মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শরণার্থী হয়ে নয়, বাংলাদেশেই মাথা উঁচু করে বাঁচুক হিন্দুরা, সঙ্ঘ প্রভাবিত নতুন সংগঠনের বার্তা এমনই

বিভাস ভট্টাচার্য | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: শরণার্থী হিসেবে বাংলাদেশিদের জন্য এদেশের দরজা হাট করে খুলে যাক সেটা চায় না আরএসএস। বরং পড়শি দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সেখানেই থাকুক মাথা উঁচু করে এবং অবশ্যই 'হিন্দু' হিসেবে‌। যার জন্য উদ্যোগী হোক ভারত সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। সংঘ সূত্রে জানা গিয়েছে এ খবর। সংঘের মতে, এর আগে বাংলাদেশে যখনই সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে তখনই প্রাণ বাঁচাতে তাঁরা ছুটে এসেছেন এদেশে। তা সে দেশভাগের পর হোক বা ১৯৭১ সালেই হোক। এমন ঘটনাও ঘটেছে বহু পরিবার সকলকে নিয়ে একসঙ্গে এদেশে আসতে পারেননি। ওই দেশেই রয়ে গিয়েছিল তাঁদের পরিবারের অন্য সদস্যরা। বা যাঁরা এসেছেন তাঁরা জমি-জায়গা সবকিছু ফেলে এদেশে আসতে বাধ্য হয়েছেন। 

 

 

দেখা গিয়েছে, পরে পরিবারের বাকি সদস্যদের খোঁজ করে অনেকেই আর পাননি বা যারা জমি জায়গা ফেলে এসেছিলেন তাঁদের সবকিছু জবরদখল হয়ে গিয়েছে। ওই সূত্রটির মতে, বারংবার এভাবে চাপের কাছে মাথা নত করে ক্ষতি হচ্ছে সেদেশের সংখ্যালঘুদেরই। ফলে সুদুরপ্রসারী এই ধরনের কোনও ক্ষয়ক্ষতির মুখোমুখি নতুন করে যাতে সংখ্যালঘুরা না হন তার জন্যই বাংলাদেশে নিজের জায়গায় তাঁদের থাকা উচিত এবং এর জন্য ভারত সরকার ও বিশ্বের মানবাধিকার সংগঠনগুলির এগিয়ে আসা উচিত। ওই সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যেই পড়শি দেশের বিভিন্ন স্থানে অত্যাচারিত সংখ্যালঘুরা প্রতিরোধ গড়ে তুলেছেন।  যা ধীরে ধীরে যেখানে যেখানে অত্যাচার হচ্ছে সেইসব জায়গায় ছড়িয়ে পড়ছে। একইসঙ্গে এপারেও এসে পড়েছে পড়শি দেশের উত্তাপ। প্রতিবাদ মিছিল থেকে সভা, সবই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, বাংলাদেশের ঘটনায় তিনি মর্মাহত। 

 

 

সেইসঙ্গে তিনি প্রস্তাব রেখেছেন কেন্দ্র যেন রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানায়।  প্রতিবাদ করেছে রাজ্যের সব রাজনৈতিক দল। তৈরি হয়েছে 'বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি' নামে একটি সংগঠনের। যেখানে সঙ্ঘের বেশ কয়েকজন কার্যকর্তা আছেন বলে জানা গিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এই সংগঠনের তরফে ধর্মতলায় একটি মানব বন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে। সঙ্ঘের ওই সূত্রটি জানিয়েছে, রাজনৈতিক দলের কোনও কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে অনেকের ছুঁৎমার্গ থাকতে পারে। কিন্তু এই সংগঠনের নেতৃত্বে যাঁরা আছেন তাঁরা সরাসরি কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মী নয়। ফলে আমরা আশাবাদী সকলেই এই পরিস্থিতিতে এগিয়ে আসবেন।


Local NewsBangladesh NewsIndia Bangladesh Border

নানান খবর

নানান খবর

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

শুশুনিয়ার জল ও তিন হাজার তিন পদ্মে দিঘায় জগন্নাথের আবাহন

শিলাবৃষ্টিতে হুগলিতে তছনছ কয়েক বিঘা জমির ফসল, মাথায় হাত কৃষকদের

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া