রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারতীয় সংস্থাগুলোর জন্য বড় চাপ! কী এমন করল সুইৎজারল্যান্ড?

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ১২ : ৪৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ভারতকে দেওয়া 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা কেড়ে নিল সুইৎজারল্যান্ড। ফলে চাপ বেড়ে গেল ভারতীয় সংস্থাগুলোর । ১লা জানুয়ারি থেকে চড়া হারে কর দিয়ে ব্যবসা করতে হবে ভারতের সংস্থাগুলোকে। যার দরুন ইউরোপে ভারতীয় সংস্থাগুলোর বিনিয়োগ প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেসলে সম্পর্কিত একটি মামলায় ২০২৩ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, আয়কর আইনের বিজ্ঞাপিত না হলে ডাবল ট্যাক্স এভয়েডেন্স এগ্রিমেন্ট কার্যকর হবে না। এরপরই গত শুক্রবার কড়া পদক্ষেপ করল সুইৎজারল্যান্ড। প্রত্যাহার করা হল ভারতকে দেওয়া 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা। এর দরুন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে লভ্যাংশের উপর ১০ শতাংশ কর আরোপ করবে সুইৎজারল্যান্ড। এছাড়াও সুইস উইথহোল্ডিং ট্যাক্সের ফেরত এবং সুইস ট্যাক্স নাগরিক যারা বিদেশী ট্যাক্স ক্রেডিট দাবি করে। 

এছাড়াও সুইৎজারল্য়ান্ডের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্ট আয়ের উপর করের ক্ষেত্রে দ্বিগুণ কর এড়ানোর জন্য সুইৎজারল্যান্ড এবং ভারতের মধ্যে চুক্তির প্রোটোকলের 'মোস্ট ফেভারড নেশন'-এক তকমা স্থগিত রাখল। 

'মোস্ট ফেভারড নেশন' কেন দেওয়া হয়? 

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রাষ্ট্রসংঘের একটি সংস্থা। এর সদস্য হিসাবে ১৬৪টি দেশ রয়েছে এবং এর অধীনে থাকা সমস্ত দেশ একে অপরকে 'মোস্ট ফেভারড নেশন' হিসাবে বিবেচনা করে। এই মর্যাদা পাওয়ার পর সব দেশ একে অপরের সঙ্গে কোনও বৈষম্য ছাড়াই সহজে ব্যবসা করতে পারবে। 


#Switzerland#MostFavouredNation#SwitzerlandCancelsMostFavouredNationStatusToIndia



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24