শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | আমেরিকায় বাতিল হবে ‘ডে লাইট সেভিং টাইম’? বড় ইঙ্গিত ট্রাম্পের

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কুর্সিতে বসার অপেক্ষা, তারপরই মার্কিম মুলুকে প্রচোলিত 'ডে লাইট সেভিং টাইম' বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সরকার এই বাতিলে সবরকমের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্প। তিনি মনে করেন, এই ব্যবস্থা ব্যয়বহুল ও অসিধাজনক।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া সাইট 'ট্রুথ সোশ্যাল'-এ একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "রিপাবলিকান পার্টি 'ডে লাইট সেভিং টাইম' বাতিলের জন্য সবরকমের চেষ্টা করবে। 'ডে লাইট সেভিং টাইম' আমাদের জাতির জন্য অসুবিধাজনক, এবং অত্যন্ত ব্যয়বহুল।" আগামী ২০ জানুয়ারি রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের দুটি চেম্বার - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের নিয়ন্ত্রণ নেবে৷ ট্রাম্প আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন৷  

সিনেটর মার্কো রুবিও (যাঁকে ট্রাম্প তাঁর সেক্রেটারি অফ স্টেট হিসাবে মনোনীত করেছেন) 'ডে লাইট সেভিং টাইম' বাতিলের পক্ষে জোর সওয়াল আগেই করেছিলেন। এ জন্য তিনি 'সানশাইন প্রোটেকশন অ্যাক্ট' নামে একটি বিল-ও উত্থাপন করেছিলেন। ২০২২ সালের মার্চে রুবিও বলেছিলেন যে, "আমরা এগিয়ে থাকতে রাজি, কিন্তু কখনই পিছিয়ে পড়া উচিত নয়। আমার সানশাইন প্রোটেকশন অ্যাক্ট আমাদের ঘড়িগুলিকে সামনে পিছনে পরিবর্তন করার এই বোকা অভ্যাসের অবসান ঘটাবে। যদি হাউস আমার উত্থাপিত বিলটি পাস করে এবং রাষ্ট্রপতি জো বিডেন স্বাক্ষর করেন, তবে সানশাইন সুরক্ষা আইনটি শুধু সেই রাজ্যগুলিতেই কার্যকর হবে যারা বর্তমানে ডিএসটি-তে অংশগ্রহণ করে।" 

কীভাবে কাজ করে 'ডে লাইট সেভিং টাইম'?

শুনতে অদ্ভুত লাগলেও শত বছরের পুরোনো রীতি 'ডে লাইট সেভিং টাইম'। গ্রীষ্মকালে এক ঘণ্টা এগিয়ে নেয়া হয় ঘড়ির কাঁটা। সূর্যের আলো থাকতেই শেষ হয় অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। ফলে চাপ কমে বিদ্যুতের ওপর। পাশাপাশি, পরিবারকে সময় দেয়ার সুযোগও পান কর্মজীবীরা। যা উপভোগ করেন বহু মার্কিন নাগরিক। বলেন, ঘুম একটু কম হলেও অনেক সময় বেঁচে যায়। অফিস শেষ করে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো যায়। একটু ঘুরতে যাওয়া যায়। বেশ ভালো লাগে।

১৭৮৪ সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম এই ধারনা দিয়েছিলেন। সাধারণ সময়ের তুলনায় এক ঘণ্টা আগে সবাইকে ঘুম থেকে ওঠার পরামর্শ দেন তিনি। তবে সরাসরি 'ডে লাইট সেভিং টাইম' এর ধারনা দেন ব্রিটিশ বিল্ডার উইলিয়াম উইলেট। ‘দ্য ওয়েস্ট অব ডে লাইট’ শিরোনামে একটি বই প্রকাশ করেন তিনি।

এরপর ব্রিটিশ পার্লামেন্টে এ সংক্রান্ত বিল উত্থাপিত হলেও তা পাস হয়নি। ১৯ শতকে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদ্ধতির প্রচলন শুরু হয় জার্মানিতে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ইউরোপসহ অনেক দেশে।

শুরুর দিকে সময়ের এই পরিবর্তন নিয়ে বেশ ঝামেলাতেই পড়তে হতো মার্কিন বাসিন্দাদের। জানা যায়, ভার্জিনিয়ার মাউন্ডসভিল থেকে ওহাইও’র স্টিউবেনভিল পর্যন্ত মাত্র ৩৫ মাইলের বাসযাত্রায় একজন যাত্রীকে তার ঘড়ির কাঁটা পরিবর্তন করতে হতো ৭ বার। পরে ষাটের দশকে কংগ্রেসে পাস হয় ‘ইউনিফর্ম টাইম অ্যাক্ট’। যার আওতায় একটি রাজ্যের সবগুলো শহর একই সময় ব্যবস্থা মানতে বাধ্য।

এ প্রসঙ্গে একজন বলেন, একটা শহরে যদি ‘ডে লাইট সেভিং টাইম’ চলে, তাহলে তাদের জীবন-যাপনও সেই সময় অনুযায়ী হয়। পাশের শহর যদি সেই সময় না মানে, তাহলে আবার কনফিউশন তৈরি হয়।

প্রতি বছর আমেরিকার অধিকাংশ এলাকায় দু'দফা বদলানো হয় ঘড়ির কাঁটা। দিনের আলোকে কাজে লাগাতে গ্রীষ্মকালে এক ঘণ্টা এগিয়ে আনা হয় সময়> অন্যদিকে শীতকালে ফিরে যাওয়া হয় আগের সময়ে। প্রায় একশ বছর ধরে বিশ্বের অন্তত ৭০টি দেশে চালু রয়েছে এই ব্যবস্থা।

 


#America#USA#DaylightSavingTime#DaylightSavingTimeInAmerica



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দঃ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত ইউন-সুক-ইওল ...

সংস্থার বিরুদ্ধে মুখ খুলেই কি দিতে হল প্রাণ! ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষজ্ঞের মৃত্যুতে রহস্য...

তিন মাস বয়সে অপহৃত, অনাথ যুবক জানতে পারলেন তিনি কোটিপতির সন্তান! কী করলেন সেই অগাধ সম্পত্তির...

বিপর্যয় নামবে বিশ্বজুড়ে, নতুন বছর নিয়ে কী বললেন আধুনিক নস্ট্রাদামুস ...

যেন খাবার চেয়ে কেঁদে বেড়াচ্ছে শিশু, তাকিয়ে যা দেখলেন দর্শকরা, তুমুল হইচই ডিজনিল্যান্ডে...

প্রাচ্যের যুদ্ধ ধ্বংস করবে পশ্চিমকে, আগামী বছরেই তৃতীয় বিশ্বযুদ্ধ! বাবা ভাঙ্গার বিপদের বাণী ভয় ধরাচ্ছে...

বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক একটি পরিবারই! সম্পত্তির পরিমাণ শুনলে যাবেন চমকে, জানেন তাঁদের পরিচয়?...

পরনে স্কার্ট, স্পেনের ঐতিহ্যবাহী গির্জায় ঢুকে বাধা মহিলাকে, তুঙ্গে পোশাকবিধি বিতর্ক...

সুন্দরী তরুণীদের প্লেজার ব্রিগেড, ৯০ কামরার ব্যক্তিগত ট্রেন, কিম জং উনের জীবনযাত্রা শুনলে চমকে যাবেন...

চলন্ত ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে সেলফি, গাছের ঝাক্কায় পড়লেন নীচে! হইহই কাণ্ড ...

বাংলাদেশে নিউজ কভার করতে গেলেই মৃত্যুভয়? কী বলছে রিপোর্ট? সামনে এল বিস্ফোরক তথ্য...

মাইকে তারস্বরে হিন্দি গান, সঙ্গে দেদার নাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদে চমক...

খেতে বসে ভেসে উঠবে হাঙরের মুখ, যেতে হবে হেলিকপ্টারে করে, রইল বিশ্বের বিপদজনক হোটেলের সন্ধান...

ব্রণ ভেবে পাত্তাই দেননি তরুণী, বছর পেরোতেই জীবন বিপন্ন! ...

৭৫ জন ভারতীয়কে নিরাপদে বার করা হয়েছে সিরিয়া থেকে, লেবানন হয়ে ফেরানো হবে দেশে...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24