বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

jangipur police super gets felicitated

রাজ্য | খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা 

Rajat Bose | ১৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নির্যাতিতার পরিবারকে রেকর্ড সময়ে ন্যায়বিচার পেতে সাহায্য করার জন্য সোমবার ফারাক্কাবাসীর তরফ থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিমকে তাঁদের অফিসে গিয়ে সংবর্ধনা জানালেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ একাধিক তৃণমূল নেতা। 


প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। প্রায় ৩ ঘন্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী দেহ। ফারাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন–ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার পরেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। এই দলে ফারাক্কা থানার আইসি ছাড়াও জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও (ফারাক্কা) সহ একাধিক পুলিশ আধিকারিক ছিলেন। 

তদন্তকারী দলটি দ্রুত তদন্ত শেষ করে ২১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতে চার্জশিট দেয় এবং ৬১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতের বিচারক ওই নাবালিকাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীনবন্ধু হালদারকে মৃত্যুদন্ডের সাজা এবং অপর অভিযুক্ত শুভজিৎকে আজীবন কারাবাসের সাজা শোনায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দ্রুত বিচারের ‘‌ফারাক্কা মডেল’‌ নিয়ে বিস্তারিত জানার জন্য দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ‘‌ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে’‌র তরফ থেকেও ফারাক্কা মামলা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া  হয়েছে। 

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌এই তদন্তের ক্ষেত্রে নির্যাতিতার পরিবার যেভাবে রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছিল তার যথাযথ মর্যাদা দিয়েছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত ফারাক্কা থানার পুলিশের তদন্তকারী দল রেকর্ড সময়ে ন্যায় বিচার সুনিশ্চিত করেছেন। তাই আজ সমগ্র ফারাক্কাবাসীর তরফ থেকে আমরা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা জানালাম।’‌
 


Aajkaalonlinejangipurincidentpolicesuperfelicitated

নানান খবর

নানান খবর

আন্দোলনে ধাক্কা খেয়েছে 'বিড়ি শিল্প', ক্ষতির মুখে শ্রমিকরা

চাকরিহারাদের সাময়িক স্বস্তি, অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা কাজে যেতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের

লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে ভুয়ো কাস্টমস অফিসার গ্রেপ্তার কাচড়াপাড়া থেকে,বাজেয়াপ্ত নীলবাতি লাগানো এক্সিইউভি গাড়ি,উদ্ধার একটি পিস্তল

বারাসতে ট্রেজারি দপ্তরে দাউদাউ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মহিলা কামরা বাড়ানোয় ফের রেল অবরোধ, আজও শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া