সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sumit | ২০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ২২Sumit Chakraborty
মিল্টন সেন, হুগলি: রাতারাতি উবে গেছে গ্রামের একমাত্র জলাশয়। হয়েছে বাড়ি। জলাশয় বোঝানো বাকি জমিও ঘিরে জেলা হয়েছে পাঁচিল দিয়ে। সেটাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে নিশ্চিহ্ন হয়েছে দুই গ্রাম সংযোগকারী ৩২ ফুটের একমাত্র রাস্তা। নিকাশি নালারও হদিস মিলছে না। ঘটনা জানাজানি হতেই রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এবং ভূমি রাজস্ব দপ্তরে।
পরিদর্শনে এসে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানিয়েছেন, প্রয়োজনে বুলডোজার চালিয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে গ্রামের চেহারা। ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত জগন্নাথ বাটি এলাকায়। স্থানীয় গ্রামবাসী বুদ্ধদেব দে জানিয়েছেন, মোট সাড়ে চার বিঘে ওই জমির মালিক ছিলেন স্থানীয় সুবোধ দাস এবং তার পরিবার। জমির অধিকাংশ এলাকা জুড়ে ছিল জলাশয়। আর সংলগ্ন জমিতে ছিলো বাঁশ বাগান এবং বেশ কিছু বড় বড় গাছ। সম্প্রতি হাত বদল হয়ে জমির মালিকানা যায় সংলগ্ন মহেশপুর এলাকার প্রোমোটার তপন মন্ডলের হাতে। তারপরেই লোকজন নিয়ে জলাশয় লাগোয়া বাঁশবাগানের মাটি কেটে জলাশয় ভরাট করে প্রোমোটারের লোকজন।
গ্রামের মানুষ ভয়ে কিছু বলতে পারেননি। তিনি পোলবা বি এল আর ও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন ওই জমি সরকারি খাতায় জলাশয় হিসেবেই রেকর্ড রয়েছে। বুদ্ধদেব বাবুর অভিযোগ, জলাশয় বোঝানো হয়েছে। বাগান কেটে ফেলা হয়েছে। নিকাশি নেই, ফলে সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হচ্ছে। রাস্তায় জল জমে কেচকেচি পাড়ায় রাস্তার একটা বড় অংশ ভেঙে গেছে। গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযোগ দায়ের করেছিলেন।
গত বুধবার ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পোলবা থানার ওসিকে সঙ্গে নিয়ে ওই এলাকায় পরিদর্শনে এসেছিলেন। ম্যাপ দেখে আধিকারিক বলেছেন বিক্রি করা গোটা জমির ৭৫ শতাংশই ডোবা রেকর্ড রয়েছে। স্থানীয়দের আশ্বস্থ করেন জমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।
স্থানীয় গৃহবধূ পারমিতা দাস বলেছেন, ওই জলাশয়ে তিনি এবং গ্রামের বাসিন্দারা স্নান করতেন। পুকুরে তিনি নিয়মিত বাসন মাজতেন। স্থানীয়রা পুকুরে মাছ ধরত। ডোবা বুঝিয়ে দেওয়ার ফলে এলাকায় জল জমছে। স্থানীয় রীতা শাসমলের অভিযোগ, আম, জাম, কাঠাল, পিটুলি এরকম অনেক বড় বড় গাছ ছিল। বাঁশ বাগান ছিল। সব কেটে নষ্ট করে দিয়েছে। একই অভিযোগ করেছেন কেচকেচি পড়ার বাসিন্দা পূর্ণিমা কেচকেচি। তিনি বলেছেন, হটাৎ করেই এসব হয়েছে।
জগন্নাথ বাটি এবং কেচকেচি পাড়া যোগাযোগকারি ৩২ ফুট চওড়া একটি পঞ্চায়েতের রাস্তা ছিল। পাশে ছিল নিকাশি নালা। বর্তমানে রাস্তা পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নালার হদিস নেই। প্রোমোটার লোকজন নিয়ে এসে জোর করে এসব করেছে। এই প্রসঙ্গে পোলবা ভূমি রাজস্ব দপ্তরের আর আই বলেছেন, অভিযোগের ভিত্তিতে তিনি বি এল আর ও রাজশ্রী মান্নার নির্দেশে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেছেন অভিযোগ সত্য। সরকারি খাতায় এখনও ওই জমি ডোবা হিসাবে রেকর্ড রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু তাঁর নজরে পড়েছে। তিনি যাবতীয় রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা করে দিয়েছেন। বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে প্রশাসন।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা