রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | চিঠিতে লিখে গিয়েছিলেন গার্হস্থ্য হেনস্থার কথা, অতুল মৃত্যুতে গ্রেপ্তার স্ত্রী, শাশুড়ি, শ্যালক

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১০ : ৩৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: অতুল মৃত্যুতে তোলপাড় দেশ। গার্হস্থ্য অশান্তি, হয়রানি, মানসিক চাপের কারণে অতুল মৃত্যুর প্রতিচ্ছবি দেখা গিয়েছে অন্যত্রও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অতুল মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া,নিকিতার মা বিস এবং ভাই অনুরাগকে। মৃত্যুর কারণ হিসেবে অতুল সুভাষ নিকিতা এবং তার পরিবারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। নিকিতাকে পুলিশ গুরুগ্রাম  থেকে গ্রেপ্তার করে। নিকিতার মা এবং ভাইকে এলাহাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজরে রয়েছে নিকিতার কাকু সুশীলও। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।  এর আগেই পুলিশ তাদের  তিনদিনের মধ্যে হাজিরার কথা জানিয়েছিল।

 

অতুল সুভাষ, তাঁর মৃত্যুর পর থেকে গত কয়েকদিনে জোর চর্চা ডিভোর্স, খরপোশ, হয়রানি, মানসিকচাপ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। গত কয়েকদিনে বহু মানুষ অতুলের প্রসঙ্গ টেনে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গার্হস্থ্য হেনস্থার জেরে অতুলের মৃত্যু নিয়ে গত কয়েকদিনে তোলপাড়। মৃত্যুর আগে ২৪ পাতার একটি চিঠি লিখেছিলেন অতুল, তাতে তিনি স্পষ্টতই দায়ী করে গিয়েছেন তাঁর স্ত্রী, স্ত্রীর পরিবার এবং আদালতের বিচারককে। তিনি ৯০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন।

 

সেখানে তিনি জানিয়েছেন, স্ত্রী তাঁর বিরুদ্ধে ন'টি কেস করেছেন। ছ’টি নিম্ন আদালতে এবং তিনটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ২০২২ সালে প্রথম স্ত্রী তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে পণপ্রথা, জোর করে যৌন সম্পর্ক স্থাপন-সহ একাধিক ধারা আনা হয়েছে। এমনকী স্ত্রীর বাবার মৃত্যুর জন্যও দায়ী করেছেন তাঁকে। এর জন্য ক্ষতিপূরণও চেয়েছিলেন। পরে সেটি মিথ্যা বলে প্রমাণিত হয়। এমনকী প্রতি মাসে দু’লাখ টাকা খোরপোশের দাবি করেন স্ত্রী এবং সন্তানের জন্য। সুভাষের ভাই জানিয়েছেন, মামলা মিটিয়ে নিতে তিন কোটি ক্ষতিপূরণ চেয়েছিলেন নিকিতা এবং তাঁর পরিবারের লোকেরা। 

 

তাও লড়ে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা অতুল কর্মসূত্র বেঙ্গালুরুতে থাকতেন। অতুলের বিরুদ্ধে মামলাগুলি দায়ের করা হয়েছিল সব উত্তরপ্রদেশে। প্রায় ৪০ বার তাঁকে সেখানে হাজিরা দিতে যেতে হয়েছে। অতুল তাঁর সুইসাইড নোটে লিখেছেন, সাম্প্রতিকতম শুনানিতে বিচারক রিতা কোশিক জানতে চান মামলাটির নিষ্পত্তি হচ্ছে না কেন। উত্তরে অতুল জানান, তাঁর স্ত্রী প্রথমে এক কোটি টাকার খোরপোশ দাবি করেছিলেন এবং এখন তিন কোটির খোরপোশ চাইছেন। বিচারক বলেন, আপনার কাছে এত টাকা রয়েছে বলেই চাইছেন। এর পর অতুল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য তুলে ধরে বলেন, এই ধরনের বেশির ভাগ মামলাই মিথ্যে হয় এবং এর ফলে নিজেকে শেষ করে দেন অনেক পুরুষই। এই কথা শুনে নিকিতা বলেন, তা হলে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ না কেন। অতুল দাবি করেছেন, এই কথা শুনে হেসে দেন বিচারক।  তাঁর স্ত্রীকে কোর্টের বাইরে পাঠিয়ে বিচারক অতুলের থেকে পাঁচ লক্ষ টাকা চান মামলা নিষ্পত্তি করে দেওয়ার নাম করে। এর পরেই বিচার ব্যবস্থার উপর আস্থা উঠে যায় অতুলের।


#Atul Subhas#Death Incident#bengaluru#arrest#atulsubhashincidentupdate



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হটাৎ যদি দেখেন আপনার ফোন হ্যাক হয়েছে তাহলে কী করবেন, রইল বিস্তারিত তথ্য ...

মাত্র ২০ টাকায় বিয়ে! দেশের মধ্যে এত কম খরচে বিয়ে হয় কোথায়?...

যাতায়াত করছিলেন মানুষজন, মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার গেট, চোখের সামনে চিৎকার-হাহাকার...

নিজের ইমেইল রক্ষা করার ৪ টি উপায়, জানলেই জব্দ হবে হ্যাকার ...

বয়সকে বুড়ো আঙুল! হিন্দি গানের সঙ্গে চুটিয়ে নাচ, মঞ্চ কাঁপালেন ৮২ বছরের বৃদ্ধা ...

কম্পিউটারে কাজ করতে করতে হাত ব্যথা, রাগের মাথায় নিজের আঙুল কাটলেন যুবক ...

'৭৫বার সংবিধান পরিবর্তন, জরুরি অবস্থার দাগ মুছতে পারবে না কংগ্রেস', গান্ধী পরিবারকে তীব্র কটাক্ষ মোদির ...

সরকারি হাসপাতালে ইঁদুরের উৎপাত, প্রাণ গেল নাবালকের, বিজেপি শাসিত রাজ্যের চরম দুরবস্থা ...

'সারাদিন খাও আর ঘুমাও', দিনরাত বান্ধবীর খোঁটা, অপমানে চরম পদক্ষেপ বেকার ইঞ্জিনিয়ারের ...

পাঁচ বছরে পথ দুর্ঘটনায় প্রায় ৮ লক্ষ মৃত্যু! কোন রাজ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা? জানলে চমকে যাবেন ...

'রাম মন্দির' সবচেয়ে বেশি ২০২৪ -এ গুগল সার্চ হয়েছে! কারণ জানলে চমকে যাবেন আপনিও...

হাত ভরা মেহেন্দিতে একের পর এক নকশা, ব্যর্থ বিয়ের যন্ত্রণার কথা প্রকাশ মহিলার...

ভারতের পাসপোর্ট থাকলেই হল, এবার আরও সহজে যেতে পারবেন এই ১২৪ দেশ...

রাজধানীকে হারাতে তৈরি বন্দেভারত স্লিপার ট্রেন, কবে থেকে শুরু হবে এই ট্রেন...

বাকি জিএসটি, জোম্যাটোকে ৮০০ কোটির বেশি বকেয়া মেটানোর নির্দেশ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24