রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বাণিজ্য | মাত্র ৩৪২ টাকায় মিলবে চার লক্ষ, কোন প্রকল্পে মিলছে এই সুবিধা, জেনে নিন

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৬ ডিসেম্বর ২০২৪ ১২ : ৫৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (পিএমজেজেবিওয়াই) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই) সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। যে কোনও বিপদে এই দু'টি বিমা প্রকল্প থেকে দু'লক্ষ টাকা করে পাবেন গ্রাহকেরা। নামমাত্র বাৎসরিক খরচে এই দু’টি বিমার সুবিধা পাওয়া যায়।

কেন্দ্রীয় সরকারের একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি দিন গড়ে ছোট বড় মিলিয়ে সারা দেশে ১২৭৫টিরও বেশি দুর্ঘটনা ঘটে। যার মধ্যে শতকরা প্রায় ৩৫ শতাংশ দুর্ঘটনাই গুরুতর চোট-আঘাতের দিকে পরিচালিত করে। সেই কারণেই আগাম দুর্ঘটনার কথা ভেবে সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হয়। ২০১৫ সালে এই দুই প্রকল্প শুরু করে নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের ঘোষণা মতো ১৮ থেকে ৫০ বছর বয়সি সকলেই ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’য় আসতে পারবেন। বিমাকারীকে প্রতি বছর ৩৩০ টাকা দিতে হবে। বিমাকারী কোনও বিপদে ২ লক্ষ টাকা পাবেন। ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র ক্ষেত্রে বিমাকারীকে প্রতি বছর ১২ টাকা দিতে হবে। দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকার বিমা এবং আংশিক প্রতিবন্ধকতায় এক লক্ষ টাকা পাবেন তাঁরা। দু’টি প্রকল্প মিলিয়ে বছরে দিতে হবে ৩৪২ টাকা। 

প্রসঙ্গত দু’টি প্রকল্পই প্রতি বছর পুনর্নবীকরণ করতে হবে। ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র আওতায় আসার বয়সসীমা ১৮ থেকে ৭০ বছর। আর ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’র ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৫০ বছর। স্টেট ব্যাঙ্কের যে গ্রাহকরা এই দু’টি বিমার সুবিধা নিতে চান তাঁদের সেভিংস অ্যাকাউন্ট থেকে ‘অটো ডেবিট’ পদ্ধতিতে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। বিমার সময় প্রতি বছর ১ জুন থেকে পরের বছর ৩১ মে।

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২১ কোটি ৬৭ লক্ষ নাম নথিভূক্ত হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায়। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৪৮ কোটি নাম নথিভুক্ত হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়।

 


#PMJJBY#PMSBY#Insurance



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24