রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | এক ওভারে পরপর তিনটি ছয়, রাগে ব্যাটসম্যানকে খুনের চেষ্টা

Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: প্রতিপক্ষ দলের বোলারকে এক ওভারে তিনটি ছয় মারার জন্য এক যুবককে খুন করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার শাশপাড়া এলাকায়। আহত তাসিম শেখ (২০) কান্দি থানার নামুপাড়া এলাকার বাসিন্দা। পেশায় টোটো চালক। ওই ক্রিকেটার বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছে‌। 

কান্দি থানার এক পদস্থ আধিকারিক জানান, এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর কান্দি থানার শাশপাড়া এলাকার ক্রিকেট মাঠে কামারপাড়া এবং নামুপাড়ার দুটি ক্রিকেট টিম মুখোমুখি হয়। সেই ম্যাচে তাসিম  শেখ প্রতিপক্ষ দলের এক বোলারকে একটি ওভারে তিনটি ছয় মারেন। 

ছয় মারার পর দু' দলের ক্রিকেটারদের গালাগালি দেওয়াকে কেন্দ্র করে মৃদু গন্ডগোল এবং ধাক্কাধাক্কি হয়। তবে টুর্নামেন্টের উদ্যোক্তাদের হস্তক্ষেপে সেদিনের ঘটনা বড় আকার নেয়নি। শুক্রবার সকালে তাসিম শেখ নামে ওই ক্রিকেটার কয়েকজন যাত্রীকে শাশপাড়ার কাছে নামিয়ে নিজের ফাঁকা টোটো নিয়ে ফিরে আসছিলেন। অভিযোগ, সেই সময়  কয়েকজন তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে এরপর তাসিম টোটো ছেড়ে  পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
 
 আহত তাসিম বলেন, 'ম্যাচে আমি পরপর তিনটে ছয় মেরেছিলাম বলে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের আমার উপর রাগ হয়েছিল। ম্যাচের দিনই তারা আমাকে গালাগালি করে এবং হুমকি দেয়।' তিনি বলেন, 'আজ সকালে আমি কয়েকজন যাত্রীকে নামিয়ে টোটো নিয়ে ফিরে আসছিলাম। সেই সময়ে কয়েকজন আমাকে একটি মোটরসাইকেল নিয়ে তাড়া করে। এরপর একটি জায়গায় টোটোটি থামিয়ে আমার উপর ভোজালি নিয়ে হামলা করা হয়। ওই যুবকরা  ভোজালিটি আমার বুকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কোনও রকমে আমি নিজেকে বাঁচাই। এরপর একজন একটি বন্দুক বার করে আমাকে তাড়া করে। আমি দৌড়ে একটি বাড়িতে ঢুকে নিজের প্রাণ বাঁচাই এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি।'


#murshidabad#cricket#crimenews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পুরুলিয়ায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, শনিবার রাত থেকে ছিলেন নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য...

সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা, জোরকদমে চলছে বৈঠকের প্রস্তুতি...

বাঁশের সাঁকো ভেঙে ব্রাহ্মণী নদীতে পড়ল যাত্রীবাহী গাড়ি, আহত একাধিক, চলছে উদ্ধারকাজ ...

বারাসতে পুকুরে ভাসছে বস্তা, পুলিশ এসে খুলতেই চক্ষুচড়ক, বেরোল টুকরো টুকরো মানব দেহ!...

আবাস যোজনার উপভোক্তাদের জন্য বিশেষ সতর্কতা, সচেতনতার বার্তায় মাইকিং তৃণমূলের...

পুর এলাকায় জলের ঘাটতি খুঁজতে গিয়ে, হাতেনাতে অবৈধ জলের কারবার ধরলেন স্বয়ং পুরপ্রধান...

শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...

বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...

কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24