রবিবার ১৬ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হলেন ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল মিশ্র সহ মোট চারজন অফিসার। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও এই মামলার তদন্তকারী অফিসার এবং 'সিট'-এর দুই সদস্যকে পুরস্কৃত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, চার আধিকারিকের হাতে তাঁদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ 'অ্যাপ্রিসিয়েশন লেটার' এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও চার পুলিশ আধিকারিকের প্রত্যেকে নিজেদের চাকরির সার্ভিস বুকে 'গুড সার্ভিস মার্ক' পেয়েছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'এই মামলার তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত চার আধিকারিককে আজ পুরস্কৃত করা হয়েছে।'
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফরাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। এর প্রায় ৩ ঘণ্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন- ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ২১ দিনের মধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। এরপর ৬১ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ হয় এবং আদালত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে করে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে আজীবন কারাবাসের সাজা শোনায়।
গোটা তদন্ত প্রক্রিয়া যাতে 'ফুল প্রুফ' হয় তা সুনিশ্চিত করতে একদিকে যেমন পুলিশ সুপার নিজে গোটা বিষয়টির দিকে নজর রেখেছিলেন, তেমনিই ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা দিনরাত এক করে বিভিন্ন তথ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট দ্রুত সংগ্রহ করেছেন। রাজ্যে প্রথমবার এই মামলায় 'ড্রোন ম্যাপিং' করা হয়।
রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ফরাক্কার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্ত প্রক্রিয়ার 'ফরাক্কা মডেল' নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন 'ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে'র তরফ থেকেও বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে।
নানান খবর

নানান খবর

মাঠে পড়েছিল দু'টি বস্তা, আগ্রহী গ্রামবাসীরা সেগুলি খুলতেই হাড়-হিম! গ্রামজুড়ে আতঙ্ক

পাশের বাড়িতে তেজপাতা চাইতে গিয়েছিল, হোলিতে প্রতিবেশী দাদার যৌন লালসার শিকার নাবালিকা

হোলির রং তুলতে বন্ধুদের সঙ্গে ফিডার ক্যানেলে নেমেছিল, মুহূর্তের মধ্যে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

‘কী হয়েছে?’, যুবকদের ঝামেলার মাঝে প্রশ্নই করতেই ব্যক্তির দিকে চলল গুলি! চাঞ্চল্য মালদহে

রাস্তায় সামান্য বিবাদের মর্মান্তিক পরিণতি, আলু কিনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, কারণ জানলে চমকে উঠবেন

জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের

এত সুন্দর! হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

শ্রীরামপুরের বিধায়কের নাম-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, টাকা তোলার অভিযোগ!

ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে