শনিবার ০৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Kaushik Roy | লেখক: Kaushik Roy ২১ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৯Krishanu Mazumder
ইস্টবেঙ্গল এফসি ১ (দিয়ামানতাকোস)
জামশেদপুর এফসি ০
কৌশিক রায়: ম্যাচের ইনজুরি টাইমের তখন শেষ মিনিট চলছে। লাল হলুদ কোচ অস্কার ব্রুজো হাত মুঠো করে দেখালেন সমর্থকদের দিকে। কারণ, জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। খেলা শেষের বাঁশি বাজতেই সহকারী কোচ বিনো জর্জ কোলে তুলে নিলেন অস্কারকে। যুবভারতী তখন রঙমশালের আলো আর সমর্থকদের চিৎকারে গমগম করছে।
ম্যাচের একমাত্র গোল করে গেলেন দিয়ামানতাকোস। তবে ৯০ মিনিট জুড়ে একটা গোল হলেও আধিপত্য বজায় রাখল লাল হলুদই। প্রথম দশ মিনিট তো কার্যত বলই ধরতে পারেনি জামশেদপুর। খেলার সাত মিনিটের মাথায় ক্লেটন সিলভার হেড বাঁচান জামশেদপুর কিপার প্রতীক। রিবাউন্ড বলে আনোয়ারের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। শুরু থেকেই এদিন গোলের জন্য ঝাঁপিয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সামনে থেকে টানা নেতৃত্ব দিয়ে গেছেন ক্লেটন এবং দিয়ামানতাকোস।
৩৬ মিনিটে ক্লেটনের বাড়ানো বল থেকে গোলকিপারের হাতে মারেন নান্ধা কুমার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন সেই নান্ধা। যে বল ছোঁয়ালেই গোল হয়ে যায় সেটা ক্লটনের দিকে বাড়িয়ে দেন। অন্যদিকে, জামশেদপুরকে এদিন খানিকটা নিষ্প্রভ দেখিয়েছে। কাউন্টার অ্যাটাক ছাড়া খুব একটা বেশি সুযোগ তৈরি করতে পারেননি জর্ডন মারে, সিভেরিওরা। প্রথমার্ধ গোলশূন্য গেলেও ৬০ মিনিটে খাতা খোলেন দিয়ামানতাকোস। হেক্টরের বাড়ানো বল থেকে ক্লেটনের পাস যায় নান্ধা কুমারের কাছে। তাঁর বাড়ানো মাইনাসে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন দিয়ামানতাকোস। ৬৮ মিনিটের মাথায় বিশ্বমানের গোল করার সুযোগ এসেছিল পিভি বিষ্ণুর কাছে।
বাঁদিক থেকে ড্রিবল করে ছয় গজের বক্সে ঢুকে গিয়েছিলেন বিষ্ণু। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর শট ক্রসপিসের ভেতরে লেগে ফিরে আসে। খেলার শেষের দিকে জামশেদপুর সেটপিস থেকে কিছু সুযোগ তৈরি করলেও ডিফেন্স ভাঙেনি লাল হলুদের। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে ক্লেটনরা। তবে এর মধ্যেও চোটের কবলে পড়তে হল ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যান মহম্মদ রাকিপ। মাঠে নামেন জিকসন। শেষ পর্যন্ত খেললেও মাঝেমধ্যে খোঁড়াতে দেখা যাচ্ছিল তাঁকে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ২৮ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি ...
অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান ...
প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা ...
৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের বদলে দলকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার? অবাক করা তথ্য ফাঁস...
'এত নোংরা?' ক্রিস গেইলের ফেসবুক স্টোরিতে এ কিসের ভিডিও, দেখে লজ্জায় লাল নেটজনতা...
কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...
কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...
বছর শুরুতে সহজ জয়, হায়দরাবাদকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখল মোহনবাগান...
‘হাসপাতালেই থেকে যাও’, ভিডিও কলে বিনোদ কাম্বলিকে কেন এমন বললেন কপিল দেব? ...
এই ভারতীয় তারকা না খেললে বর্ডার-গাভাসকর ট্রফি আরও একপেশে হত, কার কথা বললেন ম্যাকগ্রা? ...
শহরে ফিরল সন্তোষজয়ী বাংলা দল, জনসমুদ্রে ভাসল বিমানবন্দর, রবি-সহ বাকিদের চাকরি নিয়ে উদ্যোগী আইএফএ...
বাঁ হাতে বল করতে হবে বুমরাকে! হেডদের বাঁচাতে নতুন আইন আনতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ...
১৫ হাজার টাকার জন্য আটকে রাখা হয়েছে কাম্বলির ফোন, ১৮ লক্ষ বকেয়া থাকায় হাতছাড়া হতে পারে বাড়িও ...
নীতীশ রেড্ডির ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ক্লার্ক, সিডনিতে এই পজিশনে নামলেই সাফল্য ...