রবিবার ১২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ ডিসেম্বর ২০২৪ ১০ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দেশী বোমা তৈরি করতে গিয়ে মৃত্যু হল তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর-খয়েরতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তিদের নাম সাকিরুল ইসলাম (২৮), মামুন শেখ (২৫) এবং মুস্তাকিন শেখ (২৬)। মৃত সাকিরুল এবং মামুনের বাড়ি খয়েরতলা এলাকায়। মুস্তাফিনের বাড়ির লালকূপ কলোনি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে লাদেন শেখ নামে এক ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাকি আহতদের এখনও খোঁজ মেলেনি। বিস্ফোরণ স্থল থেকে বারুদ, সুতলি এবং অন্য কিছু বোমা তৈরির উপকরণ উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধনীরামপুর খয়েরতলা এলাকায় সাকিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের নতুন একটি বাড়ি তৈরি করেছিলেন। গতকালকে সেই বাড়িতে বসেই সাকিরুল আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে বোমা তৈরি করছিলেন। মাঝরাতের পর হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন একাধিক ব্যক্তি। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। বোমা বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে সাকিরুলের নির্মীয়মাণ বাড়ির বেশ কিছুটা অংশ।
স্থানীয় এক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, মৃত সাকিরুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিলের কারবার করতেন। সাকিরুল এই কাশির সিরাপ আরও কয়েকজনের সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশে পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি এই ব্যবসাকে কেন্দ্র করে সাকিরুলের সঙ্গে স্থানীয় আরও কয়েকজনের বিবাদ শুরু হয়েছে। অভিযোগ সেই গোষ্ঠীর লোকেদেরকে 'শায়েস্তা' করার জন্য নিজের নির্মীয়মাণ বাড়িতে বসে বোমা তৈরি করছিলেন সাকিরুল।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিন ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস মামলা সহ আরও বহু অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি বিভিন্ন মামলায় জামিন পেয়ে ওই তিন ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। পুলিশের অনুমান, এলাকা দখলে রাখার জন্য ওই ব্যক্তিরা বোমা তৈরি করছিলেন।
#murshidabad#crimenews#bombblast
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...
হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...
নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...
১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...
ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...
প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...
টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...
অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...
হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...
'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...
এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...
দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...
ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...
তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...
অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...