রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: মেট্রো পরিষেবা আর শহর কলকাতায় আবদ্ধ নেই। বর্তমানে কলকাতা থেকে গঙ্গা টপকে জেলা হাওড়ায় পৌঁছে গেছে মেট্রো রেল। এবার গন্তব্য হলেও হতে পারে হুগলি! সোমবার হুগলির সাংসদ রচনা ব্যানার্জির বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।
জানা গেছে, হুগলির জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সেই বৈঠকেই মেট্রো রেল নিয়ে আলোচনা হয়েছে। এদিন বৈঠক শেষে সাংসদ বলেছেন, ‘মেট্রো যদি চুঁচুড়া-ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষন উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে। এটা একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও ভাবেই সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। এই প্রসঙ্গে জেলাশাসক বলেছেন, এটা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।‘
রচনা ব্যানার্জি আরও বলেছেন, ‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম। উনি সেই চিঠির উত্তর দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা তিনি দেখছেন। জমি অধিগ্রহণের বিষয় থাকলে, সেটাও দেখতে হবে। দেখতে হবে কোথায় কীভাবে এগোনো যায়। এটাতো সরাসরি ব্যান্ডেল নয় শুধু, মাঝে শ্রীরামপুর-হাওড়া আছে। হাওড়ায় রয়েছেন প্রসুন ব্যানার্জি। শ্রীরাপুরে রয়েছেন কল্যান ব্যানার্জি, সবার সঙ্গে মিলিতভাবে এটা করতে হবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব মানুষের জন্য। এটা সম্পূর্ণই কেন্দ্রের হাতে। তারা একটু দয়াশীল হলে, আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি এই বিষয় নিয়ে। মন্ত্রীরা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে যদি বিষয়টা মিটে যায় তাহলে আর কোনও প্রশ্ন নেই। সংসদে কথা বলতে গেলে পাঁচ’শ জন সংসদ আছেন। লটারিতে কার নাম উঠবে সেটা কপালের ব্যাপার। আমার একবার সুযোগ হয়েছিল বলাগড়ের ভাঙন নিয়ে বলেছি। আবার চেষ্টা করছি, সুযোগ পেলেই মেট্রো রেল এবং মানুষের অন্যান্য দাবি নিয়ে বলব। সংসদে আওয়াজ তুলতে না পারলেও চিঠির মাধ্যমে বলা যায়। তার উত্তরও পাওয়া যায়। এটা বড় বিষয়।’
সাংসদ এই প্রসঙ্গে আরও বলেছেন, ‘আরও একটা প্রপোজাল জমা দিয়েছি। যারা আজমীর শরীফ যান তাঁদের জন্য। ব্যান্ডেল থেকে যদি একটা ট্রেনের ব্যবস্থা করা যায়। যারা আজমীর শরীফ যান, তাঁদের জন্য ব্যান্ডেল থেকে কোনও ট্রেন নেই। তাঁদের হয় বর্ধমান, কিংবা কলকাতা থেকে ট্রেন ধরতে হয়। চেষ্টা করছি যাঁরা আজমীর শরীফ যেতে চান, তাঁদের জন্য ব্যান্ডেল থেকে যদি একটা ট্রেনের ব্যবস্থা করা যায়। এছাড়াও এলাকা উন্নয়নের নানান কাজ নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে।’
বেশ কয়েকটি জায়গায় কাজ শুরু হয়েছে বলেও জানান। সঙ্গেই রচনা জানান, মানকুন্ডুতে মানসিক হাসপাতাল, ধনিয়াখালি হাসপাতালে কাজ চলছে। গ্রামের হাসপাতালে চিকিৎসকের একটা সমস্যার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, যাতে ভালো যোগ্য চিকিৎসকরা শুধু শহর কেন্দ্রিক না হয়ে জেলা নিয়ে ভাবেন। তিনি বলেন, ‘বড় বড় হাসপাতালগুলি আমরা তৈরি করছি। সেবাই যদি না দিতে পারি, তাহলে কলকাতা ছুটতে হয়। অনেকসময় রাস্তাতেই অনেক অঘটন ঘটে যাচ্ছে।‘ একাধিক বিষয়ে তিনি তৎপর, সেকথা বলেন এদিন।
ছবি পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?