রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ওভারলোডিং নিয়ে পদক্ষেপ না নেওয়ায় অভিযোগ, বদলি থানার আইসি

Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ওভারলোডিং সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকা কার্যকর না করায় এবার বদলি হতে হল মুর্শিদাবাদের ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রকে। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে এখবর। শুক্রবার রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিজি'র স্বাক্ষরিত ইন্সপেক্টরদের বদলির যে নির্দেশিকা জারি হয়েছে তাতে ফরাক্কা থানা থেকে আইসি নীলোৎপল মিশ্রকে বদলি করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আইবি'র ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে । অন্যদিকে ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পাচ্ছেন রেজিনগরের সার্কেল ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ মজুমদার। তিনি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।  গত ৯ ডিসেম্বর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেন, এখন থেকে গ্রামীণ রাস্তা দিয়ে আর বড় গাড়ি যাবে না। কেন্দ্র সরকার রাস্তা তৈরির জন্য নতুন করে টাকা দিচ্ছে না। রাজ্য সরকারকেই নিজের তহবিল থেকে রাস্তা তৈরি এবং মেরামত করতে হচ্ছে।

 

 

অভিযোগ, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়ার পরও ফরাক্কা থানার বিভিন্ন গ্রামীন রাস্তা দিয়ে ওভারলোডেড পাথর, মাটি এবং ছাই বোঝাই গাড়ির যাতায়াত বন্ধ হয়নি। কিছুদিন আগে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম নিজেই খোসালপুর ব্রীজের কাছে কয়েকটি পাথর বোঝাই ট্রাক্টর আটকে দেন। ফরাক্কার একটি বড় অংশের বাসিন্দাদের অভিযোগ, এনটিপিসি কর্তৃপক্ষ মালঞ্চ অ্যাশ পন্ডে যে  ছাই ফেলছে তা প্রত্যেকদিন কয়েকশো ডাম্পারে ভর্তি হয়ে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সমস্ত ডাম্পারই ওভারলোডেড থাকে। তাঁদের অভিযোগ, প্রতিদিন কয়েকশো ওভারলোডেড ছাই বোঝাই গাড়ি গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর তার ফলে আঁধুয়া, কেন্দুয়া, খোসালপুর , মালঞ্চ সহ একাধিক এলাকায় গ্রামীণ রাস্তাগুলো বেহাল হয়ে পড়েছে। অন্যদিকে ছাইয়ের দাপটে নাজেহাল এলাকাবাসী।

 

 

সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে নীলোৎপল মিশ্রের বদলিকে 'রুটিন বদলি' হিসেবে দাবি করা হলেও ফরাক্কার একাধিক তৃণমূল নেতার দাবি, ছাইয়ের গাড়ির ওভারলোডিং বন্ধ না করার জন্য এই আইসি র বিরুদ্ধে এলাকাবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে অনেক অভিযোগ জমা পড়েছিল। তাই জেলাতে পুলিশ প্রশাসনের রদবদল শুরু হতেই মুর্শিদাবাদ জেলার মাত্র একটি ইন্সপেক্টর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছে। সেটা ফরাক্কা।বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ জাকির হোসেনের অভিযোগ ,'মালঞ্চ-নিশিন্দ্রা দিয়ে ছাইয়ের ওভারলোডেড গাড়ি নিয়মিত চলাচল করছে।' তিনি বলেন, 'ওভারলোডেড গাড়ি  চলাচলের জন্য একদিকে যেমন রাস্তা টিকছে না তেমনই ছাই উড়ে প্রত্যেক বাড়িতে পড়ছে এবং প্রায় সকলেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। নতুন করে অবৈধভাবে রাস্তার পাশেই তৈরী হয়েছে  ছাইয়ের গাড়ি ওজন করার যন্ত্র।'


Local NewsMurshidabad NewsFarakka Police Station

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া