শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ক্রিসমাসের আগে শহরে বিশেষ আকর্ষণ, জমজমাট শিশুদের বড়দিনের বাজার

Kaushik Roy | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪৯Kaushik Roy


তীর্থঙ্কর দাস

ক্রিসমাসের আগে কলকাতার বিশেষ আকর্ষণ বড়দিনের বাজার। শহরবাসীরা অনেকই বড়দিনের আগে কেনাকাটা করেন ধর্মতলা চত্বর থেকে। তবে গত কয়েক বছর ধরে বিশেষ বড়দিনের বাজার আয়োজিত হয় বড়দিনের আগে। এবার পঞ্চম বছরে পা দিল শিশুদের বড়দিনের বাজার। বিগত পাঁচ বছর ধরে পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা মিত্রবিন্দা ঘোষ।

 

 

 

প্রতিবছর বড়দিনের প্রাক্কালে সাদার্ন এভিনিউয়ে অনুষ্ঠিত হয় বড়দিনের এই বিশেষ বাজার। ফুটপাতের শিশুরাই এই বাজারের আয়োজন করে থাকে। সেখানে বিক্রি হয় তাদের হাতে তৈরি নানা সামগ্রী।  সেগুলো ছিল বাজারের অন্যতম আকর্ষণ। পথ চলতি মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। মিত্রবিন্দা ঘোষ জানালেন, ‘এই বাজারের ফলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস আসবে যা আগামীদিনে ওদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’। শুধু তাই নয়, বড়দিনের আগে বিশেষ উপহার দেওয়া হয় পথশিশুদের।