বুধবার ২২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই গ্রাম-গঞ্জে পৌঁছতে শুরু করেছেন সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। সৌজন্যে যাত্রাপালা আসর। মঞ্চের দিকে তাকিয়ে হাজার গ্রামবাসী। ডায়লগ শুনে এই কান্নায় ভাসছেন তো, পরক্ষনেই হাসির হুল্লোড়ে গড়িয়ে পড়ছেন। শীতের বেলা গড়িয়ে সন্ধ্যে নামতেই টিভি ছেড়ে যাত্রাপালায় ভিড় করছেন গ্রামবাসীরা। মানুষের ভিড় দেখে শিল্পীরাও উৎফুল্ল।
একটা সময় গ্রাম বাংলায় যাত্রার সুদিন ছিল। হাওড়া জেলার গ্রামীণ এলাকা আমতা, বাগনান, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরে যাত্রা করে গিয়েছেন বহু পেশাদারি যাত্রা অভিনেতা। সেদিনকার স্মৃতি যেন ফিরে এল বৃহস্পতিবার রাতে আমতা থানার খড়িয়পে। কালী পুজো উপলক্ষে কলকাতার চিৎপুরের যাত্রা দলকে এনে যেখানে দু’রাত্রি যাত্রার আয়োজন করা হয়েছে। প্রথম রাতেই অভিনেতা-অভিনেত্রীরা গ্রামবাসীদের মন জয় করে নিয়েছেন। সোয়েটার, টুপি পড়ে এবং গায়ে চাদর ও শাল চাপিয়ে গ্রামবাসীরা দেখলেন শহরের এক ঝাঁক শিল্পী অভিনীত যাত্রাপালা। যেখানে অভিনয় করলেন সিনেমার জনপ্রিয় এক অভিনেতা। তিনি বাংলা সিনেমা প্রেমীদের কাছে অন্য একটি নামে বেশি পরিচিত।
পুজো উৎসবে যাত্রার দিকে ঝুঁকলেন? প্রশ্নের উত্তরে উদ্যোক্তাদের তরফে মৃনাল মান্না আজকাল ডট ইন-কে বলেন, 'দুই শতাব্দী প্রাচীন পুজোয় বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ যাত্রা পালাকে ফিরিয়ে আনতে পেরে অত্যন্ত খুশি। আমরা চেষ্টা করছি এই ঐতিহ্য টিকিয়ে রাখার। এখানকার মঞ্চে সামাজিক এবং পৌরাণিক, দু'ধরনের যাত্রা পালার আয়োজন করা হয়েছে। প্রথম রাতে সামাজিক যাত্রাপালা ব্যাপক সাড়া ফেলল। আশা রাখি দ্বিতীয় রাতেও এমনি আনন্দ দেবে'।
শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ও অবসর প্রাপ্ত শিক্ষক অরুণ পাত্র বলেন, 'বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিনোদনের মাধ্যম এই যাত্রাপালা। একটা সময় ছিল যখন শীতের মরশুমে গ্রাম বাংলায় যাত্রাপালার আসর বসত। মাঠের মাঝে চট ঘেরা ছাউনি আর টিন দিয়ে ঘিরে যাত্রার আসর বসত। মীরার বঁধূয়া, বেহুলা-লক্ষ্মীন্দরের মতো কাহিনি মানুষের মন জয় করেছিল। এখন সময় বদলেছে। মানুষের হাতে-হাতে মোবাইল। ইন্টারনেট ব্যবহার করে সব পেয়ে যাচ্ছে। তারপরেও যাত্রাপালার আয়োজন ও গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখে অত্যন্ত খুশি হয়েছি। বাংলার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে এনেছে ওঁরা। যা অত্যন্ত আনন্দের।'
মোবাইলের মধ্যেই এখন বিনোদনের যাবতীয় রসদ। তারপর তো ঘরে রয়েছে টিভি। এতকিছুর পরেও গ্রামের মানুষজন খোলা মঞ্চে শহরের অভিনেতাদের অভিনয় দেখে হাততালি দিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। জীবনের দুঃখ সাময়িক ভুলে গিয়ে মানুষের উচ্ছাস ও আবেগ দেখে উৎফুল্ল শিল্পীরাও।
#winter#jatra#villages
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...