রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আছে ঝাঁ চকচকে হাসপাতাল ভবন। আছে রোগীদের জন্য প্রয়োজনীয় শয্যা, জল ও বিদ্যুতের ব্যবস্থাও। গ্রামের গরিব মানুষের চিকিৎসার প্রধান ভরসা চিকিৎসকই কেবল নেই। পরিবর্তে হাসপাতালের কম্পাউন্ডার রোগী দেখেন। তিনি ওষুধ-পথ্য লিখে দেন। তাঁর ভরসাতেই সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র টিমটিম করে চলছে। এই পরিস্থিতিতে, ওই গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন চিকিৎসকের দাবিতে।
তাঁদের অভিযোগ, আয়লা ঘূর্ণিঝড়ের পর থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা ক্রমশ বিলীন হতে থাকে, অথচ সেটাই ছিল একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০২০ সালের পর থেকে হাসপাতালে আর কোনও স্থায়ী চিকিৎসক নিয়োগ করা হয়নি। পার্শ্ববর্তী হাসপাতাল থেকে একজন চিকিৎসক সপ্তাহে একদিন করে যান। কয়েক ঘন্টা রোগী দেখার পরেই তিনি আবার শহরে ফিরে যান। জরুরি প্রয়োজনে গ্রামের মানুষ হাসপাতালে গিয়ে আর চিকিৎসকের দেখা পান না। হাসপাতালে একজন ফার্মাসিস্ট রয়েছেন। তিনিই রোগী দেখেন। তিনি ওষুধ লিখে দেন। ওই ফার্মাসিস্টের ওপরেই কয়েক হাজার মানুষের চিকিৎসা নির্ভর করে রয়েছে।
স্থানীয় বাসিন্দা নিরাপদ মণ্ডল ও মিহিরকান্তি মণ্ডল-সহ অন্যরা বলেন, 'প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে উঠেছিল। এক সময় এই হাসপাতালই ছিল স্থানীয় মানুষের চিকিৎসার প্রধান ভরসা। গত কয়েক বছর ধরে সেই হাসপাতালে কোনও চিকিৎসক নেই। একজন কম্পাউন্ডারই রোগী দেখছেন। তিনিই ওষুধ লিখে দিচ্ছেন।'
স্থানীয় বাসিন্দা অনিতা বিশ্বাস বলেন, 'নামেই সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব সরকার এই স্বাস্থ্যকেন্দ্র চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।'
বসিরহাট স্বাস্থ্য জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শ্যামলকুমার বিশ্বাস বলেন, 'সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের সমস্যা রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন। তাড়াতাড়ি সম্ভব ওই হাসপাতাল স্থায়ী চিকিৎসক দেওয়ার চেষ্টা করছি। অন্য সমস্যাগুলিও দ্রুত সমাধান করার চেষ্টা চলছে।'
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা