বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | জুনিয়রের ফটোতে মাল্যদান অভিজিতের, পাস্তা খাওয়ার আবদার আজও ভুলতে পারেন না ডগলাস

Sampurna Chakraborty | ০৫ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৬Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: ২০ বছর আগের সেই অভিশপ্ত রাত। ভারতীয় ফুটবলের ইতিহাসে কালো দিন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ঘটে যায় মর্মান্তক ঘটনা। আচমকাই মাঠে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ানো জুনিয়র। আর ওঠেননি। ডেম্পো এবং মোহনবাগানের মধ্যে চলছিল ফেডারেশন কাপ ফাইনাল। সবুজ মেরুন গোলকিপার সুব্রত পালের অনিচ্ছাকৃত ঘুঁষি লাগে ডেম্পোর স্ট্রাইকারের বুকে। মাঠের ধারে শুরু হয় শুশ্রূষা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। থমথমে পরিবেশে নিজের গোলেই সামনেই হাঁটু মুড়ে দু'হাত জোড় করে প্রার্থনা শুরু তৎকালীন ডেম্পোর গোলকিপার অভিজিৎ মণ্ডলের। কাট টু ২০২৪। মাঝে পেরিয়ে গিয়েছে ২০ বছর। কিন্তু সেই দিনটি এখনও স্মৃতিতে টাটকা অভিজিতের। ভোলেননি জুনিয়রকে। চোখ বুজলেই দিনটি ভেসে ওঠে। মনে পড়ে যায় প্রতিটি মুহূর্ত। যতদিন বাঁচবেন, স্মৃতিতে থাকবে। কিন্তু এই দিনটিতে যেন আরও বেশি করে মনে পড়ে যায় ব্রাজিলীয় সতীর্থকে। সকাল থেকেই মন কেঁদে ওঠে। বারবার প্রশ্ন ওঠে, মাত্র ২৫ বছর বয়সে সত্যিই কি এমন পরিণতি হওয়ার কথা ছিল জুনিয়রের?

ফোনে অভিজিৎ জানান, প্রত্যেক বছর এই দিনটিতে সতীর্থের ফটোতে মালা দেন। প্রার্থনা করেন তাঁর পরিবারের জন্য। এদিনও ব্যতিক্রম নয়। অভিজিৎ বলেন, 'এই দিনটা ভোলার নয়। ফুটবল মাঠে মৃত্যু এবং চোখের সামনে মৃত্যু যেন কেউই কোনও দিন না দেখে। কারোর যেন এই দুর্ভাগ্য না হয়। কিন্তু আমার এই দুর্ভাগ্য হয়েছিল। পুরো ঘটনাটা চোখের সামনে ভাসছে। কোনওদিন ভুলতে পারব না। এখনও জুনিয়রের ফটো আমার বাড়িতে রাখা আছে। আজ মালাও দেওয়া হয়েছে। বেদনাদায়ক ঘটনা। ভারতীয় ফুটবলে জুনিয়র তাঁর জীবন দিয়ে কিছু জিনিস পরিবর্তন করে গিয়েছে। প্রত্যেকবার এই একটা দিন আমাকে নাড়া দেয়। যেহেতু মাঠে ছিলাম, প্রার্থনা করছিলাম। আশা করেছিলাম জুনিয়র ফিরবে। কিন্তু শেষপর্যন্ত ওকে বাঁচানো যায়নি। প্রত্যেক বছর এই দিনে ওর ফটোতে মাল্যদান করি। শুধু আমি নয়, আমার পরিবারের কাছেও এই দিনটা অত্যন্ত দুঃখের। গোয়ায় থাকাকালীন আমার পরিবারও প্রত্যেকটা ম্যাচে যেত। তাই আমার স্ত্রীর মনেও এই ঘটনা নাড়া দিয়েছে।' 

জুনিয়রকে যে ভারতে এনেছিল, সেই ডগলাস সিলভার কাছেও দিনটি খুবই বেদনাদায়ক। এদিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ব্রাজিলীয় তারকা। সেখানে সুভাষ ভৌমিকের সঙ্গে দেখা যায় ডগলাস এবং জুনিয়রকে। ফটোর ক্যাপশনে লেখেন, '২০ বছর কেটে গিয়েছে। আমি তোমাকে খুব মিস করি ভাই। আমি যেসব স্ট্রাইকারদের সঙ্গে খেলেছি, তারমধ্যে তুমি অন্যতম সেরা।' ২০০৩ সালে দেশওয়ালি ভাইকে ভারতীয় ফুটবলে‌ আনেন ব্রাজিলীয় স্টপার। একবছর একসঙ্গে খেলেন ইস্টবেঙ্গলে। জুনিয়রের মৃত্যুবার্ষিকীতে একসঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন ডগলাস। ফোনে বলেন, 'খুব দুঃখজনক ঘটনা। ওর সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। তবে আমাদের সেরা সময় মাঠে। ২০০১ সালে আমরা একসঙ্গে ব্রাজিলে প্রিমিয়ার লিগ খেলি। আমরা একই দলে খেলেছি। টুর্নামেন্টের প্রথম পর্বে আমরা টেবিলের শেষে ছিলাম। ও দলে যোগ দেওয়ার পর আমরা তিন নম্বরে শেষ করি। ও এসেই ১৯ গোল করে। লিগের সর্বোচ্চ গোলদাতা হয়। আমি সবসময় ওকে বলতাম, দেখা যাক যদি একদিন আমরা ব্রাজিলের বাইরে একসঙ্গে খেলতে পারি। তারপর আমি ভারতে আসি। ইস্টবেঙ্গল আমাকে জিজ্ঞেস করে আমি কোনও ভাল ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে চিনি কিনা। সঙ্গে সঙ্গে আমি ওর কথা ভাবি। কলকাতায় আসার পর প্রথম দু'সপ্তাহ ওর মানিয়ে নিতে সমস্যা হয়। আবহাওয়া, গরম, সময়ের পার্থক্যের জন্য প্রথম দু'সপ্তাহ ইস্টবেঙ্গলের অনুশীলনে নজর কাড়তে পারেননি। কর্তাদের পছন্দ হয়নি। আমি কিছু সময় দেওয়ার অনুরোধ করি। তারপর ও গোল করতে শুরু করে।নিজেকে প্রমাণ করে। ভাল প্লেয়ারের পাশাপাশি খুব ভাল মনের মানুষ ছিল। কয়েকদিন পর ওর স্ত্রী কলকাতায় আসে। ওরা পরিবার বাড়ানোর পরিকল্পনা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ২০ বছর আগে এমনই একটা দিনে‌ আমরা ওকে হারাই। আমার জীবনের অন্যতম দুঃখের দিন।' 

মাঠে এবং মাঠের বাইরে প্রচুর স্মৃতি দুই ব্রাজিলীয় বন্ধুর। বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে। তারমধ্যেও স্মৃতির সরণি থেকে একটি ঘটনা তুলে ধরেন ডগলাস। জানান, শুধুমাত্র আজকের দিন নয়, প্রতিবার পাস্তা বানানোর সময় ভেসে ওঠে বন্ধুর মুখ। ডগলাস বলেন, 'আমি সবসময় ওর সঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলো মনে রাখতে চাই। যখন ও প্রথম কলকাতায় আসে। ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকত। আমরা একসঙ্গে থাকতাম। ও রান্না করতে পারত না। আমি আমাদের জন্য রান্না করতাম। ও যা খেতে পছন্দ করত, সেটাই বানাতাম। ও খুব পাস্তা খেতে ভালবাসত। ও সবসময় আমাকে বলত, আমি ওর মায়ের মতো পাস্তা বানাই। তাই সবসময় আমাকে পাস্তা করতে বলত। বলত, আমার বানানো পাস্তা মাঝেমধ্যে ওর মায়ের থেকেও ভাল হয়।' ফোনে কথাগুলো বলার সময় গলা বুঁজে আসে ডগলাসের। আবেগতাড়িত হয়ে পড়েন। ২০ বছর কেটে গেলেও, এখনও যেন কঠিন বাস্তব বিশ্বাসই হয় না। না থেকেও অভিজিৎ, ডগলাসের স্মৃতিতে অমর ক্রিশ্চিয়ানো জুনিয়র। 

 


#Cristiano Junior#Douglas Silva#Abhijit Mandal#Death Anniversary



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কনস্টাসকে ধাক্কা মেরে ২০ শতাংশ জরিমানা কোহলির, এর পরেও মেলবোর্ন টেস্ট থেকে কত আয় করবেন বিরাট? ...

টেস্টে ৪৪৮৩ ডেলিভারি পর কোনও ব্যাটার মাঠের বাইরে ফেললেন বুমরাকে...

'ক্রিকেটের নয়, তাহলে আইপিএলেরই জয় বলতে হবে...', কোহলিকে বিরাট তোপ প্রাক্তন পাক তারকা বাসিতের ...

অজি ওপেনার কনস্টাসকে ‘‌ধাক্কা’‌, ম্যাচ ফি’‌র ২০ শতাংশ জরিমানা হল বিরাটের  ...

১৯ বছরের কনস্টাসকে ধাক্কা কোহলির, বিরাটকে কী বললেন অজি তরুণ? ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



12 24