শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ব্রিসবেনেও ব্যাটিং বিপর্যয়, ৪ উইকেট হারিয়ে বৃষ্টিবিঘ্নিত টেস্টে চাপে ভারত

Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ১০ : ৫৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনও ব্যাটিং ভরাডুবি। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ৪৮। প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। একমাত্র লড়াই করছেন কেএল রাহুল। ৫২ বলে ৩০ রানে অপরাজিত তিনি। সবে নেমেছেন রোহিত শর্মা। কিন্তু বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ। গাব্বায় যা পরিস্থিতি তাতে একমাত্র বৃষ্টি বাঁচাতে পারবে টিম ইন্ডিয়াকে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের‌। এখনও পর্যন্ত ১৪.১ ওভার খেলা হয়েছে। তারমধ্যে বেশিরভাগ বলই উইকেট বা অফস্ট্যাম্প বরাবর করে অজি বোলাররা। সেই ফাঁদে পা দেন বিরাট কোহলি, ঋষভ পন্থ। 

পারথে দ্বিতীয় ইনিংসে শতরান করলেও, অ্যাডিলেডে পুরো ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়েসওয়াল। ব্রিসবেনেও রান পেলেন না। প্রথম বলে চার মেরে শুরু করেন। দ্বিতীয় বলেই আউট। স্টার্কের মিডল স্ট্যাম্প বরাবর বল ফ্লিক করতে গিয়ে মার্শের হাতে ধরা পড়েন বাঁ হাতি ওপেনার। স্টার্কের ফাঁদে পা দিয়ে আউট হন শুভমন গিল (১)। দুর্দান্ত ক্যাচ দেন মার্শ। মাত্র ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আবার ব্যর্থ বিরাট কোহলি। সেই একই ধরনের আউট। অফস্ট্যাম্পের বাইরে বল রাখেন হ্যাজেলউড। স্বভাবচরিতভাবে বলে খোঁচা মারেন কোহলি। শেষ পাঁচ ইনিংসের মধ্যে অন্তত চারবার একইভাবে আউট হয়েছেন। গাব্বার গতি এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ট্রেনিং করেছিলেন বিরাট। কাজে এল না। প্রথমার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারায় ভারত। মাঝে বৃষ্টি থামায় কয়েক মিনিটের জন্য খেলা শুরু হয়। কিন্তু ফের বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। তারমধ্যেই নিজের উইকেট হারান পন্থ। ৯ রানে আউট হন। একদিকে পরপর উইকেট হারালেও মাটি কামড়ে পড়ে আছেন কেএল রাহুল। বৃষ্টির জন্য আগাম চায়ের বিরতি নেওয়া হয়। 

দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৪০৫। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি অজিরা। ৪০ রানে শেষ ৩ উইকেট হারায়। ৪৪৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শুরুতে স্টার্ককে তুলে নেন বুমরা। মোট ছয় উইকেট তুলে নেন ভারতীয় তারকা। ছন্দে থাকা অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারকে ফেরান আকাশ দীপ। ৮৮ বলে ৭০ রান করে আউট হন ক্যারি। ১১৭.১ ওভারে শেষ হয় অজিদের ইনিংস। 


India vs AustraliaBrisbane TestBorder-Gavaskar Trophy

নানান খবর

নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

সোশ্যাল মিডিয়া