
বুধবার ২১ মে ২০২৫
সংবাদ সংস্থা, মুম্বই: শুক্রবার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুষ্পা ২-র প্রিমিয়ারে এসে ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার প্রেক্ষিতে এদিন তেলুগু অভিনেতার বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে নিয়ে আসা হয় হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায়।
ঠিক কী হয়েছিল সেদিন? গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল ভিড় হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ ছবির নায়ক আল্লু। তারকাকে দেখার আগ্রহে দর্শক থেকে অনুরাগী সকলে হুড়োহুড়ি কাণ্ড বাঁধিয়ে দেয়। ৩৯ বছর বয়সি রেবতী তাঁর ছেলেকে নিয়েও প্রিমিয়ারে এসেছিলেন। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে। ঘটনাটিতে গুরুতর জখম হন আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার।
এরপরই সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আল্লু এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন 'পুষ্পা'কে গ্রেফতার করা হয়েছে।
যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, 'ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছি। স্থিতাবস্থায় ফিরতে সময় লাগছে। বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’ কিন্তু শেষরক্ষা হল না, বিএনএস ধারা ১০৫ ও ১১৪-এ মামলা করা হয় আল্লুর বিরুদ্ধে। শুক্রবার হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!
খুনের অভিযোগ! থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরেই গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া
মারাঠি ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়! ইন্দোরে কোন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী?
শাকিবের 'তাণ্ডব'-এ সাক্ষী থাকবেন জয়া আহসান! প্রথম ঝলকেই কোন ভয়াবহ ইঙ্গিত দিলেন ওপার বাংলার সুপারস্টার?
‘আপনি কি গাঁজা খান? সিজারের মাধ্যমে শিশুর জন্ম মানেই…’ সুনীল শেট্টির কোন ‘প্রসব’ উক্তিতে রেগে আগুন নেটপাড়া?
‘ওয়ার ২’ ছাড়াও স্পাই ইউনিভার্সের কোন কোন ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে? আদিত্য চোপড়ার গোপন মাস্টারপ্ল্যান ফাঁস!