সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | 'স্বর সম্রাট' রত্ন পুরস্কার পেলেন আমজাদ আলি খান, শীতের আমেজে রাগ সঙ্গীতের ওমে মজল কলকাতা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৩Soma Majumder


নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১২ বছরে পা রাখল স্বর সম্রাট ফেস্টিভ্যাল। দেশের অন্যতম সেরা পন্ডিত-উস্তাদরা এই রাগ-সঙ্গীতের আসরে অংশগ্রহণ করেন। এবারেও তার ব্যতিক্রম হল না। গত ১৪ এবং ১৫ ডিসেম্বর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে স্বর সম্রাট উৎসব। প্রায় ৪০  বছর পর একসঙ্গে মঞ্চে উঠলেন উস্তাদ আমজাদ আলি খান এবং পণ্ডিত স্বপ্নন চৌধুরী। যা মহানগরের কাছে ছিল এক বিরল অভিজ্ঞতা।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রবাদপ্রতিম সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান। এবছর স্বর সম্রাট রত্ন পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন আরেক বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। পুরস্কার প্রাপ্তির পর শিল্পী আমজাদ আলি খান বলেন, "এই সম্মান পেয়ে আমার সত্যি ভাল লাগছে। তেজেন্দ্র প্রতি বছর ওঁর গুরুর নামে এই যে অনুষ্ঠান করে, এর জন্য ওঁর সাধুবাদ প্রাপ্য। তবে আমি চাইব তেজেন্দ্রর প্রথম গুরু উস্তাদ বাহাদুর খাঁ'র নামেও উনি এমন কোনও অনুষ্ঠান শুরু করুন।"

অনুষ্ঠানে বাজনা শুরু করার আগে আমজাদজী বলেন, "সারা দেশে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে, তা সত্যি দুঃখের। আমাদের দেশে দুর্গারা আজ নির্যাতিতা। তাই রাগ দুর্গা দিয়ে আমি বাজনা শুরু করব। দুর্গার কান্নাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব।" এরপর দুই দিকপালের সুরের মূর্ছনায় ভাসে কলকাতা। 

প্রতি বছর স্বর সম্রাট ফেস্টিভ্যাল আয়োজন করেন এই সময়ের অন্যতম আরেক সরোদশিল্পী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং তাঁর পরিবার। দায়িত্বে শ্রী রঞ্জনী ফাউন্ডেশন। তেজেন্দ্র নারায়ণের গুরু স্বরসম্রাট আলি আকবর খানের নামেই এই উৎসবের নাম। পন্ডিত তেজেন্দ্র নারায়ণের কথায়, "আলি আকবর খান কী বিরাট মাপের শিল্পী তা পরিমাপ করার ক্ষমতা আমার নেই! ওঁর নামে এই উৎসব, আমি চাইব রাগ সঙ্গীতের অনুষ্ঠান আরও বেশি বেশি করে প্রচার পাক। স্বর সম্রাট ফেস্টিভ্যাল শুধুমাত্র দিকপাল শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে না, নবীন প্রতিভাদের সব সময় সুযোগ দিয়ে এসেছে এই উৎসব। আমার ধ্রুব বিশ্বাস এই নবীন শিল্পীরাই একদিন দিকপাল হয়ে উঠবে। এবারেও অনেক নবীন শিল্পী তাঁদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন"।

এবারে দুই দিনের অনুষ্ঠানে ছিল শিল্পীদের চাঁদের হাট। রাগ বাগেশ্রী শোনান পন্ডিত সাজন মিশ্র-স্বর্নেশ মিশ্র। পন্ডিত কুমার বোস, পন্ডিত শ্রীনিবাস জোশী এবং ভিরাজ জোশীর মেলবন্ধন মনে রাখার মতো। কলকাতাকে মুগ্ধ করেছেন পন্ডিত ভিমসেন জোশীর পুত্র এবং নাতি । তাঁরা জানান, ভিমসেন জোশী কলকাতাকে 'সেকেন্ড হোম' মনে করতেন। তাই কলকাতা তাঁদের কাছেও খুব স্পেশ্যাল। পিতা-পুত্র রাগ মুলতানি শোনান।

সরোদশিল্পী পন্ডিত দেবাশিস ভট্টাচার্য রাগ কাফি, পিলু বাজান। সেতার শিল্পী শুভেন্দ্র রাও শোনান রাগ মধুমন্তী এবং শেষে রাগ খামাজ। এবারে স্বর সম্রাট উৎসবে অন্যতম আকর্ষণ ছিল নবীন শিল্পীদের অনুষ্ঠান। নবীন প্রতিভাবান  সরোদ শিল্পী ইন্দ্রায়ুধ মজুমদারের তত্ত্বাবধানে  পন্ডিত তেজেন্দ্র নারায়ণের শিষ্যরা সেতার এবং সরোদের যুগলবন্দি শোনান। অসাধারণ ছিল সেই বাজনা। ছিলেন আরও অনেক বিশিষ্ট শিল্পীরা। শীতের আমেজে রাগ সঙ্গীতের ওমে দু'দিন মজে রইল গোটা কলকাতা।


# SwaraSamratfestival#UstadAmjadAliKhan#PanditSwapanChowdhury #MusicFestival



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বছর শেষে ভালবাসায় মাখামাখি ঋতাভরী! প্রেমিকের বাহুডোরে আর কী করলেন অভিনেত্রী?...

'জানি না জাকিরভাই-এর মতো প্রতিভা বিশ্ব আর পাবে কিনা'-উস্তাদ জাকির হুসেনের প্রয়াণে আবেগপ্রবণ তেজেন্দ্র নারায়ণ...

Breaking: ফুটে উঠবে সমাজের আসল চেহারা! মুখোশ খুলবে সত্যি-মিথ্যার, কোন টলি নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন আরবাজ...

সংশোধনাগারে রাত কাটিয়ে কী খেলেন আল্লু অর্জুন? রশ্মিকাকে গোপনে কোন কথা বলেছিলেন সলমন!...

'জাকিরভাই বলে আর কাউকে ডাকব না কোনওদিন, ভাবতেই পারছি না'-উস্তাদ জাকির হুসেনের প্রয়াণে আবেগপ্রবণ বিক্রম ঘোষ ...

মৃত্যুর খবর আসার পরে ফের ধোঁয়াশা! জাকির হুসেন বেঁচে আছেন, দাবি আত্মীয়ের...

প্রয়াত উস্তাদ জাকির হুসেন! কিংবদন্তি তবলাবাদকের মৃত্যুর খবর নিয়ে জল্পনা...

নতুন বছর শুরুর আগেই পৌষালীর সুখবর! অন্যধারার সুরে মন মাতাবেন গায়িকা?...

'হাইলি ম্যাগনিফিসেন্ট'! রহস্যে জমজমাট ফেলুদার গোয়েন্দাগিরি, কেমন জমলো সৃজিতের 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর ...

লাখ টাকার খেলায় রূপঙ্কর-সমিধ-পৌষালি! সুদীপ্তার হাত ধরে কার ভাগ্যে হবে লক্ষ্মীলাভ? ...

'নতুন প্রজন্মের অভিনেতারা স্বপ্ন দেখতে জানলেও পূরণ করতে জানে না'-সম্রাট মুখোপাধ্যায় ...

রহস্যের জালে জড়াবেন মনীষা-হুমা! কী হবে দুই নায়িকার শেষ পরিণতি?...

টলিউডের নতুন জুটি রোহন-সৌমিতৃষা! ছোটপর্দা না বড়পর্দায় মন জয় করবেন দর্শকের?...

‘পুণ্যার্থীরা পদপিষ্ট হলে ঈশ্বরকে গ্রেপ্তার করা হবে...’? গর্জে উঠলেন রামগোপাল, আল্লুর হয়ে আর কী সওয়াল করলেন পরিচালক?...

কেন অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন বিক্রান্ত? অবশেষে আসল কারণ নিয়ে মুখ খুললেন ‘টুয়েলফথ ফেল’ অভিনেতা...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24