বুধবার ০১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

three bangladeshi arrest in murshidabad

রাজ্য | মুর্শিদাবাদে জাল আধার কার্ড সহ ধৃত ৩ বাংলাদেশি, পাওয়া গেল মালদা যোগ

Rajat Bose | ২৮ ডিসেম্বর ২০২৪ ১১ : ৩৫Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ দেশের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হতেই ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর সময় মুর্শিদাবাদে বিএসএফের হাতে গ্রেপ্তার হল তিন বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই বিএসএফের তরফ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে মালদার ঠিকানা দেওয়া আধার কার্ড সহ আরও কিছু নথি উদ্ধার হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম কামাল হোসেন, শাহাদাত আলি এবং হজরত আলি। তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে। বেআইনিভাবে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর সময় বিএসএফ জওয়ানরা তাদের জলঙ্গির সরকারপাড়ার কাছে আটক করে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকরা জাল ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে ৩–৪ মাস আগে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সম্প্রতি অসম পুলিশের এসটিএফ এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্য পুলিশের বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের এবং জঙ্গিদের ধরতে তৎপর হতেই কয়েকজন দালালকে ধরে ধৃত তিন বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। 

তবে ভারতে বাংলাদেশি জঙ্গি দমন অভিযান জোরদার হতেই ধৃত তিন বাংলাদেশির দেশে ফিরে যাওয়ার চেষ্টা পুলিশ এবং গোয়েন্দাদের সন্দিহান করে তুলেছে। প্রসঙ্গত, অসম পুলিশের এসটিএফ–এর হাতে ধৃত মহম্মদ সাব শেখ নামে মুর্শিদাবাদের বাসিন্দা এক জঙ্গিও দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করত। সাবের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘‌আনসারুল্লা বাংলা’‌র প্রত্যক্ষ যোগ পাওয়া গেছে। 


জলঙ্গি থানার এক আধিকারিক জানান, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। সেখানে মালদার একটি ঠিকানা দেওয়া রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আধার কার্ডগুলি জাল। তবে কীভাবে এই জাল আধার কার্ড বাংলাদেশি নাগরিকদের হাতে এল এবং মালদার ঠিকানা তারা কীভাবে জোগাড় করল পুলিশ তা খতিয়ে দেখছে। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সরকারপাড়া এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে ফেন্সিং না থাকার সুযোগ নিয়ে কয়েকজন ভারতীয় দালালের সাহায্য নিয়ে ধৃত তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। যদিও বাংলাদেশি নাগরিকরা আটক হওয়ার পর থেকেই ভারতীয় তিন দালাল গা ঢাকা দিয়েছে। 

জলঙ্গি থানার ওই আধিকারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তিন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন চেন্নাইতে তারা যে ‘‌সাইটে’‌ রাজমিস্ত্রির কাজ করতেন সেখানে এখনও কমপক্ষে ১০০–১৫০ বাংলাদেশি নাগরিক বহাল তবিয়তে রাজমিস্ত্রির কাজ করছে। মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে এই তথ্য চেন্নাই পুলিশের সঙ্গে ‘‌শেয়ার’‌ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

 

 


#Aajkaalonlie#fakeaadhaarcardrescued#threebangladeshiarrest



বিশেষ খবর

নানান খবর

Happy new year #happynewyear2025 #HappyNewYear #aajkaalonline

নানান খবর

জাতিগত শংসাপত্র 'জাল' করার অভিযোগ প্রমাণিত, পঞ্চায়েত প্রধানের সদস্যপদ খারিজ করলেন মহকুমাশাসক ...

মন্দিরের পিছনের জঙ্গলে নিয়ে যাওয়া হয় দেবতাদের, ভক্তের সঙ্গে বনভোজনে মেতে ওঠেন ভক্তরা...

উন্নত যাত্রী পরিষেবা রেলের লক্ষ নয়, পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি, বেচারাম মান্না...

মুখে চকোলেট বোম ভরে সলতেয় আগুন, বর্ষবরণের রাতের ঘটনায় অবাক পুলিশ ...

বর্ষবরনের রাতে ভদ্রেশ্বরে জুটমিল শ্রমিককে কুপিয়ে খুন! গ্রেপ্তার অভিযুক্ত...

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...

ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...

বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...

নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...

স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...

ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২ ...

নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা       ...

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালাল রাজ্য ও অসম পুলিশের এসটিএফ, 'আটক'  দুই সন্দেহভাজন...

নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...

রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...



সোশ্যাল মিডিয়া



12 24