রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না যে দেশের অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত ডঃ মনমোহন সিং এভাবে চলে যেতে পারেন। তাঁর মৃত্যুর পর গোটা দেশ জুড়ে ভাসছে একটাই কথা। দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন তিনি। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। এইমস কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়।
এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়’। এই খবর প্রকাশিত হওয়ার শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর শান্তি কামনায় দোশবাসী। তবে এই খবর ছড়াতেই পরপরই গুগলে একটাই প্রশ্ন ট্রেন্ডিং দেখা যায়। ‘আগামীকাল কি ছুটি?’ এই প্রশ্নটি ট্রেন্ড করতে শুরু করেছে গুগলে। ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রয়াণে সাধারণত রাষ্ট্রীয় শোক পালিত হয়ে থাকে। সূত্রের খবর, সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে ১১টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
এই ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে কোনও সরকারি ছুটি ঘোষণা করা হবে কিনা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়ে থাকে। তবে ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুর পর এখনও কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফে। তবে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে মুছে গিয়েছে রাজনৈতিক ভেদাভেদ। গোটা দেশ একবাক্যে স্বীকারোক্তি দিয়েছে, দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন ডঃ মনমোহন সিং। তাঁর আত্মার শান্তি কামনায় গোটা দেশের রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী থেকে দেশের উপরাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সকলেই।
নানান খবর
নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব