রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ক্লাস ১০ পাশ করলেই এবার মহিলাদের চাকরি, বিশেষ যোজনা আনল LIC

RD | ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: গত ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানার পানিপথে 'বিমা সখী' যোজনার উদ্বোধন করেছিলেন। এই কর্মসূচির উদ্দেশ্য হল নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এছাড়াও রয়েছে গ্রামীণ ভারতে এলাইসি-র ব্যবসা বৃদ্ধির উদ্য়োগ।

'বিমা সখী' প্রকল্পের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে এক লক্ষ গ্রামীণ মহিলাকে তালিকাভুক্ত করবে এলআইসি। অংশগ্রহণকারী সমস্ত মহিলা ৩ বছরের প্রশিক্ষণ সময়কালে মোট ২ লক্ষ টাকার কিছু বেশি পাবেন। এই সময়সীমার প্রথম বছরে মহিলাদের ৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৬ হাজার এবং তৃতীয় বছরে মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

যে সমস্ত মহিলারা ক্লাস টেন পাশ করেছেন তাঁরা এলআইসি-র 'বীমা সখী' প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এঁরাই হবেন বিমা সংস্থার এজেন্ট 'বিমা সখী'। এদের নিখরচায় প্রশিক্ষণ দেবে এলআইসি। ১৮ থেকে ৭০ বছর বয়সী প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। 'বিমা সখী'দের মধ্যে যাঁদের স্নাতক ডিগ্রি রয়েছে তাঁরা আগামী দিনে এলআইসির 'ডেভেলপমেন্ট অফিসার'র পদ পাওয়ার যোগ্য হবেন। এই প্রকল্পে মহিলাদের নাম নথিভুক্তির জন্য অনলাইন আবেদনের সুযোগ রয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি নিজেদের দায়বদ্ধতার কথা জানিয়েছে, উল্লেখ-  গ্রামীণ মহিলা এজেন্টরা নিজেদের ইচ্ছামতো সময়ে বিমা বিক্রি করতে পারবেন। সরকারি বা বেসরকারি চাকরির মতো নির্দিষ্ট সময়সীমায় মধ্যে তাঁদের কাজ সারতে হবে না।

'বিমা সখী' প্রকল্পে যোগ্যতার মানদণ্ড

- 'বীমা সখী' যোজনা শুধুমাত্র মহিলাদের জন্য।

- এই প্রকল্পের জন্য, মহিলাদের দশম শ্রেণি পাশ সার্টিফিকেট থাকা অপরিহার্য।

- এই প্রকল্পে অংশগ্রহণের জন্য মহিলাদের অবশ্যই ১৮ থেকে ৭০ বছরের মধ্যে বয়স হতে হবে।

- তিন বছরের প্রশিক্ষণের পরে মহিলারা বিমা এজেন্ট হিসাবে কাজ করার যোগ্য বলে বিবেচিত হবে। তবে সংস্থার স্থায়ী কর্মচারী বলে বিবেচিত হবেন না। ফলে স্থায়ী কর্মচারীদের কোনও সুযোগ সুবিধাই পাবেন না

 

 


#LIC#LICBimaSakhiYojana#BimaSakhiYojana



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24