মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই গ্রাম-গঞ্জে পৌঁছতে শুরু করেছেন সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। সৌজন্যে যাত্রাপালা আসর। মঞ্চের দিকে তাকিয়ে হাজার গ্রামবাসী। ডায়লগ শুনে এই কান্নায় ভাসছেন তো, পরক্ষনেই হাসির হুল্লোড়ে গড়িয়ে পড়ছেন। শীতের বেলা গড়িয়ে সন্ধ্যে নামতেই টিভি ছেড়ে যাত্রাপালায় ভিড় করছেন গ্রামবাসীরা। মানুষের ভিড় দেখে শিল্পীরাও উৎফুল্ল।
একটা সময় গ্রাম বাংলায় যাত্রার সুদিন ছিল। হাওড়া জেলার গ্রামীণ এলাকা আমতা, বাগনান, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরে যাত্রা করে গিয়েছেন বহু পেশাদারি যাত্রা অভিনেতা। সেদিনকার স্মৃতি যেন ফিরে এল বৃহস্পতিবার রাতে আমতা থানার খড়িয়পে। কালী পুজো উপলক্ষে কলকাতার চিৎপুরের যাত্রা দলকে এনে যেখানে দু’রাত্রি যাত্রার আয়োজন করা হয়েছে। প্রথম রাতেই অভিনেতা-অভিনেত্রীরা গ্রামবাসীদের মন জয় করে নিয়েছেন। সোয়েটার, টুপি পড়ে এবং গায়ে চাদর ও শাল চাপিয়ে গ্রামবাসীরা দেখলেন শহরের এক ঝাঁক শিল্পী অভিনীত যাত্রাপালা। যেখানে অভিনয় করলেন সিনেমার জনপ্রিয় এক অভিনেতা। তিনি বাংলা সিনেমা প্রেমীদের কাছে অন্য একটি নামে বেশি পরিচিত।
পুজো উৎসবে যাত্রার দিকে ঝুঁকলেন? প্রশ্নের উত্তরে উদ্যোক্তাদের তরফে মৃনাল মান্না আজকাল ডট ইন-কে বলেন, 'দুই শতাব্দী প্রাচীন পুজোয় বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ যাত্রা পালাকে ফিরিয়ে আনতে পেরে অত্যন্ত খুশি। আমরা চেষ্টা করছি এই ঐতিহ্য টিকিয়ে রাখার। এখানকার মঞ্চে সামাজিক এবং পৌরাণিক, দু'ধরনের যাত্রা পালার আয়োজন করা হয়েছে। প্রথম রাতে সামাজিক যাত্রাপালা ব্যাপক সাড়া ফেলল। আশা রাখি দ্বিতীয় রাতেও এমনি আনন্দ দেবে'।
শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ও অবসর প্রাপ্ত শিক্ষক অরুণ পাত্র বলেন, 'বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিনোদনের মাধ্যম এই যাত্রাপালা। একটা সময় ছিল যখন শীতের মরশুমে গ্রাম বাংলায় যাত্রাপালার আসর বসত। মাঠের মাঝে চট ঘেরা ছাউনি আর টিন দিয়ে ঘিরে যাত্রার আসর বসত। মীরার বঁধূয়া, বেহুলা-লক্ষ্মীন্দরের মতো কাহিনি মানুষের মন জয় করেছিল। এখন সময় বদলেছে। মানুষের হাতে-হাতে মোবাইল। ইন্টারনেট ব্যবহার করে সব পেয়ে যাচ্ছে। তারপরেও যাত্রাপালার আয়োজন ও গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখে অত্যন্ত খুশি হয়েছি। বাংলার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে এনেছে ওঁরা। যা অত্যন্ত আনন্দের।'
মোবাইলের মধ্যেই এখন বিনোদনের যাবতীয় রসদ। তারপর তো ঘরে রয়েছে টিভি। এতকিছুর পরেও গ্রামের মানুষজন খোলা মঞ্চে শহরের অভিনেতাদের অভিনয় দেখে হাততালি দিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। জীবনের দুঃখ সাময়িক ভুলে গিয়ে মানুষের উচ্ছাস ও আবেগ দেখে উৎফুল্ল শিল্পীরাও।
নানান খবর
নানান খবর

হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাঁশের সাঁকো, চরম ভোগান্তির মুখে কুলতুলি ও রায়দিঘির আমজনতা

মাঝরাতে ভেঙে পড়ল বাড়ি, চাপা পড়ে মৃত এক

রাজ্যে শিল্পের সম্ভাবনা বেড়েই চলেছে, শালবনি ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরির সুযোগ পাবে ছেলেমেয়েরা: মমতা

বাড়ির দরজা থেকে অপহরণ, নাবালিকাকে চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

দাউডাউ করে জ্বলছে বন্ধ গোডাউন, মঙ্গলবার সকালে ফের ডোমজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’