রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ৫ বছর ধরে মাসে ৫ হাজার করে বিনিয়োগ, SIP নাকি RD, লাভজনক কোনটা?

RD | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে সঞ্চয়ের ক্ষেত্রে জনপ্রিয় এসআইপি (সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান) ও আরডি (রেকারিং টার্ম ডিপোজিট) প্রকল্প। বিনিয়োগকারীদের অনেকেই মনে করেন যে, লাভের ক্ষেত্রে এগিয়ে এসআইপি। মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও এসআইপি-তে বিনিয়োগ করা যায়। তবে এইসব প্রকল্প বাজার নির্ভর। এক্ষেত্রে, মোটের উপর এসআইপি থেকে প্রাপ্তির কোনও স্থিরতা নেই। অর্থাৎ বিনিযোগ শেষে নির্দিষ্টভাবে বলা যায় না বিনিয়োগকারী কত টাকা ফেরৎ পাবেন।

রেকারিং ডিপোজিট বা আরডি-
নিরাপদ ঝুঁকিহীন বিনিয়োগের অন্যতম মাধ্যম হল রেকারিং ডিপোজিট। যেখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা যায়। এই ক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুদের হার নির্দিষ্ট করা থাকে এবং এই হার রেকারিং ডিপোজিটের সম্পূর্ণ মেয়াদে পরিবর্তন হয় না। মেয়াদপূর্তিতে সুদ-সহ টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে চলে আসে।

সাধারণত রেকারিং ডিপোজিটের মেয়াদ ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে এই আরডি করা যায়। এখানে বিনিয়োগের সুবিধা হল নির্দিষ্ট সময়সীমা পার করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে আসবেই। এই অঙ্ক নির্ভুল ভাবে বিনিয়োগের শুরুতেই করা যায়। আর তাতে ঝুঁকিও থাকে না।

রেকারিং ডিপোজিটে পোস্ট অফিসে ৫ বছরের মেয়াদে প্রতি মাসে ৫ হাজার টাকা করে জমা করলে সুদ মেলে ৬.৭ শতাংশ। ফলে সুদ দাঁড়ায় ৫৬,৮৩০ টাকা। এই হিসাবে ৫ বছরে মিলবে ৩,৫৬,৮৩০ টাকা।

রেকারিং টার্ম ডিপোজিট বা এসআইপি-
এসআইপি-তে শেষে প্রাপ্তির ভাণ্ডার আরডি-র থেকে বেশি হলেও নির্দিষ্ট কত লাভ হবে তা স্পষ্টভাবে বোঝা যায় না। অর্থাৎ এসআইপি-তে বিনিয়োগ নিশ্চিত নয়। তবুও বিশেষজ্ঞরা মনে করেন যে, এসআইপি-তে সাধারণত রিটার্ন ১২ শতাংশ হারে হয়ে থাকে। চক্রবৃদ্ধির কারণে, এই দ্রুত বৃদ্ধি। এই ক্ষেত্রে, আপনি যদি প্রতিমাসে ৫ হাজার করে ৫ বছর জমান তাহলে সুদ মিলবে ১২ শতাংশ হারে। সুদের পরিমাণ হবে ১,১২,৪৩২ টাকা।  অর্থাৎ ৫ বছরে জমা করা ৩ লাখের উপর সুদ সহ পাবেন ৪, ১২,৪৩২ টাকা। সেক্ষেত্রে এই পরিমাণ আরডি-র প্রায় দ্বিগুণ। যদি রিটার্ন ১২ শতাংশের বেশি হয়, তবে দ্বিগুণেরও বেশি লাভ হতে পারে। 


#SIP#RD#SystematicInvestmentPlan#RecurringDeposit



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24