রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ৩ প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ দিল্লি সরকার! ভোটের আগে বড় স্বীকারোক্তি কেজরির

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ভোটের আবহ। চলতি মাসের শেষের দিকেই হয়তো দিল্লি বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। তার আগেই বড় স্বীকারোক্তি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনার মঞ্চে কেজরিওয়াল ঘোষণা করেন, ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির তিনটি পূরণে ব্যর্থ হয়েছে আপ সরকার। 
বিজেপি অবশ্য কেজরির স্বীকারোক্তিকে ভোটে কৌশল বলে দাবি করেছে।

কোন কোন প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ আপ সরকার?

প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, যমুনা নদী সাফাই। দিল্লির প্রতিটি পরিবারের জন্য শুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা এবং দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মানের গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। 

কেন ব্যর্থতা?

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোভিড মহামারি ও মোদি সরকারের প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপকে দায়ী করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, "প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রাথমিক কারণ দু'টি। ২০২০ সালের বিধানসভা ভোট হয়। ফের ক্ষমতায় আসে আপ সরকার। ভোটের পর প্রথম আড়াই থেকে তিন বছর কোভিড মহামারির ধকল সামলাতে গিয়েছে। পরে দিল্লি সরকারে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। যার কবল থেকে আমিও বাদ পড়িনি।" 

কেজরির দাবি, এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় তহবিল রয়েছে। উল্লেখ্য ২০২০ সালে তাঁকে পুনরায় দিল্লির কুর্সিতে নির্বাচিত করার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে বলেছিলেন, "আমাকে আরও একটি সুযোগ দিন। আমি আগামী পাঁচ বছরে সব প্রতিশ্রুতি পূরণ করব।"

আপ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেজরি ওই মঞ্চেই বলেছেন, "গত ৭৫ বছরে, কেউ কল্পনাও করতে পারেনি যে দরিদ্র বাচ্চারা ভাল মানের শিক্ষা বা সবাই বালো স্বাস্থ্যসেবা পেতে পারেন। দিল্লিবাসী প্রত্যেকের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ দেশজুড়ে আশা তৈরি করেছে।"

বিজেপির কটাক্ষ-

তবে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ২০১৫ ও ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির নানা অংশ শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যেখানে কেজরিওয়ালকে যমুনা নদী পরিষ্কারের জন্য আরও সময় চাওয়া হয়েছে। মালব্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "কেজরিওয়াল দাবি করেছেন যে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি কারণ তিন বছর কোভিডে নষ্ট হয়ে গিয়েছে এবং দু'টি বছর আইনি মামলায় নষ্ট হয়েছে। কিন্তু অতিমারী চলাকালীন, তিনি তাঁর প্রাসাদোপম বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, বিজেপি একই সময়ে নতুন সংসদ ভবন এবং কার্তব্য পথের কাজ শেষ করেছে। দিল্লির দায়িত্বে থাকা জলসম্পদ মন্ত্রীকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তাহলে কেন দিল্লির বাসিন্দাদের কাছে বিশুদ্ধ জল সরবরাহ করা হল না?"

মালভিয়া অভিযোগ করেছেন যে কেজরিওয়ালের প্রশাসন শাসনের পরিবর্তে ব্যক্তিগত বিলাসিতা এবং অবৈধ কার্যকলাপের দিকে বেশি মনোনিবেশ করেছে গত পাঁচ বছরে। তিনি বলেছেন, "গত পাঁচ বছরে, অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র নিজের জন্য একটি বিলাবহুল  বাড়ি তৈরি করেছেন এবং দিল্লিতে অবৈধভাবে মদ বিতরণ করেছেন। যার জন্য তিনি এবং তাঁর মন্ত্রীরা জেলে গিয়েছেন। মদের জেরে অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, দিল্লি নরকে পরিণত হয়েছে। তবুও কেজরিওয়াল বলেছেন, আমাকে আর একটা সুযোগ দিন। আর আমরা এসব সহ্য করব না। দিল্লিতে বদল প্রয়োজন।" 


ArvindKejriwalDelhiAamAadmiParty

নানান খবর

নানান খবর

মাঝহাইওয়েতে আজব কাণ্ড ঘটালেন মহিলা, রইল ভিডিও 

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া