর্ড করা হবে।জানকি আসছে
‘কর্জ’, ‘রাম লখন’, ‘পরদেশ’-এর মতো ব্লকবাস্টার ছবির পরে সুভাষ ঘাই এ বার টেলি দুনিয়ায়। তাঁর শো-এর নাম ‘জানকি’। যোগ দিবসের দিন পরিচালক আনুষ্ঠানিক ঘোষণা করেন। চিত্রনাট্য লিখেছেন জৈনেশ এজারদার, বন্দনা তিওয়ারি, সুরভি রোহিণী এবং রেখা বাব্বল। রুতুজা কাথে সৃজনশীল পরিচালক। জিগনেশ বৈষ্ণব এবং ধর্মেশ সিরিজটি পরিচালনা করেছেন। প্রযোজক রাহুল পুরি, সহযোগী প্রযোজক বিশাল গান্ধি।
"
ছে।
স্বার্থে।