বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Fake Test papers seized in Murshidabad

রাজ্য | নকল পরীক্ষার্থী, পরীক্ষায় টুকলি নয়, এবার মুর্শিদবাদে উদ্ধার জাল টেস্টপেপার

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি রাজ্যের একাধিক পরীক্ষায় নকল করা এবং প্রশ্নপত্রের উত্তর ফাঁস হওয়ার অভিযোগকে কেন্দ্র করে বহু বিতর্ক তৈরি হয়েছে। এবার চাঞ্চল্য ছড়াল নকল টেস্টপেপার উদ্ধারকে ঘিরে। মুর্শিদাবাদের সালার থানার পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে  এলাকারই একটি সংস্থার অফিসে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু নকল মাধ্যমিকের টেস্টপেপার। ইতিমধ্যেই টেস্টপেপারগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বইটির মূল প্রকাশনা সংস্থার তরফ থেকে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি বলে জানা গিয়েছে। 

বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষকদের একটি সংগঠনের তৈরি টেস্টপেপার মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কয়েক দশক ধরে বিপুল জনপ্রিয়।  সম্প্রতি সালার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, শিক্ষক সংগঠনের সেই টেস্ট পেপার নকল করে কলকাতা থেকে সালারে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এর পরেই পুলিশ ওই ট্রান্সপোর্ট কোম্পানির অফিসে হানা দেয় এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নকল টেস্টপেপার। 

পুলিশ সূত্রে খবর, শিক্ষক সংগঠনের ওই টেস্ট পেপার কলকাতার একটি নির্দিষ্ট প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়। অভিযোগ, সেই টেস্টপেপার প্রকাশিত হওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী তা জাল করে বিক্রি করছেন। 

এবিটিএ-র মুর্শিদাবাদ জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি বলেন, "৩ ডিসেম্বর আমাদের সংগঠনের টেস্টপেপার প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পাচ্ছি ইতিমধ্যেই আমাদের প্রকাশিত বই নিঃশেষ হয়ে গিয়েছে।" তিনি বলেন, "এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি আমাদের সংগঠনের প্রকাশিত বইয়ের সামনের পাতাটি এক রেখে অন্যত্র জাল বই ছাপাচ্ছেন।  জাল বইগুলোর ভিতরে ছাত্রছাত্রীদের সমাধান করার জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সঙ্গে আমাদের প্রশ্নপত্রের মিল আছে কি না জানা নেই। আমাদের সংগঠনের প্রকাশিত বইয়ের কাগজের গুণমান এবং জাল বইয়ের কাগজের গুণমানের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে।"

গৌতমবাবু আরও বলেন, "আমাদের টেস্টপেপারের দাম এই বছর ১৭৫ টাকা রাখা হয়েছে। কিন্তু আমরা খবর পাচ্ছি চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা জাল বই বেশি দামে বিক্রি করছেন। গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে।"


#testpaper#ABTA#Murshidabad#Madhyamik



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...



সোশ্যাল মিডিয়া



12 24