রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকাকে অপহরণ করে খুনের অভিযোগে বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগের ফাস্টট্র্যাক কোর্টের বিচারক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। আদালত সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আতিকুল শেখ ওরফে ভোলা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। ২০২২ সালের ১৪ অগস্ট আতিকুল তার প্রেমিকাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বাড়ির কাউকে কিছু না জানিয়েই আতিকুল নিজের প্রেমিকাকে পামাইপুর মোড়ের কাছে দেখা করতে বলে। ওই দিন সন্ধে নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা, কিছু সোনার গয়না এবং অন্য কিছু জরুরি নথি নিয়ে গোপনে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর আতিকুল তার প্রেমিকাকে মোটরসাইকেলে করে লালবাগের দিকে নিয়ে চলে যায়। কিন্তু সেদিনের পর থেকে ওই নাবালিকার কোনও সন্ধান মেলেনি বলে দাবি পরিবারের সদস্যদের। ২০২২ সালের ১৭ অগস্ট ওই নাবালিকার পরিবারের তরফে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এই মামলার সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন, "লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রঞ্জিতপাড়া এলাকার একটি কলাবাগান থেকে নাবালিকার পচা গলা দেহ উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয় নাবালিকার বাড়ি থেকে নিয়ে আসা সোনার গয়না, নগদ টাকা।" সরকারি আইনজীবীর সংযোজন,"পুলিশ এই মামলায় ৮৬ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এবং ১৯ জন এই মামলায় সাক্ষ্য দান করেন।"
সরকারি আইনজীবীর কথায়, "লালবাগ ফাস্টট্র্যাক কোর্টের বিচারক ঋষি কেশরী বৃহস্পতিবার অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৫ ৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং ওই নাবালিকাকে খুনের অভিযোগে আতিকুলকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এর পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানাও করেন।"
নানান খবর
নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা