বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ৩ প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ দিল্লি সরকার! ভোটের আগে বড় স্বীকারোক্তি কেজরির

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ভোটের আবহ। চলতি মাসের শেষের দিকেই হয়তো দিল্লি বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। তার আগেই বড় স্বীকারোক্তি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনার মঞ্চে কেজরিওয়াল ঘোষণা করেন, ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির তিনটি পূরণে ব্যর্থ হয়েছে আপ সরকার। 
বিজেপি অবশ্য কেজরির স্বীকারোক্তিকে ভোটে কৌশল বলে দাবি করেছে।

কোন কোন প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ আপ সরকার?

প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, যমুনা নদী সাফাই। দিল্লির প্রতিটি পরিবারের জন্য শুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা এবং দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মানের গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। 

কেন ব্যর্থতা?

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোভিড মহামারি ও মোদি সরকারের প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপকে দায়ী করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, "প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রাথমিক কারণ দু'টি। ২০২০ সালের বিধানসভা ভোট হয়। ফের ক্ষমতায় আসে আপ সরকার। ভোটের পর প্রথম আড়াই থেকে তিন বছর কোভিড মহামারির ধকল সামলাতে গিয়েছে। পরে দিল্লি সরকারে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। যার কবল থেকে আমিও বাদ পড়িনি।" 

কেজরির দাবি, এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় তহবিল রয়েছে। উল্লেখ্য ২০২০ সালে তাঁকে পুনরায় দিল্লির কুর্সিতে নির্বাচিত করার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে বলেছিলেন, "আমাকে আরও একটি সুযোগ দিন। আমি আগামী পাঁচ বছরে সব প্রতিশ্রুতি পূরণ করব।"

আপ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেজরি ওই মঞ্চেই বলেছেন, "গত ৭৫ বছরে, কেউ কল্পনাও করতে পারেনি যে দরিদ্র বাচ্চারা ভাল মানের শিক্ষা বা সবাই বালো স্বাস্থ্যসেবা পেতে পারেন। দিল্লিবাসী প্রত্যেকের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ দেশজুড়ে আশা তৈরি করেছে।"

বিজেপির কটাক্ষ-

তবে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ২০১৫ ও ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির নানা অংশ শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যেখানে কেজরিওয়ালকে যমুনা নদী পরিষ্কারের জন্য আরও সময় চাওয়া হয়েছে। মালব্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "কেজরিওয়াল দাবি করেছেন যে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি কারণ তিন বছর কোভিডে নষ্ট হয়ে গিয়েছে এবং দু'টি বছর আইনি মামলায় নষ্ট হয়েছে। কিন্তু অতিমারী চলাকালীন, তিনি তাঁর প্রাসাদোপম বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, বিজেপি একই সময়ে নতুন সংসদ ভবন এবং কার্তব্য পথের কাজ শেষ করেছে। দিল্লির দায়িত্বে থাকা জলসম্পদ মন্ত্রীকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তাহলে কেন দিল্লির বাসিন্দাদের কাছে বিশুদ্ধ জল সরবরাহ করা হল না?"

মালভিয়া অভিযোগ করেছেন যে কেজরিওয়ালের প্রশাসন শাসনের পরিবর্তে ব্যক্তিগত বিলাসিতা এবং অবৈধ কার্যকলাপের দিকে বেশি মনোনিবেশ করেছে গত পাঁচ বছরে। তিনি বলেছেন, "গত পাঁচ বছরে, অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র নিজের জন্য একটি বিলাবহুল  বাড়ি তৈরি করেছেন এবং দিল্লিতে অবৈধভাবে মদ বিতরণ করেছেন। যার জন্য তিনি এবং তাঁর মন্ত্রীরা জেলে গিয়েছেন। মদের জেরে অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, দিল্লি নরকে পরিণত হয়েছে। তবুও কেজরিওয়াল বলেছেন, আমাকে আর একটা সুযোগ দিন। আর আমরা এসব সহ্য করব না। দিল্লিতে বদল প্রয়োজন।" 


#ArvindKejriwal#Delhi#AamAadmiParty



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যৌথ বাহিনীর সঙ্গে টানা রক্তক্ষয়ী গুলির লড়াই, বিজাপুরের জঙ্গলে খতম ১২ মাওবাদী...

ছেলে অভয় বাড়ি ফিরুক, কাতর আর্জি মহাকুম্ভে নজরকাড়া আইআইটি বাবার পরিবারের...

‘এক কোটি নগদ চাই’, সইফের বাড়িতে ঢুকে দুষ্কৃতির হুমকি, তারপরে কী হল? পরিচারিকার কথায় বিস্ফোরক তথ্য ...

সইফের চার তলার রাজপ্রাসাদে কী নেই! দুষ্কৃতি তাণ্ডবের মধ্যে জেনে নিন নবাব-পুত্রের রাজমহলের খুঁটিনাটি...

ব্যাঙ্ক কর্মীদের মাথায় বাজ, হঠাৎ চাকরি হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ ...

মাত্রাছাড়া দূষণ দিল্লিতে, একগুচ্ছ গাড়ি নিষিদ্ধ রাজধানীতে, তালিকা দেখে নিন এখনই ...

নদীতে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল শহর

ভুল করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, টের পেতেই কী করলেন কৃষক?...

মোদির সামনে মাথা হেঁট হল জুকারবার্গের, বলা কথা গিলে ক্ষমা চাইলেন ফেসবুক প্রধান ...

১ টাকার নোট থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা, কীভাবে জেনে নিন...

মনোবিদের বিরুদ্ধে কাউন্সেলিং করার অছিলায় ধর্ষণের অভিযোগ!...

'পুষ্পা ২'র গানে চুটিয়ে নাচ বৃদ্ধ দম্পতির, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা...

তিন মিনিটের জন্য মৃত্যু, জেগে উঠতেই যে কাহিনি শোনালেন তাতে ভিরমি খেতে হবে!...

আর রেখে-ঢেকে নয়, 'ইন্ডিয়া' জোট নিয়ে এবার সবচেয়ে বড় সত্যিটা খোলসা করে ফেললেন শরদ পাওয়ার ...

উধাও শীত, আসছে বৃষ্টি, কোন রাজ্যগুলিতে সতর্ক করল হাওয়া অফিস জেনে নিন এখনই...



সোশ্যাল মিডিয়া



12 24