সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রূদ্ধশ্বাস চার ঘণ্টার লড়াই। পুলিশের টিমের একজোট হয়ে কাজের ফলে অপহৃত নাবালিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার সকাল ১১টা নাগাদ সাত বছরের এক নাবালিকা অপহৃত হয়। প্রকাশ্য দিবালোকে মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে। সকাল সাড়ে ১১টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের কাছে খবর যায়। পুলিশ তদন্ত শুরু করে তখনই।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ৩৩ সেকেন্ডের ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় শিশুটিকে অপহরণ করা হয়েছে। এরপর এলাকার নানাস্থানে লাগানো সিসিটিভি চেকিং শুরু হয়। তাতে নম্বরহীন মোটর বাইক যেমন দেখা যায়, তেমন মোটরবাইকের রঙও জানা যায়। জানা যায় দুষ্কৃতীদের মাথার হেলমেটের রং এবং দুষ্কৃতীরা কী ধরনের জ্যাকেট পড়ে রয়েছে। সব কিছু পার্শ্ববর্তী রাজ্য বিহার ও উত্তর দিনাজপুর জেলার পুলিশকে জানানো হয়। শুরু হয় নাকা চেকিং এলাকা জুড়ে।
অপহরণের কারণ জানতে অপহৃত নাবালিকার বাবাকে জেরা করেন তদন্তকারী পুলিশকর্তারা। তবে কোনও ক্লু পাওয়া যায়নি। দুপুর দেড়টা নাগাদ অপহৃতর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে হুমকি বার্তা আসে। সেই নম্বরটি ট্র্যাকিং শুরু করে পুলিশ। তাতে উত্তর দিনাজপুরের ইটাহারের লোকেশে পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। আর সেই মোতাবেক পুলিশ টিমকে সর্তক করা হয়।
পুলিশ সুপার জানান, দুপুর আড়াইটের সময় জানা যায় অপহরণকারীরা বাইকে করে যাচ্ছে। উত্তর দিনাজপুরের ট্রাফিক পুলিশকেও বিষয়টি জানানো হয়। শুরু হয় রাস্তায় নাকা চেকিং। তাতে ধীর হয়ে যায় সড়কে গাড়ির গতি। এরপর পথবদল করে অপহরণকারীরা। কিন্তু ততক্ষণে পুলিশের নজরদারি জোরালো হয়। এরপরই করণদিঘী থানার ট্রাফিক পুলিশের হাতে আটকে যায় অপহরণকারীরা।
পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, পুলিশের হাত থেকে বাঁচতে নাবালিকাকে ছুড়ে ফেলে অপহরণকারীরা। তবে শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেপ্তার হয় অপহরণকারী মনসুর আলম ও এজাজ আহমেদ। ধৃতদের বাড়ি অপহৃত নাবালিকার গ্রামে। এজাজ আহমেদের এলাকায় ওষুধের দোকান রয়েছে। তাছাড়া জমির ব্যবসা করে। মূলত মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যে এই অপহরণ বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই অপহরণকারীরা কোনও গ্যাংয়ের সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। অপহরণকারীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। ধৃতদের আরও জেরা করার জন্য ১৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।
#malda#westbengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
'কাকা'র বাড়ি গেলেন 'ভাইপো', কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...