রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

How can someone get 1 crore from PPF

বাণিজ্য | পিপিএফে এক কোটি টাকা জমাতে চান, মেনে চলুন এই ফর্মুলা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ৩২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে একটি প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। ভবিষ্যতের কথা ভেবে চাকরিজীবীদের কাছে লগ্নির অন্যতম পছন্দের স্বল্প সঞ্চয় প্রকল্প হল পিপিএফ। এই প্রকল্পে টাকা রাখলে এক দিকে যেমন মাঝারি মাত্রায় সুদ পাওয়া যায়, তেমনই মেলে আয়কর ছাড়ের সুযোগ। মেয়াদ শেষে যে অর্থ এবং সুদ পাওয়া যায় তার উপরে লগ্নিকারীদের কোনও কর দিতে হয় না। এই প্রকল্পের মেয়াদ ১৫ বছর। ১৫ বছরের মেয়াদ শেষে আরও ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এই প্রকল্প। তার পর আরও ৫ বছর। এই প্রকল্পের অধীনে বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত বিনিয়োগ করা যেতে পারে। 

বর্তমানে এই প্রকল্পে কেন্দ্র ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করছে। ২০১৮ সালে এই প্রকল্পে সুদের হার বৃদ্ধি করে ৮ শতাংশ করা হয়েছিল। তার পর থেকে প্রতি বছর ক্রমাগত কমেছে সুদের হার।  পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের পরিমাণ প্রতি মাসে হিসাব করা হয়। তবে বার্ষিক ভিত্তিতে পিপিএফের সুদ চক্রবৃদ্ধিহারে গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হয়। 

এই প্রকল্পে যদি কোনও বিনিয়োগকারী এক কোটি টাকা পেতে চান তা হলে অবশ্যই প্রতি বছর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা করে জমাতে হবে। মেয়াদ শেষে এক কোটি পেতে হলে কী করণীয়?

ধরে নিন, কোনও বিনিয়োগকারী প্রতি বছর দেড় লক্ষ টাকা করে টানা ১৫ বছর পিপিএফে জমালেন। সে ক্ষেত্রে মেয়াদ শেষে তাঁর জমানো টাকার পরিমান দাঁড়াবে সাড়ে ২২ লক্ষ টাকা। চক্রবৃদ্ধিহারে সুদের হার ৭.১ শতাংশ। সে ক্ষেত্রে বিনিয়োগকারী তাঁর জমানো টাকার উপর ১৮,১৮,২০৯ টাকা সুদ পাবেন। অর্থাৎ ১৫ বছর পর বিনিয়োগকারী মোট ৪০,৬৮,২০৯ টাকা। বিনিয়োগকারী যদি আরও ১০ বছর একই হারে টাকা জমাতে থাকেন সেক্ষেত্রে ২৫ বছর পর পিপিএফ ফান্ডে জমানো টাকার পরিমাণ দাঁড়াবে ৩৭,৫০,০০০ টাকা। ধরে নেওয়া যাক, সুদের হার অপরিবর্তিত অর্থাৎ ৭.১ শতাংশই রয়েছে। তাহলে সুদের পরিমাণ দাঁড়াবে ৬৫,৫৮,০১৫ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে  বিনিয়োগকারীর মোট প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৬ লক্ষ ৮ হাজার ১৫ টাকা। পুরো টাকাটাই হবে করমুক্ত।

 


#PPF#publicprovidentfund



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24