রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ‘দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদি-মমতার

Kaushik Roy | ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর আত্মার শান্তি কামনা করে, পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতিতে আসে উদারীকরণ। এক কথায় দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন তিনি।

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংজি এমন এক বিরল রাজনীতিবিদ ছিলেন, যিনি একইসঙ্গে শিক্ষা ও প্রশাসনের জগতে সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি ভারতের অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাতির সেবার জন্য, তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। আমি ভারতের এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা প্রকাশ করছি’। 

 

 

 

এদিন ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির আকস্মিক প্রয়াণে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। তাঁর নেতৃত্বে যে আর্থিক সংস্কারগুলি চালু হয়েছিল তা দেশের সর্বত্র স্বীকৃত। দেশ একজন বড় নেতৃত্বকে হারাল। আমি তাঁর স্নেহকে সবসময় মনে রাখব। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা’। অর্থনীতিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 

 

 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভারতের অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিংজির প্রয়াণে শোকাহত। একজন সম্মানিত অর্থনীতিবিদ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন, তিনি। পালন করেছেন অর্থমন্ত্রীর দায়িত্বও। বছরের পর বছর আমাদের অর্থনৈতিক নীতিতে শক্তিশালী ছাপ রেখেছেন তিনি। সংসদে তাঁর বক্তৃতাগুলি ছিল অত্যন্ত অন্তর্দৃষ্টিপূর্ণ। প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নের চেষ্টা করে গেছেন বরাবর’। চলতি বছরই রাজ্যসভার সাংসদের পদ ছেড়েছিলেন ডঃ মনমোহন সিং।

 

 

 

তাঁর প্রয়াণের পর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মনমোহন সিংজির প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে ডঃ মনমোহন সিংয়ের বাসভবনে তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। অর্থনীতি সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, বিনম্র ব্যক্তিত্ব এবং ভারতের উন্নতিতে তাঁর অটুট প্রতিশ্রুতি চিরকাল আমার স্মৃতিতে অমলিন থাকবে’।


India NewsPm Manmohan Singh NewsManmohan Singh Death News

নানান খবর

নানান খবর

দলিত তরুণকে মারধর, গায়ে প্রস্রাব করে যৌন নির্যাতনের অভিযোগ, রাজস্থানে ভয়ঙ্কর কাণ্ড

মাঝহাইওয়েতে আজব কাণ্ড ঘটালেন মহিলা, রইল ভিডিও 

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া