বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

jangipur police super gets felicitated

রাজ্য | খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা 

Rajat Bose | ১৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নির্যাতিতার পরিবারকে রেকর্ড সময়ে ন্যায়বিচার পেতে সাহায্য করার জন্য সোমবার ফারাক্কাবাসীর তরফ থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিমকে তাঁদের অফিসে গিয়ে সংবর্ধনা জানালেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ একাধিক তৃণমূল নেতা। 


প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। প্রায় ৩ ঘন্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী দেহ। ফারাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন–ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার পরেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। এই দলে ফারাক্কা থানার আইসি ছাড়াও জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও (ফারাক্কা) সহ একাধিক পুলিশ আধিকারিক ছিলেন। 

তদন্তকারী দলটি দ্রুত তদন্ত শেষ করে ২১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতে চার্জশিট দেয় এবং ৬১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতের বিচারক ওই নাবালিকাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীনবন্ধু হালদারকে মৃত্যুদন্ডের সাজা এবং অপর অভিযুক্ত শুভজিৎকে আজীবন কারাবাসের সাজা শোনায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দ্রুত বিচারের ‘‌ফারাক্কা মডেল’‌ নিয়ে বিস্তারিত জানার জন্য দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ‘‌ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে’‌র তরফ থেকেও ফারাক্কা মামলা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া  হয়েছে। 

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌এই তদন্তের ক্ষেত্রে নির্যাতিতার পরিবার যেভাবে রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছিল তার যথাযথ মর্যাদা দিয়েছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত ফারাক্কা থানার পুলিশের তদন্তকারী দল রেকর্ড সময়ে ন্যায় বিচার সুনিশ্চিত করেছেন। তাই আজ সমগ্র ফারাক্কাবাসীর তরফ থেকে আমরা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা জানালাম।’‌
 


#Aajkaalonline#jangipurincident#policesuperfelicitated



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...



সোশ্যাল মিডিয়া



12 24