শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | বেতনের টাকা দিলেন মুখ্যমন্ত্রী, কাটল জটিলতা, কাজে যোগ চুঁচুড়ার অস্থায়ী সাফাই কর্মীদের

RD | ২০ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৮Rajit Das


মিল্টন সেন: অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে অচলাবস্থা কাটল। বকেয়া বেতন মেটাতে মুখ্যমন্ত্রী দিলেন তিন কোটি টাকা। কাজে যোগ দিলেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। 

শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী অস্থায়ী কর্মীদের সঙ্গে বৈঠক করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বৈঠক শেষে বিধায়ক জানিয়েছেন, অচলাবস্থা কাটাতে তিন কোটি টাকা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপাতত তা দিয়ে চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের দু'মাসের বেতন দেওয়া হবে। যদিও পুরসভাকে এই টাকা ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। আপাতত রাজ্য সরকারের এই টাকা পুরসভা অগ্রিম হিসেবে পাবে। পরবর্তী সময়ে সেই ঋণ শোধ করতে হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসে দেওয়া হবে। সেই অর্থ পুরসভাকেই দিতে হবে। তার জন্য পুরসভার আয় বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। 

বিধায়ক আরওজানান, হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে মাসে দেড় কোটি টাকা খরচা হয়। অথচ পুরসভার আয় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। বাকি টাকার সংস্থান করতে না পারায় এই সমস্যা হয়েছিল। অস্থায়ী কর্মচারীরা কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন। যদিও আন্দোলনকারীদের সঙ্গে তিনিও সহমর্মী। কারণ তাদেরও ঘর সংসার আছে। কিন্তু জেলা সদর শহর এভাবে আবর্জনা ভরে থাকতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস ফোন করেই সমস্যা সমাধান করার জন্য বলেন। এসেছিলেন সুডার আধিকারিক জলি চৌধুরী। 

এই প্রসঙ্গে চেয়ারম্যান অমিত রায় জানান, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পুরসভা পায়নি। একটা তহবিলের টাকা, অন্য খ্যাতে ব্যবহার করা যায় না। পুরসভার আর্থিক সমস্যা রয়েছে। তাই বেতন দিতে বিলম্ব হয়েছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি দু'মাসের বেতনের ব্যবস্থা করে দিয়েছেন। 

পুরসভার আয় কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খ বনিক জানিয়েছেন, তাঁরা দাবি করে ছিলেন দু'মাসের বকেয়া বেতন। সেটা মিটিয়ে দিতে হবে এক সঙ্গে। বিধায়ক বলেছেন দিয়ে দেওয়া হবে। যারা আন্দোলনকারী শ্রমিক কর্মচারী তারা শুক্রবার থেকেই কাজ শুরু করবেন। কারণ সামনেই বড়দিনের উৎসব। ব্যান্ডেল চার্চে বহু মানুষ আসেন। তাই শহর অপরিচ্ছন্ন থাকুক সেটা তাঁরা চান না। 

এদিন পুরসভার গেটে শ্রমিক কর্মচারীদের অবস্থান মঞ্চে এসে কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলেন চেয়ারম্যান এবং বিধায়ক। তারপরই বিধায়ক ও চেয়ারম্যান প্রতিকি জঞ্জাল সাফাই এর কাজ শুরু করেন। একইসঙ্গে সাফাই কর্মিরা নর্দমা পরিষ্কার এবং জঞ্জাল তোলার কাজও শুরু করে দেন।


#ChinsurahMunicipality#MamataBanerjee#Chinsurah



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...

বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক  ...

হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...

বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...

দার্জিলিংয়ে শুরু হতে চলেছে টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...

তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...



সোশ্যাল মিডিয়া



12 24