মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল তিনজনের

Pallabi Ghosh | ০৯ ডিসেম্বর ২০২৪ ১০ : ২৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দেশী বোমা তৈরি করতে গিয়ে মৃত্যু হল তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর-খয়েরতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তিদের নাম সাকিরুল ইসলাম (২৮), মামুন শেখ (২৫) এবং মুস্তাকিন শেখ (২৬)। মৃত সাকিরুল এবং মামুনের বাড়ি খয়েরতলা এলাকায়। মুস্তাফিনের বাড়ির লালকূপ কলোনি এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে লাদেন শেখ নামে এক ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাকি আহতদের এখনও খোঁজ মেলেনি। বিস্ফোরণ স্থল থেকে বারুদ, সুতলি এবং অন্য কিছু বোমা তৈরির উপকরণ উদ্ধার হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধনীরামপুর খয়েরতলা এলাকায় সাকিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের নতুন একটি বাড়ি তৈরি করেছিলেন। গতকালকে সেই বাড়িতে বসেই সাকিরুল আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে বোমা তৈরি করছিলেন। মাঝরাতের পর হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন একাধিক ব্যক্তি। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। বোমা বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে সাকিরুলের নির্মীয়মাণ বাড়ির বেশ কিছুটা অংশ। 

স্থানীয় এক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, মৃত সাকিরুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে ফেনসিডিলের কারবার করতেন। সাকিরুল এই কাশির সিরাপ আরও কয়েকজনের সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশে পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি এই ব্যবসাকে কেন্দ্র করে সাকিরুলের সঙ্গে স্থানীয় আরও কয়েকজনের বিবাদ শুরু হয়েছে। অভিযোগ সেই গোষ্ঠীর লোকেদেরকে 'শায়েস্তা' করার জন্য নিজের নির্মীয়মাণ বাড়িতে বসে বোমা তৈরি করছিলেন সাকিরুল।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিন ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস মামলা সহ আরও বহু অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি বিভিন্ন মামলায় জামিন পেয়ে ওই তিন ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। পুলিশের অনুমান, এলাকা দখলে রাখার জন্য ওই ব্যক্তিরা বোমা তৈরি করছিলেন।


murshidabadcrimenewsbombblast

নানান খবর

নানান খবর

চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া