বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ৫৯ দিনে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার ঘটনায় মৃত নাবালিকার পরিবার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র ৫৯ দিনের মাথায় নারকীয় এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা।
প্রায় তিন ঘন্টা পর এলাকারই প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ। উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে খুন ,তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। তার নামেও একই ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ফারাক্কা থানার অফিসাররা ২১ দিন অক্লান্ত পরিশ্রম করে চার্জশিট জমা দেন।
তার ভিত্তিতে মোট ৩১ জন সাক্ষীর বয়ানে নির্ভর করে ৫৯ দিনের মধ্যেই ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন, ‘ঘটনার দিন ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ ওই নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ এবং অত্যাচার করে।
তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ফারাক্কার কোনও জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি ফেলে দেওয়ার। এই মামলায় প্রথমবার রাজ্যে ড্রোন ম্যাপিং পদ্ধতি ব্যবহার হয়েছে। শুভজিতের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ নেই। বাকি সমস্ত অভিযোগ দু'জনের ক্ষেত্রেই এক। আসামিদের যে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড’। অন্যদিকে, দীনবন্ধুর হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লা বলেন, ‘শুক্রবার সাজা ঘোষণা। আদালতের রায় জানার পর আমরা পরবর্তী পদক্ষপ করব’। প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
#Local News#WB News#Jangipur District Police
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...
আচমকাই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, আসামি ছিনতাইয়ের জন্য পুলিশের উপর দুঃসাহসিক হামলা ...
শীতকালেই কি জঙ্গল লাগোয়া এলাকায় বাঘের উপদ্রব বাড়ে? বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন? ...
উদীয়মান নৃত্যশিল্পীর রহস্যমৃত্যু, তুমুল চাঞ্চল্য বনগাঁয়, আটক দুই ...
চুনোপুটি থেকে রাঘব বোয়াল, সব রকমের মাছ নিয়ে জমজমাট মাছের মেলা ...
ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...
জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...
পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...
পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...
'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...
শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...
চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...
অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...
রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...
পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ! সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...