বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | সমকামী বিয়ে, অভিভাবকরা বেঁকে বসতেই কড়া সবক অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের

RD | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কবিতা ও ললিতা (নাম পরিবর্তিত)। একে অপরকে ভালবেসে একসঙ্গেই বসবাস করছিল। কিন্তু, কবিতার বাবা মেয়ের সমলিঙ্গ সম্পর্ক মেনে নিয়ে পারেননি। অভিযোগ, জোর করেই কবিতার বাবা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়ের আপত্তি সত্ত্বেও তাঁকে জোর করে সেখানে কার্যত বন্দি করে রাখা হয়। পুলিশ কবিতাকে উদ্ধার করে একটি হোমে রেখেছিল। সেই হোম থেকেই কবিতা ফের ফেরে সঙ্গী ললিতার কাছে। কিন্তু রক্ষা পায়নি। ফের মেয়েকে ধরে নিয়ে যায় বাবা। এমনকি ললিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে কবিতাকে অপহরণের অভিযোগ তুলে মামলা করেন। পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। ঘটনা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার। সেই মামলারই রায় হয়েছে মঙ্গলবার।

বেঙ্গালুরু হাইকোর্টের নির্দেশ, সমকামী ওই দম্পতি একসঙ্গে থাকবেন। তাঁদের সঙ্গী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও নিশ্চিৎ করা হয়েছে। বিচারপতি আর রঘুনন্দন রাও এবং কে মহেশ্বরা রাওয়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সাবালোক ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ, সঙ্গী নির্বাচন ও বিয়ের সিদ্ধান্তে অভিভাবকরা জোর করে হস্তক্ষেপ করতে পারেন না।

গত এক বছর ধরে বিজয়ওয়াড়ায় একসঙ্গে বসবাস করছেন সমকামী ললিতা ও কবিতা। সমাজের চোখ রাঙানি ছিলই। মাথা ব্যথার কারণ হয় এই সম্পর্ককে কবিতার বাবা মেনে নিতে না পারা। ললিতার অভিযোগ, একদিন আচমকা জোর করেই তাঁর সঙ্গী কবিতাকে বাবা ঘর থেকে কার্যত তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখেন। 

এরপর কবিতা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ফলে বিষয়টি সামনে আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কবিতাকে তাঁর বাবার বাড়ি থেকে উদ্ধার করে। সহ্গী ললিতার সঙ্গে থাকার জেদ সত্ত্বেও কবিতাকে এরপর তাঁকে ১৫ দিনের জন্য একটি ওয়েলফেয়ার হোমে রাখে পুলিশ। এরপর গত সেপ্টেম্বরে  বাবার বিরুদ্ধে তাঁর সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে হয়রানির অভিযোগ দায়ের করেন কবিতা। হোম তেকে পুলিশের হস্তক্ষেপের পর কবিতা বিজয়ওয়াড়ায় সঙ্গী ললিতার কাছে ফিরে আসেন। কিন্তু কবিতাকে তাঁর বাবা আবার জোর করে নিয়ে যান। এমনকি ললিতার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করে মামলাও দায়ের করেন। 

সঙ্গী কবিতাকে ফিরে পেতে পাল্টা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন ললিতা। কবিতার কৌঁসুলি, জাদা শ্রাবণ কুমার সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে হাইকোর্টে জানান যে, কবিতা দ্ব্যর্থহীনভাবে কবিতার সঙ্গেই বসবাসের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাঁর পিতামাতার কাছে ফিরে যাওয়ার কোনও মত ছিল না। আদালতের নির্দেশে কবিতাকে মঙ্গলবার হাইকোর্টে হাজির করেছিল বিজয়ওয়াড়া পুলিশ। তিনি তাঁর সঙ্গীর সঙ্গে বসবাসের ইচ্ছার কথা আদালতে জানান।। এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, ললিতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত নয়। 

 


#lesbiancouple#lesbiancouplemarriage#andhrapradeshhighcourt#andhrapradeshhighcourtonlesbiancouplemarriage



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের, গ্রেপ্তাতার হবেন? ...

মানুষের ভুলেই সিডিএস বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, জানাল সংসদের স্থায়ী কমিটি ...

মাত্র ১৭০০ টাকায় ঘুরুন বৈষ্ণোদেবী, সঙ্গে ফাইভ-স্টারে থাকা-খাওয়া! উৎসবে দারুন অফার IRCTC-র ...

জঙ্গিদের নিশানায় আরএসএস-হিন্দুত্ববাদী সংগঠন! ধৃত বাংলাদেশিদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য...

বিড়ি খাওয়া নিয়ে বাসচালকের সঙ্গে কথা কাটাকাটি যাত্রীর, তারপর কী হল? ভাইরাল ভিডিও...

নৌসেনার স্পিড বোটের সঙ্গে ধাক্কা যাত্রীবাহী লঞ্চের, মৃত ১৩, আহত বহু...

‘জীবন্ত লাশের মতো বেঁচে ছিলাম’, ২০ বছর পর পাকিস্তানে খোঁজ মিলল ভারতীয় মহিলার...

বয়স ষাট পেরোলেই আগামী বছর থেকে এই জায়গায় মিলতে পারে বিনামূল্যে চিকিৎসা! অপেক্ষা কেবল এক ভোটের?...

ভিড়ে ঠাসা লেডিস কামরায় নগ্ন যুবক, দেখে কী করলেন মহিলারা ...

বৃদ্ধকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর অপরাধ, কর্মীদের ২০ মিনিট দাঁড় করিয়ে শাস্তি দিলেন আইএএস অফিসার!...

শেয়ার বাজারে বিরাট পতন, কোন দিকে লগ্নিকারীদের ভবিষ্যৎ ...

প্রতি রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

আপনার কী ইউটিউব চ্যানেল রয়েছে, হ্যাকারদের খপ্পরে পড়তে পারেন আপনি ...

বদলে গেল ব্যাঙ্ক লকার নিয়ম, আগে থেকে হয়ে যান সচেতন ...

৫ হাজার দিলেই মিলবে ৮ লাখ, কোন স্কিম নিয়ে এল পোস্ট অফিস ...



সোশ্যাল মিডিয়া



12 24